CT 2025

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ফাইনালে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে টিম ইন্ডিয়া। আড়াই দশক আগে কিউইদের বিপক্ষে নাইরোবি’র মাঠে খেতাব হাতছাড়া হয়েছিলো ভারতের। সেই ক্ষতে আজ প্রলেপ দেওয়ার সুযোগ রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের সামনে। দুবাইয়ের বাইশ গজ বেশ মন্থর। বল পড়ে সময় নিয়ে ব্যাটে আসায় কঠিন হচ্ছে বড় শট খেলা। সেদিকে তাকিয়ে গত দু’টি ম্যাচেই চার স্পিনারকে স্কোয়াডে রেখেছিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলদের পাশাপাশি একাদশে জায়গা পেয়েছিলেন কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীও। আজও উইনিং কম্বিনেশন ভাঙে নি টিম ম্যানেজমেন্ট। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ও সেমিফাইনালে যাঁরা খেলেছিলেন, খেতাবী যুদ্ধেও নীল জার্সিতে দেখা যাবে তাঁদেরকেই। অর্থাৎ গোটা টুর্নামেন্টই রিজার্ভ বেঞ্চে বসে কাটতে চলেছে ওয়াশিংটন সুন্দর ও ঋষভ পন্থের।

Read More: IND vs NZ, CT 2025 TOSS REPORT in BENGALI: টস জিতলো নিউজিল্যান্ড, মেগা ফাইনালে সুযোগ হলো না তারকা খেলোয়াড়ের !!

চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) শুরুর আগে ভারতীয় দলের উইকেটরক্ষক পজিশন নিয়ে প্রশ্ন ছিলো। সুরেশ রায়নার মত বেশ কয়েকজন প্রাক্তনী সওয়াল করেছিলেন ঋষভ পন্থের জন্য। কিন্তু তাতে কর্ণপাত করেন নি গম্ভীর। কে এল রাহুল’ই যে স্টাম্পের পিছনে টিম ইন্ডিয়ার প্রথম পছন্দ তা স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। “ব্যাট হাতে ওয়ান ডে’তে রাহুলের গড় ৫০। ছয় নম্বরে ও যে গভীরতা দল’কে এনে দেয় তার বিকল্প নেই,” ঘোষণা করেছিলেন সাংবাদিক সম্মেলনে। ঋষভকে মাঠে নামার বিন্দুমাত্র সুযোগ না দিয়েই কি করে রাহুলকে সেরা বলে ঘোষণা করতে পারেন কোচ? প্রশ্ন উঠেছিলো আগেই। আজ ফাইনালের একাদশ সামনে আসার পর ফের শুরু হয়েছে এই নিয়ে চর্চা। ‘সাদা বলের ফর্ম্যাটে কার্যত ঋষভকে একঘরে করে ফেলেছেন গম্ভীর। সুযোগই না দিলে নিজেকে প্রমাণ করবে কি করে?’ লিখেছেন একজন।

ওয়াশিংটন’কে নিয়েও যুক্তিটা খানিক একই। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) এখনও অবধি চার ম্যাচ খেলে দুটিতে উইকেটশূন্য কুলদীপ যাদব। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দুবাইয়ের বাইশ গজেই তেমন দাগ কাটতে পারেন নি। তারপরও কেন বিকল্প হিসেবে ওয়াশিংটনকে ভাবা হলো না? বোধগম্য হচ্ছে না অনেকেরই। নতুন বল হাতে ওয়াশিংটনের রান আটকানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেওয়ার দক্ষতার কথা ট্যুইটারের দেওয়ালে উল্লেখ করেছেন তাঁরা। এছাড়া ওয়াশিংটনের ব্যাটিং দক্ষতা যে ফাইনালে ভারতকে বাড়তি সুবিধা এনে দিতে পারত, আলোচনা চলছে তা নিয়েও। ‘ভালো ফর্মে থেকেও রোজ রোজ বাদ পড়তে নিশ্চয়ই ভালো লাগে না,’ মন্তব্য একজনের। ‘এভাবে তরুণ তুর্কির কেরিয়ার নিয়ে ছেলেখেলা করে লাভ কি?, প্রশ্ন তুলেছেন আরও একজন। ‘দলের স্বার্থেই লাগত ওয়াশিংটন’কে,’ আক্ষেপ আরও একজনের।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: CT 2025: নিউজিল্যান্ডকে ফাইনালে জেতার মন্ত্র দিলেন শোয়েব আখতার, ভারতীয়দের স্বপ্ন এবার শেষ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *