CT 2025: ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। দুবাইয়ের মাঠে গ্রুপ-এ’র ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ। ২৩ তারিখ রয়েছে দ্বিতীয় ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ‘মেন ইন ব্লু।’ গ্রুপে শেষ ম্যাচটি রয়েছে ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ)। টুর্নামেন্টে অংশগ্রহণকারী আট দেশের মধ্যে ছয়টি গত সপ্তাহেই নিজেদের ১৫ সদস্যের স্কোয়াড প্রকাশ করেছিলো। আজ সপ্তম দেশ হিসেবে দল ঘোষণা করলো ভারত (Team India)। মুম্বইয়ে বিসিসিআই-এর সদর দপ্তরে দুপুরে এক সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মা ও মুখ্য নির্বাচক অজিত আগরকার (Ajit Agarkar) জানিয়ে দেন কাদের ভাগ্যে জুটছে দুবাইয়ের টিকিট। প্রত্যাশামতই স্কোয়াডে রয়েছেন কোহলি, শুভমান, ঋষভ পন্থ, কে এল রাহুলরা। তবে চমক রয়েছে বোলিং বিভাগে। মেগা টুর্নামেন্ট থেকে ছেঁটে ফেলা হয়েছে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj)।
Read More: CT 2025: “ওর কথা ভেবেছিলাম, তবে…” চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই করুণ নায়ার, উপেক্ষার কারণ জানালেন আগরকার !!
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই সিরাজ-
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবক’টি টেস্টেই খেলেছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। পাঁচ ম্যাচে মোট ১৫৭.১ ওভার হাতও ঘুরিয়েছিলেন। টিম ইন্ডিয়ার দ্বিতীয় সফলতম বোলার ছিলেন তিনি। ৩১.১৫ গড়ে পেয়েছিলেন ২০ উইকেট। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ইংল্যান্ডের বিপক্ষে (IND vs ENG) ঘরের মাঠে টি-২০ সিরিজে তিনি খেলবেন না তা আন্দাজ করতেই পেরেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ফলে গত সপ্তাহে যখন কুড়ি-বিশের স্কোয়াড ঘোষণা করা হয়েছিলো, তখন সিরাজের (Mohammed Siraj) অনুপস্থিতি নিয়ে বিশেষ চর্চা হয় নি। জস বাটলারদের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচে তিনি খেলবেন, থাকবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025), প্রত্যাশা ছিলো বিশেষজ্ঞদের। কিন্তু আজ মুম্বইয়ের সাংবাদিক সম্মেলনে যখন মহম্মদ সিরাজকে বাদ দিয়েই দল ঘোষণা করেন রোহিত ও আগরকার, তখন নড়েচড়ে বসেন সকলে।
গত দেড়-দুই বছরে তিন ফর্ম্যাটে ভারতের হয়ে লাগাতার খেলেছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। একদিনের ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিং-এর শীর্ষেও পৌঁছেছিলেন তিনি। এখনও তিনি রয়েছেন প্রথম দশে। তার পরেও কেন দুবাইগামী বিমানের টিকিট পেলেন না তিনি? সংবাদমাধ্যমের কৌতূহল নিরসনের চেষ্টা করেছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। টিম কম্বিনেশনের কারণেই বাদ দেওয়া হয়েছে হায়দ্রাবাদের পেসারকে, সাফ মন্তব্য তাঁর। আজ তিনি বলেন, “সিরাজ সুযোগ পায় নি। বিষয়টি দুর্ভাগ্যজনক। তবে ও শুধু নতুন বলেই কার্যকরী। বল যত পুরনো হয় ততই ওর কার্যকারিতা কমে আসে। আমাদের কোনো উপায় ছিলো (সিরাজকে সুযোগ দেওয়ার)। আমরা এমন বোলারদের চেয়েছিলাম যাঁরা নতুন বলেও বোলিং করতে পারে, মাঝের ওভারত এবং ডেথ ওভারেও কার্যকরী।”
সুযোগ পেলেন আর্শদীপ সিং-
চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারতীয় স্কোয়াডে তিন জন বিশেষজ্ঞ পেসার রাখা হয়েছে। গোড়ালির চোটে লম্বা সময় মাঠের বাইরে থাকার পর গত নভেম্বরে ঘরোয়া ক্রিকেটের আঙিনায় প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। বাংলার পেসারকে ইংল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়েছে। সংশয় ছিলো জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে। তিনি সিডনি টেস্ট চলাকালীন চোট পেয়েছিলেন। তাঁর পিঠের পেশীতে আঘাত সারে নি এখনও। ইংল্যান্ড সিরিজে বিশ্রামেই থাকছেন দেশের এক নম্বরে পেস তারকা। তাঁর পরিবর্তে খেলছেন হর্ষিত রাণা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে বুমরাহ সুস্থ হয়ে উঠবেন বলে আশায় বিসিসিআই। তৃতীয় পেস বিকল্প হিসেবে জায়গা দেওয়া হয়েছে আর্শদীপ সিং-কে (Arshdeep Singh)। বাম হাতি পেসারের ডেথ বোলিং দক্ষতা দুবাইতে কার্যকরী হবে বলে মনে করছেন জাতীয় নির্বাচকেরা।
এক নজরে সম্পূর্ণ ভারতীয় স্কোয়াড-
India’s squad for the #ChampionsTrophy 2025 announced! 💪 💪
Drop in a message in the comments below 🔽 to cheer for #TeamIndia pic.twitter.com/eFyXkKSmcO
— BCCI (@BCCI) January 18, 2025