CT 2025

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) সেমিফাইনালে আজ মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথম ব্যাটিং করেছে অজি শিবির। স্টিভ স্মিথের ৭৩, অ্যালেক্স ক্যারি’র ৬১ রানের সৌজন্যে স্কোরবোর্ডে ২৬৪ রান তুলতে সক্ষম হয়েছে ২০০৬ ও ২০০৮-এর চ্যাম্পিয়নরা। রান তাড়া করতে নেমে বেশ বিপাকে ভারতীয় দল। শক্ত ভিতের উপর ‘মেন ইন ব্লু’কে দাঁড় করাতে পারে নি ওপেনিং জুটি। ইনিংসের পঞ্চম ওভারে শুভমান গিলের স্টাম্প ভেঙে দিয়েছিলো বেন ডোয়ারস্যুইসের ডেলিভারি। ১১ বলে ৮ রানের বেশী করতে পারেন নি তিনি। আশা জাগিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু বেশীদূর এগোতে পারলেন না তিনিও। গুরুত্বপূর্ণ ম্যাচে নবাগত কুপার কনোলি’র বলে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফিরলেন তিনি। যেভাবে কার্যত উইকেট প্রতিপক্ষ স্পিনারকে উপহার দিলেন অধিনায়ক তাতে ক্ষোভ জন্মেছে সমর্থকমহলে।

Read More: “বদলা নিতেই হবে…” ২৬৪ রানে শেষ হলো অস্ট্রেলিয়ার ব্যাটিং, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

দ্বিতীয় ওভারেই ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু বল তালুবন্দী করতে পারেন নি কুপার কনোলি (Cooper Connolly)। সেই ভুলের প্রায়শ্চিত্ত নবম ওভারে করলেন ২১ বর্ষীয় অলরাউন্ডার। তাঁর স্পিনের ফাঁদেই শেষমেশ পা দিয়ে বসলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ফুল লেন্থে বল রেখেছিলেন কনোলি। পা বাড়িয়ে স্যুইপ মারার প্রয়াস করেন রোহিত। কিন্তু দেরী করে ফেলেছিলেন তিনি। ব্যাটের নাগাল এড়িয়ে বল আছড়ে পড়ে প্যাডে। আঙুল তুলতে বিশেষ দেরী করেন নি আম্পায়ার। নন-স্ট্রাইকার বিরাট কোহলির (Virat Kohli) সাথে আলোচনার পর ডিআরএস ব্যবহারের সিদ্ধান্ত নেন রোহিত। প্রুযুক্তির সাহায্য নিয়েছিলেন তৃতীয় আম্পায়ার মাইকেল গফ। বল ট্র্যাকিং-ও দেখায় যে ঠিক লিডল স্টাম্পে গিয়ে লাগত বল’টি। বজায় থাকে আউটের সিদ্ধান্তই। ২৯ বলে ২৮ করে ফেরেন রোহিত।

বিশ্বকাপের ফাইনালে গ্লেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে অহেতুক আগ্রাসন দেখাতে গিয়ে আউট হয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তার ফল ভুগতে হয়েছিলো ভারতীয় দল’কে। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ম্যাচেও স্যুইপের লোভ সামলাতে না পেরে আউট হলেন তিনি। অধিনায়কের কর্মকাণ্ডে ক্ষুব্ধ নেটিজেন’রা। ‘অতীতের ভুল থেকে কোনো শিক্ষাই নেয় নি রোহিত,’ লিখেছেন একজন। ‘ইনটেন্টের ধাপ্পাবাজি আরও একবার দলের জন্য কাল না হয়ে দাঁড়ায়,’ মন্তব্য আরও একজনের। ‘শুভমান যেখানে কিছুক্ষণ আগেই আউট হয়েছেন, সেখানে আরেকটু সতর্ক কি হওয়া যেত না?’ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন এক নেটিজেন। ‘প্রথম দশ ওভার খানিক সময় নেওয়া উচিৎ ছিলো। এত অভিজ্ঞ ক্রিকেটার, তাও একই ভুল বারবার করে,’ আক্ষেপ দানা বেঁধেছে এক অনুরাগীর ট্যুইটে। ‘আজ হারলে নেতৃত্ব ছাড়ার কথা ভাবা উচিৎ রোহিতের,’ সুর চড়িয়েছেন অন্য এক নেটনাগরিক।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: CT 2025 IND vs AUS: স্মিথ-ক্যারি’র জোড়া অর্ধশতক, প্রথমে ব্যাটিং করে ২৬৪ তুললো অস্ট্রেলিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *