ct-2025-kohli-wins-potm-vs-pakistan

CT 2025: গত কয়েকটা মাস মোটেই ভালো কাটে নি বিরাট কোহলির (Virat Kohli)। অস্ট্রেলিয়া সফরে সঙ্গী হয়েছিলো চূড়ান্ত ব্যর্থতা। পঞ্চম বা ষষ্ঠ স্টাম্পের বলে ড্রাইভ করতে গিয়ে অথবা খোঁচা দিয়ে বারবার ক্যাচ তুলছিলেন স্লিপ কর্ডন অথবা উইকেটরক্ষকের হাতে। ছন্দে ফিরতে রঞ্জি ট্রফিও খেলেন দিল্লীর হয়ে। কিন্তু রান পান নি। শেষমেশ ইংল্যান্ডের বিরুদ্ধে আহমেদাবাদে একটি ওয়ান ডে’তে অর্ধশতক করেছিলেন ঠিকই, কিন্তু সেখানেও চেনা বিরাটকে যেন খুঁজে পাওয়া যায় নি। অফ ফর্ম সঙ্গী করেই পা রেখেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025)। প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে আউট হয়েছিলেন ২২ করে। ধেয়ে এসেছিলো সমালোচনার তীর। কটাক্ষ-কটূক্তিতে জর্জরিত ‘কিং’ কোহলি ঘুরে দাঁড়ালেন আজ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মর্যাদার ম্যাচে তাঁর ব্যাট থেকে এলো জমজমাট শতরান। আরও একবার বোঝালেন ‘ফর্ম ক্ষণিকের, ক্লাস চিরকালীন।’

Read More: IND vs PAK, CT 2025 Highlights: কোহলির শতরানে পাকস্তানের হাল হলো বেহাল, ৬ উইকেটে জিতলো টিম ইন্ডিয়া !!

সেমিফাইনালে উঠে খুশি বিরাট-

Virat Kohli | CT 2025 | Image: Getty Images
Virat Kohli | CT 2025 | Image: Getty Images

দুবাইয়ের মাঠে আজ ওয়ান ডে কেরিয়ারে ১৪০০০ রান সম্পূর্ণ করলেন বিরাট কোহলি (Virat Kohli)। পিছনে ফেললেন ‘আইডল’ শচীনকে (Sachin Tendulkar)। চোদ্দ হাজারের মাইলস্টোন ছুঁতে ‘মাস্টার ব্লাস্টার’-এর লেগেছিলো ৩৫০টি ইনিংস। সেখানে কোহলি সেই শৃঙ্গ জয় করলেন ২৮৭ ইনিংসে। একইসাথে ৮২তম আন্তর্জাতিক শতরানও এলো তাঁর ব্যাট থেকে। ১০০ শতকের এভারেস্ট জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন ‘কিং’ কোহলি। তবে আজ রেকর্ড জয়, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতে দলীয় সাফল্যের কথাই আগে বলতে শোনা গেলো বিরাটকে (Virat Kohli)। ম্যাচের সেরার পুরষ্কার নেওয়ার পর সাক্ষাৎকারে কিংবদন্তি তারকা জানান “সত্যি বলতে এভাবে ব্যাটিং করে (সেমিফাইনালের) যোগ্যতা যে অর্জন করতে পেরেছি, সেটা ভালো লাগছে। রোহিত দ্রুত আউট হয়ে গিয়েছিলো, সেখানে দলের জন্য অবদান রাখতে পেরে খুশি। একটা জুটির প্রয়োজন ছিলো সেই সময় আমাদের।”

পাকিস্তানের বিরুদ্ধে কি ছিলো গেমপ্ল্যান? ব্যাখ্যা দিয়েছেন বিরাট (Virat Kohli)। জানান, “গত ম্যাচে যে অভিজ্ঞতা হয়েছিলো সেটা কাজে লাগাতে হত। মাঝের ওভারে আমার কাজ ছিলো স্পিনারদের বিরুদ্ধে অতিরিক্ত ঝুঁকি না নিয়ে নিয়ন্ত্রণ বজায় রাখা। শেষের দিকে শ্রেয়স (আইয়ার) রানের গতি বাড়িয়েছিলো। আমিও কিছু বাউন্ডারি পেয়েছিলাম। সেটা ওয়ান ডে’তে আমার সহজাত খেলাটা খেলার সুযোগ দিয়েছিলো আমায়।” “আমি জানি আমি কেমন খেলি। বাইরে থেকে কে কি বলছে সেটাকে দূরে রাখতে হয়। নিজের মত করে, নিজের এনার্জি আর চিন্তাভাবনার উপর নিয়ন্ত্রণ রাখাটাই আসল। প্রত্যাশার চাপ খুব সহজেই জাঁকিয়ে বসতে পারে। কিন্তু আমার কাজ কেবল বাস্তবের মাটিতে পা রেখে দলের জন্য কাজ করে চলা,” কোহলির (Virat Kohli) খোঁচা যে আদতে সমালোচকদের দিকে তা সহজেই অনুমান করা যায়।

শ্রেয়স-শুভমানদের প্রশংসা কোহলির-

Virat Kohli | CT 2025 | Image: Getty Images
Virat Kohli | CT 2025 | Image: Getty Images

কঠিন ম্যাচে নিজেকে মোটিভেট করেন কি করে? তাও ফাঁস করেছেন বিরাট। বলেন, “‘মাঠে প্রত্যেকটা বলের জন্য ১০০ শতাংশ দিতে হবে,’ নিজেকে কেবল এটাই বলি আমি তারপর ঈশ্বরই আপনাকে পুরষ্কৃত করেন। মানসিক স্পষ্টতাটা থাকা জরুরী।” দুবাইতে প্রতিপক্ষের গতিকে নিশানা করাই লক্ষ্য ছিলো, জানিয়েছেন ভারতীয় মহাতারকা। “যে বলে গতি রয়েছে সেখান থেকেই রান আদায় করতে, এটা আমাদের বুঝতে হত, না হলে স্পিনাররা ছড়ি ঘোরাতে পারত। শুভমান শাহীনের বিরুদ্ধে ভালো খেলেছে। ও যে দুনিয়ার এক নম্বর ব্যাটার, তার একটা কারণ তো রয়েছে। পাওয়ার-প্লে’তে ৬০-৭০ রান তুলতেই হত। শ্রেয়স সত্যিই চার নম্বর জায়গাটা নিজের করে নিচ্ছে। ভারতের মাটিতে ভালো করেছে। এখানেও ভালো খেলছে।” আপাতত এক সপ্তাহের বিশ্রাম পাচ্ছে ভারত। দিনকয়েক ‘আরাম’ করতে চান, সাক্ষাৎকারের শেষে হাসিমুখে জানান কিংবদন্তি।

Also Read: CT 2025 IND vs PAK: পাকিস্তানের ত্রাস সেই ‘কিং’ কোহলি, ৬ উইকেটে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *