CT 2025 IND vs BAN: “কোন তুলনাই চলে না…” বাংলাদেশকে হারালো ভারত, সোশ্যাল মিডিয়ায় শুরু রবিবারের কাউন্টডাউন !! 1

CT 2025: গত সেপ্টেম্বর-অক্টোবর মাসে টেস্ট ও টি-২০তে ভারতের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়েছিলো বাংলাদেশ। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ম্যাচেও দেখা গেলো একই ছবি। টাইগারদের নিয়ে রীতিমত ছেলেখেলাই করলো ‘মেন ইন ব্লু।’ টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। প্রথম দুই ওভারেই জোড়া উইকেট তুলে নেন শামি (Mohammed Shami) ও হর্ষিত (Harshit Rana)। একটা সময় বাংলাদেশের স্কোরবোর্ড দেখাচ্ছিলো ৩৫/৫। সেখান থেকে অবশ্য দলকে উদ্ধার করেন তৌহিদ হৃদয় ও জাকের আলি অনীক। ১৫৪ রানের জুটি গড়েন তাঁরা। শেষমেশ ২২৯ রানের লক্ষ্য ভারতকে দিতে সক্ষম হয়েছিলো টাইগাররা। রান তাড়া করতে নেমে আগাগোড়া ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছিলো টিম ইন্ডিয়া (Team India)। শুভমানের শতরানে ভর করে ২১ বল বাকি থাকতেই তারা ছিনিয়ে নেয় জয়।

Read More: “আমার পছন্দের একটি…” বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচের সেরা হলেন শুভমান গিল, করলেন এই মন্তব্য !!

ভারতের জয়ে খুশি নেটজনতা-

Shubman Gill | CT 2025 | Image: Getty Images
Shubman Gill | CT 2025 | Image: Getty Images

আক্রমণের রাস্তা থেকে তিনি যে সরছেন না আপাতত তা আরও একবার প্রমাণ করলেন রোহিত শর্মা (Rohit Sharma)। কভারের উপর দিয়ে লফটেড শট, পুল, ড্রাইভ মেরে মুস্তাফিজুর, তাস্কিন আহমেদদের আত্মবিশ্বাস নড়িয়ে দেন ভারত অধিনায়ক। ৩৬ বলে ৪১ করে জয়ের ভিত গড়ে দেন তিনি। ‘রোহিতের এই ক্যামিওগুলোর গুরুত্ব অপরিসীম,’ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এক অনুরাগী। ‘এমন হিটম্যান ঝড় চলতে থাকুক,’ মন্তব্য আরও একজনের। বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম যদিও কপালে ভাঁজ ফেলেছে অনেকেরই। আজ ৩৮ বলে ২২-এর বেশী এগোতে পারেন নি। ফের হয়েছেন লেগস্পিনারের শিকার। ‘কোহলির দক্ষতা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু মানসিক দিক থেকে পিছিয়ে থাকছে,’ বিশ্লেষণ এক নেটনাগরিকের। ‘আর কত দিন অপেক্ষা করতে হবে বড় ইনিংসের জন্য?’ আকুল প্রার্থনা এক ভক্তের।

আজ রান পান নি শ্রেয়স, অক্ষররা। সে নিয়ে হতাশা রয়েছে নেটদুনিয়ার। কিন্তু আক্ষেপ অনেকটাই পুষিয়ে দিয়েছেন শুভমান গিল (Shubman Gill)। মাসখানেক আগেও তাঁর ফর্ম নিয়ে চর্চা হচ্ছিলো। অস্ট্রেলিয়াতে লাল বলের ফর্ম্যাটে রান পান নি তিনি। কিন্তু পঞ্চাশ ওভারের ক্রিকেটে যেন দেখা যাচ্ছে অন্য শুভমানকে। ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ান ডে’তে করেছিলেন যথাক্রমে ৮৭, ৬০ ও ১১২। আজও ১০১* রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। এই নিয়ে অষ্টম শতরান হলো তাঁর। ব্যাটিং গড় ৬০ পেরিয়ে এখন উর্দ্ধমুখী। এভাবেই খেলতে থাকুন তরুণ তুর্কি, সোশ্যাল মিডিয়া জুড়ে উঠেছে প্রার্থনার ঝড়। ‘একদিনের ক্রিকেটে ওর আশেপাশে এই মুহূর্তে কেউ নেই,’ লিখেছেন এক গুণমুগ্ধ। ‘যোগ্য ব্যক্তি হিসেবেই র‍্যাঙ্কিং শীর্ষে রয়েছে ও,’ লিখেছেন অন্য এক নেটনাগরিক। ‘এই ধারাবাহিকতাটাই তো চায়,’ প্রশংসা আরও একজনের।

ভারত-পাক ম্যাচ নিয়ে শুরু চর্চা-

IND vs BAN | CT 2025 | Image: Getty Images
IND vs BAN | CT 2025 | Image: Getty Images

ছয় নম্বরে নেমে ৪১* রান করেন কে এল রাহুল (KL Rahul)। ‘নতুন পজিশনে মানিয়ে নিচ্ছে ও,’ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ক্রিকেটজনতা। আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) মহারণ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ নিয়ে এমনিতেই উত্তপ্ত থাকে সোশ্যাল মিডিয়া।  টুর্নামেন্ট শুরুর আগে ভেন্যু নিয়ে দুই পক্ষের মধ্যে যে দড়ি-টানাটানি চলেছিলো তা বাড়তি আগুন যুগিয়েছে এবার ভারত-পাক (IND vs PAK) ক্রিকেটীয় যুদ্ধে। গতকাল পাকিস্তান হেরেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। আজ সহজ জয় পেলো ভারত। স্বাভাবিক কারণেই রবিবারের ম্যাচের আগে টিম ইন্ডিয়াকে এগিয়ে রাখছে নেটদুনিয়া। ‘এই ধারাবাহিকতাটা সেদিনও চাই,’ আবদার করেছেন এক সমর্থক। ‘এবার আসল লক্ষ্য কিন্তু পাকিস্তান,’ কোহলি-রোহিতদের মনে করিয়ে দিতে ভোলেন নি আরেক জন। ‘এল-ক্লাসিকোতেও এমনই দাপটের প্রত্যাশা করছি,’ স্বপ্ন দেখতে শুরু করেছেন ‘মেন ইন ব্লু’ অনুরাহীরা।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: CT 2025 IND vs BAN Highlights: দুবাইয়ের মাঠে চূর্ণ বাংলাদেশ, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতলো ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *