CT 2025

CT 2025: গত বছর বক্সিং ডে টেস্টে অস্ট্রেলীয় তরুণ স্যাম কনস্টাসকে (Sam Konstas) কাঁধ দিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছিলো ভারতীয় মহাতারকা বিরাট কোহলির (Virat Kohli) বিরুদ্ধে। হইচই পড়ে গিয়েছিলো ক্রিকেটদুনিয়ায়। বিরাট ও টিম ইন্ডিয়াকে তীব্র আক্রমণ করেছিলো অজি সংবাদমাধ্যম। এমনকি আইসিসি’র শাস্তির কোপেও পড়তে হয়েছিলো ‘মেন ইন ব্লু’ সুপারস্টারকে। দিতে হয়েছিলো জরিমানা, সাথে ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছিলো কোহলির নামের পাশে। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আসরেও ঘটলো প্রায় একই ঘটনা। দুবাইয়ের বাইশ গজে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ ঘিরে এমনিতেই উত্তপ্ত থাকে ক্রিকেটমহলের আবহাওয়া। সেই উত্তাপ আরও খানিক বাড়লো মাঠের মধ্যে পাকিস্তানের মহম্মদ রিজওয়ান (Muhammad Rizwan) ও ভারতের হর্ষিত রাণা’র ধাক্কাধাক্কির ঘটনায়।

Read More: “ঘন্টার কিং…”, ভারতের বিপক্ষেও ব্যাট হাতে ব্যর্থ বাবর আজম, সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোল ভক্তদের !!

টসে জিতে আজ প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দশ ওভারের মধ্যে দুই ওপেনার বাবর আজম ও ইমাম-উল-হক’কে (Imam-ul-Haq) সাজঘরে পাঠিয়ে ম্যাচের রাশ প্রথমে হাতে তুলে নিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ কিন্তু তাঁরা যে বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী ছাড়তে রাজী নন তা ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছেন রিজওয়ান (Muhammad Rizwan)। সাউদ শাকিলকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন পাক অধিনায়ক। ২১তম ওভারের শেষ ডেলিভারিতে হর্ষিতের সাথে সংঘর্ষ হয় তাঁর। ভারতীয় তরুণ ফাস্ট বোলারের শর্ট বল স্কোয়্যার লেগের দিকে ঠেলে সিঙ্গল নিতে দৌড়েছিলেন রিজওয়ান। নন-স্ট্রাইকার প্রান্তে পৌঁছনোর আগে তাঁর কাঁধের সাথে ধাক্কা লাগে হর্ষিতের (Harshit Rana) শরীরের। দৌড়ের গতিপথ বদলের যথেষ্ট সময় ও সুযোগ ছিলো রিজওয়ানের সামনে, তাও তা বদলান নি তিনি। সরাসরি ধাক্কা দেন হর্ষিতকে।

পূর্বে আগ্রাসন দেখিয়ে শাস্তির মুখে পড়েছেন হর্ষিত। ২০২৪-এর আইপিএলে (IPL) প্রতিপক্ষ ব্যাটারকে আউট করার পর ‘ফ্লাইং কিস’ ছুঁড়ে এক ম্যাচ নির্বাসিতও হয়েছিলেন তিনি। কিন্তু আজ চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ম্যাচে অবশ্য স্নায়ুর উপর থেকে নিয়ন্ত্রণ হারান নি তিনি। কোন আগ্রাসী প্রতিক্রিয়া বা রিজওয়ানের কাছে জবাবদিহি দাবী করেন নি তিনি। শুধু পাক ক্রিকেটারের কাণ্ডে তিনি যে অখুশি তা বুঝিয়ে দিয়েছেন অভিব্যক্তির মাধ্যমে। বিষয়টি অবশ্য এরপর বেশীদূর গড়ায় নি। তবে এই ঘটনার প্রেক্ষিতে আইসিসি কোনো পদক্ষেপ নেয় কিনা সেদিকে নজর থাকবে। একটা সময় পিছিয়ে পড়া পাকিস্তান চলতি ম্যাচে দারুণ প্রত্যাবর্তনের পথে। সাউদ (Saud Shakeel) ও রিজওয়ানের জুটি ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে ১০০ রানের গণ্ডী। অর্ধশতক সম্পূর্ণ করেছেন শাকিল। পঞ্চাশের মাইলফলকের দিকে এগোচ্ছেন রিজওয়ান’ও।

দেখুন ঘটনার ভিডিও-

Also Read: CT 2025 IND vs PAK: অক্ষরের ‘রকেট’ থ্রোয়ে রান-আউট ইমাম, দুবাইতে দ্বিতীয় উইকেট খোয়ালো পাকিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *