CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) নিয়ে জটিলতা অব্যাহত। আইসিসি’র ইভেন্ট ক্যালেন্ডার অনুযায়ী আগামী বছরে পাকিস্তানের মাটিতে আয়োজিত হওয়ার কথা এই টুর্নামেন্টের। আয়োজক পাকিস্তান সহ মোট আট দলের অংশগ্রহণ করার কথা এই প্রতিযোগিতায়। কিন্তু বেঁকে বসেছে ভারত। ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে পড়শি দেশে দল পাঠানো হবে না, স্পষ্ট করে দিয়েছে বিসিসিআই। গত বছর এশিয়া কাপের সময়েই পাকিস্তানে যেতে সম্মত হয় নি টিম ইন্ডিয়া (Team India)। ভারত-পাক দ্বন্দ্ব থামাতে সেই সময় হাইব্রিড মডেলের শরণাপন্ন হতে হয়েছিলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (ACC)। নিজেদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় খেলেছিলো ‘মেন ইন ব্লু।’ সম্পূর্ণ নক-আউট পর্ব’ও পাকিস্তান থেকে সরে গিয়েছিলো শ্রীলঙ্কায়। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ক্ষেত্রেও হাইব্রিড মডেলের জন্য সওয়াল করেছে ভারতীয় বোর্ড। রাজী নয় পিসিবি। বিসিসিআই-কে বিকল্প প্রস্তাব দিলো তারা।
Read More: IPL 2025: কোচ ল্যাঙ্গারের রিটেনশন তালিকায় নেই KL রাহুল, দুই তারকাকে ধরে রাখছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস !!
ম্যাচ খেলে দেশে ফিরুন, প্রস্তাব পিসিবি’র-
গত জুন মাসের ২৯ তারিখ বার্বাডোজের কেনসিংটন ওভালে আয়োজিত হয়েছিলো টি-২০ বিশ্বকাপের ফাইনাল। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসীন নকভি (Mohsin Naqvi)। তখনই আইসিসি’র কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি জমা করেছিলেন তিনি। সূত্রের খবর চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ১৫টি ম্যাচের জন্য ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের উইন্ডো ব্যবহার করতে চায় তারা। হাইব্রিড মডেল নয়, বরং গোটা টুর্নামেন্টই পাকিস্তানের মাটিতে আয়োজন করতে মরিয়া পাক বোর্ড। ভারতের দুশ্চিন্তা দূর করতেও ইতিমধ্যে সচেষ্ট হয়েছেন মহসীন নকভি’রা। বিসিসিআই-কে জানানো হয়েছিলো যে টিম ইন্ডিয়ার সবক’টি ম্যাচ লাহোরে আয়োজন করা যেতে পারে কোহলি-রোহিতদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। যদিও সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেয় নি বিসিসিআই। পূর্বের অবস্থানেই অটল তারা।
ক্রিকেটের পাশাপাশি বাণিজ্যিক স্বার্থেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারতের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা বিলক্ষণ জানে পাক বোর্ড’ও। তাই টিম ইন্ডিয়াকে ওয়াঘা সীমান্ত পেরোতে রাজী করানোর জন্য এবার এক অভিনব প্রস্তাব রাখলেন মহসীন নকভি’রা। খসড়া সূচি অনুযায়ী ২০ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি ও ১ মার্চ যথাক্রমে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ ম্যাচ রয়েছে ভারতের। এরপর রয়েছে নক-আউট পর্ব। পাক বোর্ড জানিয়েছে যে পাকিস্তানে রাত্রিবাসের প্রয়োজন নেই টিম ইন্ডিয়ার (Team India)। তারা লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ খেলার পর সরাসরি ভারতের চণ্ডীগড় বা দিল্লীতে ফিরে যেতে পারে। লাহোর থেকে দুই শহরের দূরত্ব বিশাল কিছু নয়। “গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের মধ্যে প্রায় এক সপ্তাহের ব্যবধান মাথায় রেখে এই প্রস্তাব দেওয়া হয়েছে”, সংবাদসংস্থা ক্রিকবাজকে জানিয়েছেন এক পিসিবি কর্মকর্তা।
বিদেশমন্ত্রীর সফরে খুলবে CT 2025 জট ?
ভারতীয় দল আদৌ পাকিস্তানে যাবে কিনা সেই সিদ্ধান্ত বিসিসিআই নয় বরং নেবে দেশের কেন্দ্রীয় সরকার, বারবারই সাংবাদিকদের প্রশ্নে এমনটা বলে আসছেন রজার বিনি (Roger Binny), জয় শাহ’রা। এতদিন পড়শি দেশে পা রাখা নিয়ে নেতিবাচক মন্তব্যই শোনা গিয়েছে সরকারী প্রতিনিধিদের তরফে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) কয়েকদিন আগেই বলেছিলেন যে, “সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করলে পাকিস্তানের সাথে আলোচনায় বসার কোনো প্রশ্নই নেই।” কেন্দ্রীয় সরকারের কঠিন অবস্থান প্রশ্নের মুখে ফেলেছিলো চ্যাম্পিয়ন্স ট্রফিকে (CT 2025)। কিন্তু সম্প্রতি বিদেশমন্ত্রী এস.জয়শঙ্করের (S.Jaishankar) পাক সফর আশার আলো দেখাচ্ছে ক্রিকেটপ্রেমীদের। এসসিও কনক্লেভে যোগ দিতে ইসলামাবাদ গিয়েছিলেন বিদেশমন্ত্রী। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে আলোচনাও সারেন। এর কোনো ইতিবাচক প্রভাব ক্রিকেট কূটনীতিতে পড়ে কিনা সেদিকেই তাকিয়ে সকলে।