CT 2025: ২০০০ সালে নাইরোবি’র মাঠে দীর্ঘসময় এগিয়ে থেকেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে নি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। ক্রিস কেয়ার্নসের একটি অবিশ্বাস্য ইনিংস স্বপ্ন ভেঙেছিলো ‘মেন ইন ব্লু’র। আড়াই দশক পর চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ফাইনালে সেই কিউইদের হারিয়েই যেন ‘বদলা’ নিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আজ দুবাইয়ের মাঠে টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। মন্থর উইকেটে কার্যকরী হলো ভারতের চার স্পিনারের ফর্মূলা। ২৫১’র বেশী এগোতে পারে নি ব্ল্যাক ক্যাপস বাহিনী। জবাবে ব্যাট করতে নেমে রীতিমত দক্ষযজ্ঞ চালান হিটম্যান। অনেকটা পিছিয়ে পড়েও ঘূর্ণি বোলিং-কে অস্ত্র করে ম্যাচে ফিরেছিলো নিউজিল্যান্ড। পরপর বেশ কিছু উইকেট তুলে নেন ব্রেসওয়েল, স্যান্টনাররা। শেষমেশ রাহুল, শ্রেয়সদের প্রতিরোধ হাসি ফোটালো ভারতীয় ভক্তদের মুখে।
Read More: CT 2025 IND vs NZ Highlights: রুদ্ধশ্বাস ম্যাচে তফাত গড়ে দিলেন রোহিত, নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের !!
৪ উইকেটে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) হাতছাড়া হয়েছে নিউজিল্যান্ডের। তবে টুর্নামেন্টের সেরা ব্যাটার ও সেরা বোলারের দু’টি পুরষ্কারই কিন্তু যাচ্ছে ব্ল্যাক ক্যাপস শিবিরেই। পাচ্ছেন রচিন রবীন্দ্র ও ম্যাট হেনরি।
সোনার ব্যাট জিতলেন রচিন রবীন্দ্র-

পাকিস্তানের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলার সময় ক্যাচ ধরতে গিয়ে কপালে চোট পেয়েছিলেন রচিন রবীন্দ্র। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) উদ্বোধনী ম্যাচটি খেলতেই পারেন নি। মাঠে ফেরেন গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে। আবির্ভাবেই দুরন্ত শতরান করে সাড়া ফেলে দেন তিনি। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচেও ঝলসে ওঠে রচিনের ব্যাট। প্রোটিয়াদের বিরুদ্ধেও পেরোন তিন অঙ্কের গণ্ডী। আজ ফাইনালে ওপেন করতে নেমে ধুন্ধুমার সূচনা করেছিলেন কিউই ইনিংসের। যদি থামতে হয় ৩৭ রানেই। ৪ ইনিংস শেষে তাঁর ঝুলিতে ৬৫.৭৫ গড়ে ২৬৩ রান। টুর্নামেন্টে ২৯টি চার ও ৩টি ছক্কা মেরেছেন রচিন। ব্ল্যাক ক্যাপস অলরাউন্ডার পিছনে ফেলেছেন শ্রেয়স আইয়ারকে। ভারতীয় তারকার ঝুলিতে পাঁচ ইনিংসে ২৪৩ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিন নম্বরে রয়েছেন বেন ডাকেট। ইংল্যান্ড ওপেনার করেছেন ২২৭ রান।
এক নজরে সেরা পাঁচ-
- রচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড)- ২৬৩ রান।
- শ্রেয়স আইয়ার (ভারত)- ২৪৩ রান।
- বেন ডাকেট (ইংল্যান্ড)- ২২৭ রান।
- জো রুট (ইংল্যান্ড)- ২২৫ রান।
- বিরাট কোহলি (ভারত)- ২১৮ রান।
সোনার বল পেলেন ম্যাট হেনরি-

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনাল খেলার সময় কাঁধে চোট পেয়েছিলেন ম্যাট হেনরি (Matt Henry)। কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার জানিয়েছিলেন যে পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে চান তাঁরা। শেষমেশ আজ আর মাঠে নামা সম্ভব হয় নি ডান হাতি পেসারের পক্ষে। ম্যাচ শুরুর আগে চোখে জল নিয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাঁকে। তবে ফাইনাল না খেললেও সর্বোচ্চ উইকেটশিকারীর পুরষ্কার ‘সোনার বল’ বল জয় আটকালো না তাঁর। ৪ ম্যাচে ১৬.৭০ গড় ও ৫.৩২ ইকোনমি রেটে ১০ উইকেট নিয়ে পুরষ্কার জিতলেন তিনি। ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে ৪২ রানের বিনিময়ে নিয়েছিলেন ৫ উইকেট। হেনরি পিছনে ফেলেছেন টিম ইন্ডিয়ার বরুণ চক্রবর্তী ও মহম্মদ শামি’কে। ৩ ম্যাচে ১৫.১১ গড়ে ৯ উইকেট বরুণের ঝুলিতে। শামি ৫ ম্যাচে পেয়েছেন ৯ উইকেট। তাঁর বোলিং গড় ২৫.৮৮। ইকোনমি ৫.৬৮।
এক নজরে সেরা পাঁচ-
- ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)- ১০ উইকেট।
- বরুণ চক্রবর্তী (ভারত)- ৯ উইকেট।
- মহম্মদ শামি (ভারত)- ৯ উইকেট।
- মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)- ৯ উইকেট।
- মাইকেল ব্রেসওয়েল (নিউজিল্যান্ড)- ৮ উইকেট।