CT 2025

CT 2025: গতকাল থেকে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে নিউজিল্যান্ড। আজ অর্থাৎ টুর্নামেন্টের দ্বিতীয় দিনে অভিযান শুরু করলো টিম ইন্ডিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। টসে হেরে প্রথম বোলিং করছে রোহিত শর্মা’র (Rohit Sharma) দল। জসপ্রীত বুমরাহ ছিটকে যাওয়ার পর দুশ্চিন্তা বেড়েছিলো বোলিং বিভাগ নিয়ে। কিন্তু বড় মঞ্চের চাপ সামলাতে তাঁরা যে প্রস্তুত তা আজকের ম্যাচে বুঝিয়ে দিয়েছেন মহম্মদ শামি, হর্ষিত রাণা’রা (Harshit Rana)। দিনের প্রথম দুই ওভারেই দুই উইকেট তুলে নিয়েছিলো ভারত। এরপর মধ্যপ্রাচ্যের মাঠে স্পিনের জাল বুনতে দেখা গেলো অক্ষর প্যাটেলকেও (Axar Patel)। প্রাথমিক ধাক্কা সামলে তরুণ তুর্কি তানজিদ হাসান তামিমের ব্যাটে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করেছিলো বাংলাদেশ। কিন্তু অঙ্কুরেই তা বিনষ্ট করেন অক্ষর। দুর্দান্ত ডেলিভারিতে ফিরিয়ে দেন তামিম’কে।

Read More: CT 2025: “খেলতে নামে কেন?” খাতা খুলতে ব্যর্থ শান্ত, সোশ্যাল মিডিয়ায়কটাক্ষের মুখে বাংলাদেশ অধিনায়ক !!

নবম ওভারে অক্ষর প্যাটেলের (Axar Patel) হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। স্পেলের দ্বিতীয় ডেলিভারিতেই দলকে উইকেট এনে দেন বাম হাতি অফস্পিনার। ফেরান তানজিদ হাসান তামিমকে (Tanzid Hasan Tamim)। অফস্টাম্পের বাইরে থাকা বলে কাট মারতে চেয়েছিলেন বাংলাদেশী ওপেনার। কিন্তু সফল হন নি। ব্যাটের বাইরের কোণা ছুঁয়ে বল জমা পড়ে উইকেটরক্ষক কে এল রাহুলের (KL Rahul) দস্তানায়। বল আদৌ ব্যাটে লেগেছে কিনা সে বিষয়ে নিশ্চিত ছিলেন না অক্ষর নিজে। তবে আউটের ব্যাপারে শতভাগ নিশ্চিত ছিলেন রাহুল। তিনিই আপিল করেন সবার আগে। আঙুল তুলতে বেশ কিছুক্ষণ সময় নেন আম্পায়ার পল রাইফেল। রিভিউ না নিয়েই সাজঘরের দিকে প্রথমে হাঁটা লাগিয়েছিলেন তামিম। পরে মত বদলে ডিআরএস চান। কিন্তু ততক্ষণে পেরিয়ে গিয়েছে নির্ধারিত ১৫ সেকেন্ড। ফলে সাজঘরেই ফিরতে হয় তাঁকে।

২ রানের মধ্যে ২ উইকেট হারিয়েছিলো বাংলাদেশ (IND vs BAN)। এরপর আউট হন মেহদী হাসান মিরাজও (Mehidy Hasan Miraz)। চাপের মুখে খানিক প্রতিরোধের চেষ্টা চালান তামিম’ই। কিন্তু তিনিও অক্ষরের ঘূর্ণিতে পরাস্ত হয়ে সাজঘরে ফেরায় নিঃসন্দেহে চাপ বেড়েছে টাইগারদের উপর। দুবাইয়ের গ্যালারিতে নিঃস্তব্ধ বাংলাদেশ সমর্থকেরাও। তবে ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যে অবশ্য বইতে আনন্দের স্রোত। শামি, হর্ষিত, অক্ষরদের (Axar Patel) সাফল্য তারিয়ে তারিয়ে উপভোগ করছেন তাঁরা। ২০১৭ সালের নিদাহাস ট্রফিতে শ্রী নাগিন ডান্স করে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় উদ্‌যাপন করতে দেখা গিয়েছিলো মুশফিকুর রহিম, সৌম্য সরকারদের। আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) বাংলাদেশের সেই সেলিব্রেশন তাদেরই ফিরিয়ে দিলেন ভারতীয় ভক্তেরা। তামিম আউট হতেই বেশ কয়েজন টিম ইন্ডিয়া সমর্থককে গ্যালারিতে দেখা যায় নাগিন ডান্সে মাততে।

দেখে নিন ভিডিও-

Also Read: ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ছিটকে গেলেন ফখর জামান, বদলি হিসেবে আসছেন এই তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *