ct-2025-indian-flag-spotted-at-karachi

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিকে (CT 2025) কেন্দ্র করে বারবার সংঘাতের পথে হেঁটেছে ভারত ও পাকিস্তান। সমস্যার সূত্রপাত ভেন্যু নির্বাচন নিয়ে। কেন্দ্রীয় ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দিয়েছিলো পাকিস্তানকে। কিন্তু পড়শি দেশে ক্রিকেটারদের পাঠাতে রাজী ছিলো না বিসিসিআই। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে তারা দাবী জানিয়েছিলো হাইব্রিড মডেলের। প্রথমে রাজী হয় নি পিসিবি। একাধিক বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছিলো তাদের তরফ থেকে। বিস্তর টানাপোড়েনের পর শেষমেশ হাইব্রিড মডেলেই মেলে সমাধানসূত্র। এরপর বিতর্ক তৈরি হয়েছিলো জার্সি নিয়ে। আয়োজন পাকিস্তানের নাম নাকি জার্সিতে লিখতে চায় নি ভারত। পরে অবশ্য ভারতীয় বোর্ড জানায় আইসিসি’র নির্দেশিকা মেনে চলতে কোন অসুবিধা নেই তাদের। দুই দেশের কূটনৈতিক লড়াই জারি ছিলো চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) শুরুর দিনদুয়েক আগে পর্যন্ত। ভারতীয় পতাকা নিয়ে তৈরি হয়েছিলো নয়া বিতর্ক।

Read More: চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে বাংলাদেশ, ভবিষ্যদ্বাণীতে চমকে দিলেন মুরলী কার্তিক, পছন্দ জানালেন একঝাঁক বিশেষজ্ঞ !!

পতাকা নিয়ে শুরু হয়েছিলো বিতর্ক-

Indian Flag Was Not Present At Karachi | Image: Twitter
Indian Flag Was Not Present At Karachi | Image: Twitter

করাচী, লাহোর ও রাওয়ালপিন্ডির স্টেডিয়ামকে নতুন করে সাজিয়ে তুলেছে পিসিবি। প্রকল্পে খরচ হয়েছে মোট ১২৬০ কোটি টাকা। নবসাজে সজ্জিত করাচীর ন্যাশনাল স্টেডিয়ামের একটি ভিডিও দিনদুয়েক আগে সামনে আসতেই শুরু হয়েছিলো বিতর্ক। দেখা যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) অংশ নেওয়া আট দেশের মধ্যে সাতটির পতাকা উড়ছে মাঠে। ব্রাত্য কেবল ভারতীয় তিরঙ্গা। পাক ক্রিকেট বোর্ডের অসৌজন্যে ক্ষিপ্ত হয়েছিলেন নেটিজেনরা। ট্যুইটার, ফেসবুক, ইন্সটাগ্রামের মত জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে জমতে শুরু করে অভিযোগের পাহাড়। যদিও চাপের মুখে পড়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলো পিসিবি। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এক কর্মকর্তা জানান, “আইসিসি’র নিয়ম অনুযায়ী মাঠে কেবল চারটি পতাকা থাকতে পারে। আইসিসি’র, আয়োজক পাকিস্তানের ও ম্যাচে অংশ নেওয়া দুই দেশের।”

যদিও সেই ব্যাখায় সন্তোষজনক মনে হয় নি ক্ষিপ্ত ক্রিকেটজনতার। টুর্নামেন্ট শুরুর আগে অন্য সব দেশের পতাকা যেখানে রয়েছে সেখানে শুধু ভারতই কেন বাদ? রয়েই গিয়েছিলো প্রশ্ন। পতাকা বিতর্কে সমালোচিত হওয়ার পর অবস্থান বদল করেছিলো পিসিবি। ভারতীয় সংবাদমাধ্যম IANS-কে দেওয়া সাক্ষাৎকারে পাক বোর্ডের এক সূত্র জানিয়েছিলেন, “আপনারা জানেন যে ভারত ম্যাচ খেলতে পাকিস্তান আসছে না। করাচী, রাওয়ালপিন্ডি ও লাহোরের মাঠে যে দলগুলি খেলবে কেবলমাত্র তাদের পতাকা উড়িয়েই তাদের স্বাগত জানানো হয়েছে। আমার মনে হয় না এই বিষয়ে পিসিবির জবাবদিহি করার কোনো প্রয়োজন রয়েছে। এটা পরিষ্কার যে এই ধরণে ভুয়ো খবর ছড়িয়ে ভিত্তিহীন বিতর্ক তৈরি করা হচ্ছে আয়োজক হিসেবে পাকিস্তানকে কালিমালিপ্ত করার জন্য।” তারপরেও অবশ্য স্তিমিত হয় নি ক্ষোভের আগুন।

পাক স্টেডিয়ামে জায়গা পেলো তিরঙ্গা-

Indian Flag Spotted At Karachi Stadium | CT 2025 | Image: Twitter
Indian Flag Spotted At Karachi Stadium | CT 2025 | Image: Twitter

গতকাল অবধি নানাভাবে করাচীর স্টেডিয়ামে ভারতীয় পতাকাকে জায়গা না দেওয়া সিদ্ধান্তকে সমর্থন করার চেষ্টা করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। কিন্তু আজ আগের অবস্থান থেকে ১৮০ ডিগ্রী ঘুরে গেলেন তাঁরা। পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে উদ্বোধন হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025)। খেলা চলাকালীন দেখা গেলো অন্য সব দেশের সাথে মাঠে রয়েছে ভারতের পতাকাও। কেন হঠাৎ এই ভোলবদল তা স্পষ্ট নয় এখনও। তবে মনে করা হচ্ছে যে বিসিসিআই বা আইসিসি’র চাপেই অবস্থান বদলাতে বাধ্য হয়েছেন পিসিবি। করাচীর মাঠে ভারতীয় পতাকার ছবি দ্রুত ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। বর্তমান ক্রিকেটদুনিয়ায় ভারতের পায়ের তলার মাটি ঠিক কতখানি শক্ত তারই উদাহরণ পড়শি দেশের মাঠে তিরঙ্গার জায়গা করে নেওয়া, দাবী করেছেন টিম ইন্ডিয়ার (Team India) সমর্থকেরা।

Also Read: CT 2025: “ওরা আসছে না তাই…” করাচীতে নেই ভারতীয় পতাকা, পিঠ বাঁচানোর মরিয়া চেষ্টা পিসিবি’র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *