CT 2025: ২০০২, ২০১৩-র পর ২০২৫-এ কি তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) জিততে চলেছে টিম ইন্ডিয়া? প্রশ্নের উত্তর মিলবে রবিবার। ফাইনালে রোহিতদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে উইলিয়ামসনদের বিরুদ্ধে ৪৪ রানে জিতেছে ভারত। কিন্তু তারপরও খেতাবের লড়াতেই নামার আগে সতর্ক ‘মেন ইন ব্লু।’ ২০১৭তে ‘ফেভারিট’ হিসেবে মাঠে নেমে পাকিস্তানের বিপক্ষে নাস্তানাবুদ হতে হয়েছিলো। সেই একই ভুল আর করতে রাজী নয় তারা। ফাইনালে একাদশ নিয়ে বিশেষ পরীক্ষানিরীক্ষা সম্ভবত করবেন না কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সেমিফাইনালে যাঁদের মাঠে দেখা গিয়েছিলো, রবিবারও তাঁদেরই নীল জার্সিতে মাঠে নামার সম্ভাবনা। ওপেনিং-এ শুভমান গিলের সঙ্গী হবেন রোহিত শর্মা (Rohit Sharma)। ২০২৩-এর বিশ্বকাপ ফাইনালে রোহিত ফিরতেই স্তব্ধ হয়েছিলো ভারতের রানের গতি। এবার অধিনায়ক কি করেন সেদিকে নজর থাকবে সকলের।
তিন ও চার নম্বরে প্রত্যাশামতই বিরাট কোহলি (Virat Kohli) ও শ্রেয়স আইয়ারকে দেখা যেতে পারে ফাইনালে। পাঁচ নম্বরে আরও একবার ভারতীয় দল বাজি ধরতে পারে অলরাউন্ডার অক্ষর প্যাটেলের উপর। ছয়ে ব্যাট করার সম্ভাবনা কে এল রাহুলের। উইকেটরক্ষক হিসেবে তিনিই যে প্রথম পছন্দ তা সেমিফাইনালের পর আরও একবার স্পষ্ট করেছেন কোচ গম্ভীর। সাতে হার্দিক পান্ডিয়া ও আট নম্বরে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) প্রয়োজনীয় গভীরতা যোগাবেন টিম ইন্ডিয়ার ব্যাটিং-কে। দুবাইয়ের বাইশ গজ বেশ মন্থর। পিচে পড়ে বল দেরীতে আসছে ব্যাটে। সেই কারণেই চার স্পিনারের স্ট্র্যাটেজি নিয়েছে ‘মেন ইন ব্লু।’ ফাইনালেও অক্ষর-জাদেজার সাথে কুলদীপ ও বরুণকে ব্যবহার করতে পারে তারা। ফ্রন্টলাইন পেসার হিসেবে একাদশে থাকবেন মহম্মদ শামি (Mohammed Shami)। নতুন বল হাতে তাঁর সঙ্গী হওয়ার সম্ভাবনা হার্দিকের।
Read More: IND vs NZ: ভারতকে জেতাতে আইসিসির দুরন্ত প্ল্যান, পাকিস্তানের পিচে হবে কিউই বধ !!
CT 2025 ম্যাচের সময়সূচি-
ভারত (IND) বনাম নিউজিল্যান্ড (NZ)
ম্যাচ নং- ১৫ (ফাইনাল)
তারিখ- ০৯/০৩/২০২৫
ভেন্যু- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
সময়- দুপুর ২:৩০ (ভারতীয় সময়)
Dubai International Cricket Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

