পাকিস্তান নয় বরং UAE’তেই বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর, ঘোষণা করলো আইসিসি !! 1

CT 2025: আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, তারপরেই পাকিস্তানের মাটিতে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর (Champions Trophy 2025)। যদিও পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসাতে ভারতীয় দলের পক্ষে পাকিস্তান যাওয়া কোনমতেই সম্ভব নয়। দুই দলের রাজনৈতিক সম্পর্কের যে জটিলতা রয়েছে তা অতিক্রম করে ভারতীয় দলের পক্ষে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির দল পাঠাবে না বিসিসিআই (BCCI)। ভারতীয় দল ২০২৩ সালের বিশ্বকাপের মঞ্চে রানার্স আপ হয়ে ছিল, যার সূত্রে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর জন্য সরাসরি ভারতীয় দল কোয়ালিফাই করে যায়।

UAE’তে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর

Bangladesh keen to host ICC Champions trophy alone, ct 2025
Champions Trophy | Image: Getty Images

তবে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) মঞ্চে খেলার পিছনে রয়েছে একাধিক অভিযোগ। ভারতের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (ICC) সু সম্পর্কের কারণে পাকিস্তানের বাইরে অনুষ্ঠিত হতে পারে আসন্ন চ্যাম্পিয়ন ট্রফি। এই প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিসিসিআই যদি রাজনৈতিক সম্পর্কর জেরে পাকিস্তানে দল পাঠাতে সংকোচ বোধ করে তাহলে আইসিসিকে বিকল্প ব্যবস্থা নিতে হবে। বিসিসিআই আগেই আইসিসিকে ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে রাখার আবেদন জানিয়েছে।

Read More: CT 2025: শুধুমাত্র ভারত নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাওয়া নিয়ে দ্বিধা আফগানিস্তানেরও !!

আগামী ১৯ জুলাই ২০২৪ থেকে ২২ জুলাই ২০২৪ সময়কালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে কলম্বোতে। সেখানেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাকবিতন্ডা চলতে পারে। জানা গিয়েছে, আগামী বছর পাকিস্তানের বাইরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির। এমনকি, পাকিস্তানের ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটি ‘কন্টিনজেন্সি বাজেট’-এর ব্যাপারে বিবেচনা করা হচ্ছে। হাইব্রিড মডেলের জন্য দুবাইকে সম্ভব্য ভেন্যু হিসাবে বাছাই করা হতে পারে।

হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে লীগ

Team india
Team India | Image: Getty Images

পাশাপশি, যাতায়াতের ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো করাচি (নিরাপত্তার দিকে লক্ষ রেখে) এবং দুবাইয়ের মধ্যে ভাগ করে আয়োজন করা হবে। আর চ্যাম্পিয়নস ট্রফির জন্য হাইব্রিড মডেল গৃহীত হলে সেমিফাইনালের একটি ম্যাচ এবং মেগা ফাইনাল ম্যাচটি পাকিস্তানের বাইরে অনুষ্ঠিত হবে। বেশ কয়েক মাস আগেই এশিয়া কাপের মঞ্চে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে দেখা গিয়েছিল। এশিয়া ব্যাপী এই টুর্নামেন্টটি পাকিস্তানে আয়োজন হওয়ার কথা ছিল তবে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের তিক্তরার জন্য শ্রীলঙ্কার সাথে যৌথ ভাবে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, যেখানে ভারত তাদের সমস্ত ম্যাচ শ্রীলংকাতেই খেলেছিল।

Read Also: CT 2025: নয়া মোড় নিলো চ্যাম্পিয়ন্স ট্রফি বিতর্ক, ভারত না এলে ‘প্রতিশোধ’-এর হুমকি পাকিস্তানের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *