CT 2025: সময়টা বিশেষ ভালো যাচ্ছে না বিরাট কোহলির (Virat Kohli)। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর দুটি টেস্ট সিরিজে রান পান নি। ছন্দে ফেরার লক্ষ্যে রঞ্জি ট্রফি খেলতে নেমেছিলেন দিল্লীর জার্সিতে। সাফল্য আসে নি সেখানেও। অখ্যাত পেসার হিমাংশু সাঙ্গওয়ানের ইনস্যুইং উপড়ে দিয়েছিলো অফস্টাম্প। এরপর হাঁটুর চোট সমস্যা বাড়িয়েছিলো তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) নাগপুরে খেলতে পারেন নি প্রথম ওয়ান ডে ম্যাচটি। কটকে প্রথম একাদশে ফিরলেও ৫ রনাএর বেশী এগোতে পারেন নি ব্যাট হাতে। শেষমেশ আহমেদাবাদে বাটলারবাহিনীর বিরুদ্ধে খেলা ৫২ রানের ইনিংসটি খানিক আত্মবিশ্বাস যুগিয়েছিলো কোহলিকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) সেই ধারাবাহিকতাই বজায় রাখার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হতাশ হতে হলো মহাতারকাকে। ব্যর্থ হয়েই ফিরলেন সাজঘরে।
Read More: “চ্যাম্পিয়নদের মতন প্রদর্শন…” বাংলাদেশকে ২২৮ রানে রুখে দিলো টিম ইন্ডিয়া, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!
ভারতীয় ইনিংসের দশম ওভারে রোহিত শর্মা (Rohit Sharma) আউট হওয়ার পর ক্রিজে এসেছিলো কোহলি (Virat Kohli)। আজ দুবাইয়ের মাঠে মোটেই সাবলীল দেখালো না তাঁকে। প্রথম দশ ওভারে যেখানে রান উঠেছিলো ৬৯, সেখানে বিরাট নামার পর অনেকটা কমে যায় রান-রেট। সুযোগ বুঝে চাপ বাড়ানোর পথে হেঁটেছিলেন প্রতিপক্ষ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি ইংল্যান্ড সিরিজে লেগস্পিনার আদিল রশিদ বিব্রত করেছিলো ভারতীয় মহাতারকাকে। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ম্যাচেও লেগস্পিনারের শিকার হয়েই সাজঘরে ফিরলেন তিনি। বাংলাদেশের রিশাদ হোসেনকে (Rishad Hossain) কাট মারতে গিয়েছিলেন বিরাট। কিন্তু শটে নিয়ন্ত্রণ রাখতে পারেন নি। ব্যাটের উপরের দিকের কোণায় লেগে বল সরাসরি জমা পড়ে পয়েন্টে দাঁড়ানো সৌম্য সরকারের হাতে। ৩৮ বলে ২২ করে আউট হন কোহলি। ১১২ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ভারত।
কোহলির (Virat Kohli) উইকেট তুলে নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত রিশাদ। তরুণ লেগস্পিনারকে দেখা গেলো শূন্যে ‘ফ্লাইং কিস’ ছুঁড়ে দিতে। গত বছরের আইপিএলে ‘ফ্লাইং কিস’ সহকারে উইকেট উদ্যাপন করে বিতর্কে জড়িয়েছিলেন তরুণ ফাস্ট বোলার হর্ষিত রাণা। আজ রিশাদের (Rishad Hossain) সেলিব্রেশন মনে করালো সেই ঘটনাকে। তবে হর্ষিতের মত আগ্রাসী ছিলো না রিশাদের উদ্যাপন। তিনি বিরাটের দিকে নয়, বরং আকাশের দিকে ছুঁড়ে দেন উড়ন্ত চুম্বন। আজ চার নম্বরে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। ১৭ বলে ১৫ রান করে মুস্তাফিজুর রহমানের শিকার হন তিনি। প্রতিবেদন লেখার সময় অবধি টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটের বিনিময়ে ১৩৮ রান। ক্রিজে রয়েছেন শুভমান গিল। টানা চতুর্থ একদিনের ম্যাচে অর্ধশতক বা তার চেয়ে বেশী রান করেছেন তিনি। আর অপর প্রান্তে রয়েছেন অক্ষর প্যাটেল। তাঁর সংগ্রহ এই মুহূর্তে ৩ রান।