CT 2025: আগামী বুধবার শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। টিম ইন্ডিয়া অভিযান শুরু করছে বৃহস্পতিবার। গ্রুপ-এ’তে তাদের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। এরপর ২৩ তারিখ রয়েছে ক্রিকেটের এল-ক্লাসিকো। মুখোমুখি ভারত ও পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ভেন্যু নির্ধারণ নিয়ে মাঠের বাইরে দীর্ঘ দড়ি-টানাটানিতে জড়িয়েছিলো দুই শিবির। যা মাঠের অভ্যন্তরের দ্বৈরথ ঘিরে উত্তাপ বাড়িয়েছে অনেকখানি। এরপর ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে রয়েছে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি। আইসিসি আয়োজিত মেগা টুর্নামেন্টের জন্য এক মাস আগেই স্কোয়াড ঘোষণা করেছিলো বিসিসিআই। কিন্তু জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) চোট তাদের বাধ্য করেছে কিছু রদবদল করতে। পনেরো জনের মধ্যে কোন এগারো জন পাবেন মাঠে নামার ছাড়পত্র? উত্তরের সন্ধানে চ্যাটজিপিটির শরণাপন্ন ক্রিকেট অনুরাগীরা।
Read More: আইপিএল ২০২৫-এর আগেই ধনী হয়ে গেলেন ইন্ডিয়ার এই খেলোয়াড়, ৩০০% বেতন পেল বৃদ্ধি !!
চ্যাটজিপিটির পছন্দ কে এল রাহুল’ই-
![CT 2025: ভাবনায় নেই ঋষভ পন্থ, চ্যাম্পিয়ন্স ট্রফি একাদশে দুই পেসার ও তিন স্পিনারের ছক ভারতের !! 2 KL Rahul | CT 2025 | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/KL-Rahul-Batting.png)
যশস্বী জয়সওয়ালকে প্রাথমিক স্কোয়াডে রাখা হলেও পরে সরানো হয়েছে নন-ট্র্যাভেলিং রিজার্ভের তালিকায়। তাই টিম ইন্ডিয়ার ওপেনার নির্বাচনের ক্ষেত্রে কোনো বিকল্প ছিলো না চ্যাটজিপিটির হাতে। ফলে রোহিত শর্মা (Rohit Sharma) ও শুভমান গিলকেই (Shubman Gill) বেছে নিয়েছে সে। হিটম্যানকে অভিজ্ঞ ও ওপেনার এবং নেতা বলে সম্বোধন করেছে চ্যাটজিপিটি। ‘ফর্মে থাকা টপ-অর্ডার ব্যাটার’-শুভমান সম্পর্কে মূল্যায়ন তার। তিন ও চার নম্বরেও কোনো চমকের পথে হাঁটে নি ওপেন এআই নির্মিত এই কৃত্রিম বুদ্ধিমত্তা। বিরাটকে ‘নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার’ ও শ্রেয়সকে ‘দুর্দান্ত চার নম্বর ব্যাটসম্যান’ আখ্যা দিয়েছে সে। সম্প্রতি অফ ফর্ম কাটিয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন কোহলি (Virat Kohli)। মাসকয়েকের অনুপস্থিতির পর জাতীয় দলে ফিরে রান পেয়েছেন শ্রেয়সও। কেবল চ্যাটজিপিটি নয়, বিশেষজ্ঞদের পছন্দের একাদশেও নিঃসন্দেহে থাকবেন তাঁরা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারতীয় দলের উইকেটরক্ষক হিসেবে কার মাঠে নামা উচিৎ তা নিয়ে এখনও দ্বিধাবিভক্ত ক্রিকেটদুনিয়া। গত এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপের মত টুর্নামেন্টের পারফর্ম্যান্সের ভিত্তিতে কেউ কেউ এগিয়ে রাখছেন কে এল রাহুলকে। আবার অন্যদের বাজি ঋষভ পন্থ (Rishabh Pant)। তরুণ তুর্কি এক্স-ফ্যাক্টর হতে পারেন ভারতের জন্য, মনে করছেন তাঁরা। এছাড়া ঋষভের বাম হাতি ব্যাটিং মিডল অর্ডারে বৈচিত্র যোগ করতে পারে, যুক্তি সাজাচ্ছেন কেউ কেউ। ভারতীয় টিম ম্যানেজমেন্ট অবশ্য এই মুহূর্তে এগিয়ে রাখছে রাহুলকেই (KL Rahul)। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে তিনটি ম্যাচেই দস্তানা হাতে মাঠে নেমেছেন কর্ণাটকের ক্রিকেটার। কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটিও সওয়াল করেছে রাহুলেরই পক্ষে। ‘উইকেটরক্ষক ও নমনীয় মিডল অর্ডার ব্যাটার’ তকমা দিয়েছে তাঁকে। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে রাহুলকে রেখেছে এআই।
শামির অভিজ্ঞতাকে এগিয়ে রাখছে AI-
![CT 2025: ভাবনায় নেই ঋষভ পন্থ, চ্যাম্পিয়ন্স ট্রফি একাদশে দুই পেসার ও তিন স্পিনারের ছক ভারতের !! 3 Mohammed Shami and Rohit Sharma | CT 2025 | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/10/Shamii.webp)
ছয় ও সাত নম্বরে চ্যাটজিপিটির পছন্দ হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। প্রথম জনের ফিনিশিং দক্ষতার প্রশংসা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এছাড়া একাদশের ভারসাম্যের জন্য দ্বিতীয় জনকে প্রয়োজন বলে মনে করছে সে। চোট সারিয়ে সদ্য মাঠে ফিরেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। এখনও পর্যন্ত জাতীয় দলের জার্সিতে চেনা ছন্দে পাওয়া যায় নি তাঁকে। তবুও চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) মত বড় টুর্নামেন্টে তাঁর অভিজ্ঞতাকেই এগিয়ে রাখছে চ্যাটজিপিটি। দ্বিতীয় পেসার হিসেবে তাঁর বাজি বাম হাতি আর্শদীপ সিং (Arshdeep Singh)। তাঁর স্যুইং ও ডেথ বোলিং দক্ষতা তফাৎ গড়ে দিতে পারে, মনে করছে এআই। শিকে ছেঁড়ে নি হর্ষিত রাণা’র ভাগ্যে। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা’র বাজি কুলদীপ যাদব। এছাড়া পিচের চরিত্র বুঝে অক্ষর প্যাটেল বা বরুণ চক্রবর্তীর মধ্যে একজনকে সুযোগ দিক টিম ম্যানেজমেন্ট, পরামর্শ চ্যাটজিপিটির।
চ্যাটজিপিটির পছন্দের একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল/বরুণ চক্রবর্তী।