ভারত ফাইনালে ওঠায় লাহোর নয়, দুবাইতে স্থানান্তরিত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ফাইনাল। সংবাদমাধ্যম সূত্রে খবর ভারত-পাক ম্যাচ যে পিচে হয়েছিলো, ফাইনাল’ও আয়োজিত হবে সেখানেই। অর্থাৎ বাইশ গজ মন্থর ও স্পিন সহায়ক হওয়ার সম্ভাবনা। সেই কথা মাথায় রেখে দুই শিবিরই একাদশে চারজন করে স্পিনার রাখতে পারেন। পরিসংখ্যান বলছে যে দুবাইতে প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে গড় স্কোর ২১৮, দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে ১৯২। ফাইনালেও বিশাল রান ওঠার সম্ভাবনা বেশ ক্ষীণ বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের। মধ্যপ্রাচ্যের মাঠে এখনও পর্যন্ত ৬২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছে। এর মধ্যে ২৩টিতে প্রথম ব্যাটিং করে জয় এসেছে। ৩৭টি ম্যাচে জিতেছে পরে ব্যাটিং করা দল। দুটি ম্যাচ অমীমাংসিত থেকেছে। তবে সাম্প্রতিক পরিস্থিতি বিচার করে টসজয়ী দল প্রথম ব্যাটিং-ই করতে পারে।
Dubai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

দুবাইতে এখনও অবধি চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) কোনো ম্যাচই বৃষ্টির কারণে বাধাপ্রাপ্ত হয় নি। তবে ফাইনাল নিয়ে খানিক শঙ্কা থেকেই যাচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে যে রবিবার ২০ শতাংশ বর্ষণের সম্ভাবনা রয়েছে। আকাশ মেগাচ্ছন্ন থাকবে। কোনো কারণে যদি ফাইনাল রবিবার আয়োজন করা না যায়, সেক্ষত্রে সোমবার অবশ্য রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত আগেই নিয়েছে আইসিসি। ফাইনালের দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রী সেলসিয়াস। দুবাইয়ের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রী সেলসিয়াস থাকার সম্ভাবনা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪৩ শতাংশ থাকবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ্রা। এছাড়া ম্যাচ চলাকালীন হাওয়া বইতে পারে ২৩ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে।
IND vs NZ হেড টু হেড পরিসংখ্যান-

পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ভারত ও নিউজিল্যান্ডের দ্বৈরথ আয়োজিত হয়েছে ১১৯ বার। ফলাফল বলছে যে এগিয়ে টিম ইন্ডিয়াই। তারা জয় পেয়েছে ৬১টি ম্যাচে। পক্ষান্তরে কিউই শিবিরের জয়ের সংখ্যা ৫০। ৭টি ম্যাচ অমীমাংসিত থেকেছে। এবং ১টি টাই হয়েছে। ঘরের মাঠে টিম ইন্ডিয়ার জয়ের সংখ্যা ৩৬। অ্যাওয়ে গ্রাউন্ডে তারা জিতেছে ১৪ বার। নিরপেক্ষ ভেন্যুতে জয় এসেছে ১৫টি ম্যাচে। ব্ল্যাক ক্যাপসরা নিজেদের দেশে ভারতকে হারিয়েছে ২৬ বার। টিম ইন্ডিয়ার ডেরায় তাদের জয়ের সংখ্যা ৮। নিরপেক্ষ ভেন্যুতে ১৫টি ম্যাচই জিতেছে তারাও। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) কিউইদের ইতিমধ্যেই হারিয়েছে ভারত। তবে আজ থেকে আড়াই দশক আগে ২০০০ সালে নাইরোবির মাঠে ফাইনালে ‘মেন ইন ব্লু’কে হারিয়ে ট্রফি জেতার নজরও রয়েছে কিউইদের।
IND vs NZ লাইভ স্ট্রিমিং-
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটি টেলিভিশনের পর্দায় সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ও স্পোর্টস ১৮ সংস্থার বিভিন্ন চ্যানেলে। এছাড়া জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটেও হবে লাইভ স্ট্রিমিং।
সম্ভাব্য একাদশ-

ওপেনার- রোহিত শর্মা, শুভমান গিল
মিডল অর্ডার- বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল
অলরাউন্ডার- অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা
বোলার- মহম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী
উইকেটরক্ষক- কে এল রাহুল
এক নজরে সম্ভাব্য একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কে এল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।