ct-2025-pant-in-for-kohli-vs-pakistan

CT 2025: বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। গত বৃহস্পতিবার ২১ বল বাকি থাকতেই প্রতিপক্ষের ছুঁড়ে দেওয়া ২২৯ রানের লক্ষ্যমাত্রা টপকে গিয়েছে তারা। আগামী রবিবার ‘মেন ইন ব্লু’র পরবর্তী প্রতিপক্ষ পাকিস্তান। মাঠের বাইরে গত কয়েক মাসে বারবার সংঘাতে জড়িয়েছে উপমহাদেশের দুই ক্রিকেটীয় মহাশক্তি যা মাঠের লড়াইতে নিঃসন্দেহে যুগিয়েছে বাড়তি আগুন। সাম্প্রতিক অতীতে টিম ইন্ডিয়া (Team India) বারবারই হারিয়েছে পাকিস্তানকে। ২০২২-এর টি-২০ বিশ্বকাপ, ২০২৩-এর এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপ এমনকি ২০২৪-এর কুড়ি-বিশের বিশ্বকাপেও ভারতের আক্রমণের কোনো রকম জবাব দিতে পারে নি পাক বাহিনী। আগামীকালও সেই ধারাবাহিকতা বজায় রাখাই চ্যালেঞ্জ রোহিত (Rohit Sharma) বাহিনীর। কোনো রকম ভুল পদক্ষেপ নিতে রাজী নন কোচ গম্ভীর। সূত্রের খবর যে একাদশ নির্বাচনের ক্ষেত্রে কড়া হচ্ছেন তিনি।

Read More: পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে বিশ্রাম রোহিতের? দলের দায়িত্ব সামলাবেন এই ক্রিকেটার

ছাঁটাই হচ্ছেন কোহলি, খেলবেন পন্থ-

Virat Kohli and Rishabh Pant | CT 2025 | Image: Getty Images
Virat Kohli and Rishabh Pant | Image: Getty Images

বাংলাদেশের বিরুদ্ধে গত বৃহস্পতিবার ইনিংসের শুরুতে ঝড় তুলেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ৩৬ বলে করেছিলেন ৪১। রবিবার পাকিস্তানের বিপক্ষেও একই গতিতে স্কোরবোর্ডকে সচল রাখবেন তিনি, অধিনায়কের থেকে প্রত্যাশা সমর্থকদের। হিটম্যানের সাথে ইনিংস ওপেন করতে নামবেন শুভমান গিল (Shubman Gill)। অনবদ্য ফর্মে রয়েছেন পাঞ্জাবের তরুণ তুর্কি। শেষ চার ওয়ান ডে ম্যাচে তাঁর রান সংখ্যা যথাক্রমে ৮৭, ৬০, ১১২ ও ১০১*। চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধেও বড় ইনিংস খেলতে চাইবেন তিনি। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে দেখা যেতে পারে পরিবর্তন। দীর্ঘ সময় অফ ফর্মের সাথে যুদ্ধ করছেন বিরাট কোহলি (Virat Kohli)। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) প্রথম ম্যাচেও রান পান নি তিনি। পাকিস্তান ম্যাচে তাঁর ঠাঁই হতে পারে রিজার্ভ বেঞ্চে। বদলে উপরের দিকে তুলে আনা হতে পারে কে এল রাহুলকে (KL Rahul)।

চার নম্বরে নিজের জায়গা ধরে রাখছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। দুবাইয়ের মন্থর পিচে মুম্বই তারকার স্পিন খেলার দক্ষতা কার্যকরী ভূমিকা নিতে পারে টিম ইন্ডিয়ার জন্য। ফর্মেও রয়েছেন শ্রেয়স। সাফল্য পেয়েছিলেন সদ্যসমাপ্ত ইংল্যান্ড সিরিজে। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর থেকে বড় ইনিংসের আশায় ভারতীয় দল। রবিবারের ম্যাচে ভারতীয় একাদশে জায়গা করে নিতে পারেন ঋষভ পন্থ (Rishabh Pant)। বাংলাদেশের বিরুদ্ধে স্টাম্পের পিছনে দস্তানা হাতে নড়বড়ে দেখিয়েছে রাহুলকে। ফস্কেছেন সহজ স্টাম্পিং। পাকিস্তানের বিপক্ষে সেই ভুলচুক যে বড় বিপর্যয় ডেকে আনতে পারে তা বিলক্ষণ জানেন গম্ভীর। তাই ঋষভকেই দিতে পারেন দস্তানার দায়িত্ব। সাথে ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে নামানো হতে পারে তাঁকে। ডান হাতি-বাম হাতি কম্বিনেশন বজায় রাখতে বড় ভূমিকা নিতে পারেন ঋষভ। ছয় নম্বরে দেখা যেতে পারে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)।

বোলিং বিভাগ থাকছে অপরিবর্তিত-

Mohammed Shami | CT 2025 | Image: Getty Images
Mohammed Shami | CT 2025 | Image: Getty Images

বোলিং বিভাগে কোন রকম পরিবর্তন সম্ভবত করছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দুই স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) প্রত্যাশামতই থাকছেন একাদশে। ২০২১-এ টি-২০ বিশ্বকাপে এই দুবাইয়ের মাঠেই পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ হয়েছিলেন বরুণ চক্রবর্তী। তাঁকে প্রায়শ্চিত্তের সুযোগ সম্ভবত দিচ্ছেন না কোচ গম্ভীর। বরং তৃতীয় স্পিনার হিসেবে জায়গা ধরে রাখছেন চায়নাম্যান কুলদীপ যাদব (Kuldeep Yadav)। দুই ফ্রন্টলাইন পেসারের স্ট্র্যাটেজি থেকেও সরছে না ভারতীয় দল। প্রথম ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন মহম্মদ শামি। পাক ব্যাটিং-কে ভাঙার দায়িত্বও থাকছে তাঁর কাঁধে। সাথে থাকছেন তরুণ তুর্কি হর্ষিত রাণা’ও (Harshit Rana)। টেস্ট, টি-২০ ও ওয়ান ডে অভিষেকের পর কেরিয়ারের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) ম্যাচেও তিন উইকেট নিয়েছেন তিনি। তৃতীয় পেস বিকল্প হিসেবে ভারত ব্যবহার করতে পারে হার্দিক পান্ডিয়াকে।

এক নজরে ভারতীয় একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, কে এল রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রাণা, মহম্মদ শামি, কুলদীপ যাদব

Also Read: CT 2025: “সাধারণ একটা ম্যাচ…” ভারত’কে বাড়তি গুরুত্ব দিতে রাজী নন রিজওয়ান-রউফ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *