ct-2025-jay-shah-on-travelling-to-pak

CT 2025: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) শেষ হয়েছে গত জুন মাসের ২৯ তারিখ। সতেরো বছর পর ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। এখন থেকেই পরবর্তী আইসিসি ইভেন্টের জন্য অপেক্ষায় ক্রিকেটপ্রেমী জনতা। ক্রিকেট নিয়ামক সংস্থার ক্যালেন্ডার বলছে ২০২৫-এ আয়োজিত হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। ওডিআই ফর্ম্যাটের এই প্রতিযোগিতার দিকেই বর্তমানে তাকিয়ে সকলে। আয়োজক হিসেবে দায়িত্ব পাওয়ার কথা পাকিস্তানের। দীর্ঘ সময় পর কোনো বড় টুর্নামেন্টের আসর বসতে পারে পাকিস্তানের মাটিতে। তোড়জোড় চলছে জোরকদমে। ২৯ জুন টি-২০ বিশ্বকাপ ফাইনাল দেখতে বার্বাডোজে উপস্থিত ছিলেন পিসিবি প্রধান মহসীন নকভি (Mohsin Naqvi)। খসড়া সূচি ও প্রস্তাবিত গ্রুপ বিন্যাস তিনি জমা করেছেন আইসিসি’র কাছে। বাকি সব কিছু মসৃণ ভাবে এগোলেও জটিলতা রয়েছে কেবল ভারত পড়শি দেশে যাওয়া নিয়ে আপত্তি তোলায়।

Read More: ৬, ৬, ৬, ৬, ৬…CSK উইকেটরক্ষকের ধুন্ধুমার ব্যাটিং, করে ফেললেন ট্রিপল সেঞ্চুরি !!

পাকিস্তানে যেতে নারাজ ভারত-

Indian Cricket Team | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

ক্রিকেটের দুনিয়ার সবচেয়ে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার কথা উঠলে প্রথমে আসবে ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) দ্বৈরথের। দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে দুনিয়ার যে প্রান্তেই ক্রিকেটীয় যুদ্ধ হোক, মাঠে খালি থাকে না একটিও আসন। সম্প্রতি নিউ ইয়র্কের মাঠেও দেখা গিয়েছে তেমনটাই। বিনিয়োগকারীরাও তাকিয়ে থাকেন এই ম্যাচটিরই দিকে। কিন্তু দীর্ঘসময় দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে দুই দেশের মধ্যে। ২০০৮ সালে ভারত শেষ গিয়েছিলো পাকিস্তানে। আর পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের জন্য শেষবার ভারতে এসেছিলো ২০১২ সালে। ২০১৬ ও ২০২৩-এ যথাক্রমে টি-২০ বিশ্বকাপ ও ওডিআই বিশ্বকাপ (ICC World Cup) খেলতে পাক দল ওয়াঘা সীমান্ত পেরোলেন, কিছুতেই পড়শি দেশে যেতে রাজী হয় নি ‘মেন ইন ব্লু।’

গত বছর এশিয়া কাপের (Asia Cup) সময়েও পাকিস্তান না যাওয়ার সিদ্ধান্তে অনড় ছিলো ভারত। বহু টানাপোড়েনের পর অবশেষে হাইব্রিড মডেলে হয় প্রতিযোগিতা। ভারতীয় দল নিজেদের ম্যাচগুলি খেলে শ্রীলঙ্কার মাটিতে। নক-আউট পর্বটিও হয় শ্রীলঙ্কাতেই। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ক্ষেত্রেও তেমন হাইব্রিড মডেলই চাইছে টিম ইন্ডিয়া। নিজেদের ম্যাচগুলি কোনো নিরপেক্ষ দেশে খেলতে চেয়ে ইতিমধ্যেই দাবী জানিয়েছে আইসিসি’র কাছে। দড়ি টানাটানিতে বিসিসিআই যে পিছিয়ে আসবে না তা নিশ্চিত। সম্প্রতি এই নিয়ে প্রশ্ন করা হয়েছিলো সচিব জয় শাহ’কে (Jay Shah)। কৌশলী উত্তর দিয়েছেন তিনি। জানান, “এই নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নি। টুর্নামেন্ট এগিয়ে এলে সিদ্ধান্ত নেওয়া হবে।” তবে পূর্বতন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর আগেই জানিয়েছেন যে ভারত যাবে না পাকিস্তানে।

টুর্নামেন্টে অংশ নিচ্ছে আট দেশ-

Champions Trophy | CT 2025 | Image: Getty Images
Champions Trophy | Image: Getty Images

আট দল অংশ নিচ্ছে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025)। গত বছরের ওডিআই বিশ্বকাপের পয়েন্ট তালিকায় প্রথম আটটি দলই সরাসরি যোগ্যতা অর্জন করেছে টুর্নামেন্টের। ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের সাথে রয়েছে বাংলাদেশও। আইসিসি’র কাছে আট দলকে দুটি গ্রুপে ভাগ করার প্রস্তাব রেখেছে পিসিবি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে রাখা হয়েছে গ্রুপ-A’তে। আর অস্ট্রেলিয়া, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে রাখা হয়েছে গ্রুপ-B’তে। ১৫টি ম্যাচ আয়োজিত হবে লাহোর, রাওয়ালপিণ্ডী ও করাচীতে। ভারতের জন্য বিশেষ প্রস্তাব রেখেছে পিসিবি। নিরাপত্তার স্বার্থে তাদের সবক’টি ম্যাচ লাহোরে আয়োজন করতে রাজী তারা। এমনকি সেমিফাইনালের ভেন্যু বদলাতেও তারা প্রস্তুত। আইসিসি’র কাছে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের উইন্ডো ব্যবহারের অনুমতি চেয়েছে তারা।

Also Read: CT 2025: নয়া মোড় নিলো চ্যাম্পিয়ন্স ট্রফি বিতর্ক, ভারত না এলে ‘প্রতিশোধ’-এর হুমকি পাকিস্তানের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *