CT 2025: গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৪ রানের ব্যবধানে হারিয়ে দিলো টিম ইন্ডিয়া। টসে হেরে প্রথম ব্যাটিং করতে হয় ভারতীয় শিবির’কে। রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলিরা দ্রুত সাজঘরে ফিরলেও ইনিংসের হাল ধরেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও অক্ষর প্যাটেল। তাঁদের দু’জনের ব্যাট থেকে আসে যথাক্রমে ৭৮ ও ৪২ রান। এরপর ডেথ ওভারে ৪৫ করেন হার্দিক পান্ডিয়াও। ৯ উইকেটের বিনিময়ে ২৪৯ রানে থামে ‘মেন ইন ব্লু।’ জবাবে ব্যাট করতে নামা কিউইদের স্পিনের জালে বেঁধে ফেলে ২০০২ ও ২০১৩-র চ্যাম্পিয়নরা। পাঁচ উইকেট নেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। সফল কুলদীপ, অক্ষর, জাদেজারাও। উইলিয়ামসনের লড়াকু ৮১ সত্ত্বেও ২০৫-এর বেশী এগোতে পারে নি কিউই শিবির। গতকালের জয়ের ফলে এ-গ্রুপের শীর্ষে পৌঁছে যায় ভারতীয় দল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
Read More: দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানকে হারাতে পারবে না ভারত, বড়সড় চ্যালেঞ্জ ছুড়লেন সাকলিন মুশতাক !!
‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ ঋষভ পন্থের-

২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিলো ভারত’কে। ফের নক-আউট যুদ্ধে মুখোমুখি দুই শিবির। এবার আর হিসেবে কোনো রকম ভুলচুক হোক, চাইছেন না কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সেই কারণেই একাদশে কিছু রদবদলের পরিকল্পনা রয়েছে তাঁর। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) নজর কাড়তে পারেন নি কে এল রাহুল। ব্যাট হাতে আহামরি সাফল্য নেই তাঁর। স্টাম্পের পিছনেও একাধিক ক্যাচ ফস্কেছেন, হাতছাড়া করেন স্টাম্পিং-এর সুযোগ। ক্যাঙারুবাহিনীর বিরুদ্ধে মেগা দ্বৈরথে তাই বাদ পড়তে পারেন তিনি। বদলে ভারতীয় একাদশে প্রথমবারের জন্য সুযোগ পেতে পারেন ঋষভ পন্থ (Rishabh Pant)। যদি দিল্লীর তারকাকে খেলান গম্ভীর, তাহলে ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে সম্ভবত দেখা যাবে তাঁকে।
এছাড়া ব্যাটিং লাইন-আপে কোনো রদবদল সম্ভবত চোখে পড়বে না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ওপেনিং-এ থাকছেন রোহিত শর্মা। তাঁর সঙ্গী হওয়ার কথা শুভমান গিলের (Shubman Gill)। টানা পাঁচটি একদিনের ম্যাচে ভালো খেলার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ‘ল অফ অ্যাভারেজ’-এর শিকার হয়েছিলেন শুভমান। শেষ চারের লড়াইতে তাঁর আলোয় ফেরার অপেক্ষায় দল। তিন নম্বরে থাকছেন বিরাট কোহলি (Virat Kohli)। চারে এই মুহূর্তে টিম ইন্ডিয়ার ‘মিস্টার ডিপেন্ডেব্ল শ্রেয়স আইয়ার।” এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিমধ্যেই জোড়া অর্ধশতক হয়ে গিয়েছে তাঁর। অজি বোলারদের বিপক্ষেও মিডল অর্ডার সামলাতে হবে তাঁকে। ছয় নম্বরে ‘ফিনিশার’ হিসেবে দেখা যেতে পারে হার্দিক পান্ডিয়াকে। সাত ও আট নম্বরে ভারতীয় ব্যাটিং বিভাগকে প্রয়োজনীয় গভীরতা প্রদানের জন্য থাকবেন যথাক্রমে অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা।
শামি’র বদলে ভাবনায় আর্শদীপ সিং-

দুবাইয়ের বাইশ গজ যে বেশ মন্থর তা গত তিনটি ম্যাচে স্পষ্ট হয়ে গিয়েছে। সেই কারণে পেসের বদলে স্পিনকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে ভারতীয় দল। গতকাল কিউইদের রুখে দেওয়ার লক্ষ্যে চার জন স্পিনারকে প্রথম একাদশে রেখেছিলেন কোচ গৌতম গম্ভীর। সেমিফাইনালেও একই স্ট্র্যাটেজি নিতে পারেন তিনি। দুই বিশেষজ্ঞ স্পিনার কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর পাশাপাশি থাকবেন দুই অলরাউন্ডার-অক্ষর ও জাদেজা। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) শুরুটা বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে করেছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। কিন্তু পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচে হতাশ করেছেন তিনি। নতুন বলে পারেন নি উইকেট তুলতে। সদ্য চোট সারিয়ে ফেরা বাংলার পেসারকে বাদ দিয়ে তাই আর্শদীপকে (Arshdeep Singh) খেলানো হতে পারে মঙ্গলবার। তাঁর সাথে দ্বিতীয় পেস বোলিং বিকল্পের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।