ct-2025-ishan-shami-hardik-to-return

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া টেস্ট সিরিজ হারের পর এবার ভারতীয় দলের ফোকাসে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। পাকিস্তান নয়, মধ্যপ্রাচ্যের দুবাইতে নিজেদের সব ম্যাচ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। দৌড় শুরু ২০ ফেব্রুয়ারি থেকে। গ্রুপ-এ’তে প্রথম ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামছে ‘মেন ইন ব্লু।’ মহারণ আয়োজিত হতে চলেছে ২৩ ফেব্রুয়ারি। গ্রুপে শেষ ম্যাচটি খেলার জন্য লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে ভারতীয় শিবিরকে। ২ মার্চ তারা নামবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) অধিনায়ক হিসেবে যে রোহিত শর্মা (Rohit Sharma) থাকছেন তা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। বাকি স্কোয়াড সামনে আসে নি এখনও। বিশেষজ্ঞদের মতে চমক দিতে চলেছেন নির্বাচকেরা। দীর্ঘ সময় পর ভারতের জার্সিতে ফিরতে পারেন একঝাঁক তারকা।

Read More: “শামি’কে নিয়ে ছেলেখেলা চলছে…” রবি শাস্ত্রীর নিশানায় BCCI, তুললেন দলে ফেরানোর দাবী !!

রয়েছে ঈশান কিষণের ফেরার সম্ভাবনা-

Ishan Kishan | CT 2025 | Image: Getty Images
Ishan Kishan | Image: Getty Images

২০২৩-এর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে দেশে ফিরে এসেছিলেন ঈশান কিষণ (Ishan Kishan)। মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে বিরতি চেয়েছিলেন তিনি। বিষয়টির গুরুত্ব বুঝে সেই সময় তাঁর আবেদন মঞ্জুরও করেছিলো বোর্ড। কিন্তু এরপর যখন তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেওয়া হয়, তখন রাজী হন নি ঝাড়খণ্ডের তরুণ। ফলে ক্রিকেট নিয়ামক সংস্থার রোষের মুখে পড়েন তিনি। ঈশানকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়। একই সাথে শাস্তিস্বরূপ বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দেওয়া হয় তাঁকে। তরুণ উইকেটরক্ষক ব্যাটার ও ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার মধ্যে দড়ি-টানাটানি এরপর চলে বেশ কিছু মাস। সম্পূর্ণ ২০২৪ জুড়ে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) বা অন্য কোনো সিরিজে ঈশানকে দেখা যায় নি ব্যাট বা দস্তানা হাতে।

আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ দেওয়া না হলেও ঘরোয়া ক্রিকেটে কিন্তু ঈশানকে (Ishan Kishan) সুযোগ দিতে কার্পণ্য করে নি বিসিসিআই। বুচিবাবু টুর্নামেন্ট খেলেছেন তিনি। রাখা হয়েছে দলীপ ট্রফি বা ইরানী কাপের দলে। সৈয়দ মুস্তাক আলি ট্রফি, বিজয় হাজারে ট্রফি এবং রঞ্জি ট্রফিতেও খেলেছেন তিনি। রান’ও পেয়েছেন ঈশান। রঞ্জিতে এই মরসুমে তিন অঙ্কের মাইলফলক ছুঁয়েছেন তিনি। শতরান করেছেন দলীপ ট্রফি (Duleep Trophy), বুচিবাবু টুর্নামেন্টেও। এমনকি দিনকয়েক আগে মণিপুরের বিরুদ্ধে লিস্ট-এ টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতেও ১৩৭ রানের ঝলমলে ইনিংস খেলেছেন তিনি। বিশেষজ্ঞমহলের ধারণা যে অপেক্ষার প্রহর অবশেষে সাঙ্গ হতে চলেছে ঝাড়খণ্ডের তরুণের। সাম্প্রতিক ফর্মের নিরিখে ইতিমধ্যেই নির্বাচকদের নোটবুকে নাম উঠেছে তাঁর। ডাক পাচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025)।

হার্দিক-শামির জন্যও খুলছে দরজা-

Indian Cricket Team | CT 2025 | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

২০২৩-এর ওডিআই বিশ্বকাপের পর আর ভারতীয় দলের হয়ে একটিও ম্যাচ খেলেন নি মহম্মদ শামি (Mohammed Shami)। গোড়ালির চোটে ছিটকে গিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের করাতে হয়েছিলো অস্ত্রোপচারও। দীর্ঘ বিরতির পর মাসখানেক আগে মাঠে ফিরেছেন তিনি। আপাতত খেলছেন ঘরোয়া ক্রিকেট। বাংলার হয়ে রঞ্জি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতেও দেখা গিয়েছে তাঁকে। সব কিছু ঠিক থাকলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) স্কোয়াডে থাকবেন বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪ উইকেট পাওয়া তারকা। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ফিরতে চলেছেন হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya)। ওডিআই বিশ্বকাপেই বাংলাদেশ ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। এরপর কেটে গিয়েছে লম্বা সময়। ফিট হয়ে হার্দিক মাঠে ফিরে একাধিক টি-২০ সিরিজ খেললেও গত ১৫ মাস দূরেই ছিলেন ওডিআই থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) দিয়ে প্রত্যাবর্তন হচ্ছে তাঁরও।

CT 2025 সম্ভাব্য স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিষণ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।

Also Read: “এবার বউ টাও জিতে নিলো…” ধনশ্রী-চাহালের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হতেই সমাজ মাধ্যমে ট্রেন্ডিং শ্রেয়স আইয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *