ct-2025-ind-vs-pak-stats-preview

CT 2025: রাত পোহালেই মহারণ। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) দ্বৈরথে ভারতের বিরুদ্ধে মাঠে নামছে পাকিস্তান। টুর্নামেন্টের শুরুতে দুই দলের অবস্থান সম্পূর্ণ ভিন্ন মেরুতে। টিম ইন্ডিয়া প্রথম ম্যাচে বাংলাদেশকে চূর্ণ করেছে ৬ উইকেটের ব্যবধানে। আর পাকিস্তান হেরেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। রবিবাসরীয় যুদ্ধের আগে চাপে বাবর-রিজওয়ানরাই। যদি রোহিত-কোহলিদের হারাতে ব্যর্থ হন তাঁরা, তাহলে ছিটকে যেতে হবে প্রতিযোগিতা থেকে। গত জুনে টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা টপকাতে পারে নি পাক শিবির। আবার একই ব্যর্থতা যদি সঙ্গী হয় তাদের তাহলে নিঃসন্দেহে সমালোচনার ঝড়ের সম্মুখীন হবে তারা। পিছিয়ে থাকা প্রতিপক্ষকে অবশ্য হাল্কা ভাবে নিচ্ছে না ‘মেন ইন ব্লু।’ আট বছর আগে ওভালের ফাইনালে ১৮০ রানে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হারতে হয়েছিলো তাদের। সেই স্বপ্নভঙ্গের যন্ত্রণা এত বছর বয়ে বেরিয়েছে দল। সুযোগ রয়েছে ঐ পরাজয়ের বদলা নেওয়ার।

Read More: CT 2025: অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে বাজলো ভারতের জাতীয় সঙ্গীত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখ পুড়লো পাকিস্তানের !!

রবিবার তৈরি হতে পারে যে রেকর্ডগুলি-

IND vs PAK | CT 2025 | Image: Getty Images
IND vs PAK | Image: Getty Images

১) বর্তমানে ২৯৮টি একদিনের ম্যাচে ১৩৯৮৫ রান রয়েছে বিরাট কোহলির (Virat Kohli)। যদি পাকিস্তানের বিরুদ্ধে রবিবার ১৫ রান করতে পারেন তিনি, তাহলে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ১৪০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন তিনি।

২) পাকিস্তানের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচে শুভমান গিলের রান সংখ্যা ৮৪। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ম্যাচে ১৬ রান করলে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ১০০ রানের গণ্ডী পেরোবেন তিনি।

৩) পাকিস্তানের বিরুদ্ধে ১৯টি একদিনের ম্যাচে রোহিত শর্মার (Rohit Sharma) মোট রান সংখ্যা ৮৭৩। যদি রবিবার ১২৭ রান করতে পারেন ভারত অধিনায়ক তাহলে ছুঁয়ে ফেলবেন ১০০০ রানের মাইলস্টোন। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের পর চতুর্থ প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে চার অঙ্কের ঘরে পৌঁছবে তাঁর ওডিআই রানের সংখ্যা।

৪) এই মুহূর্তে তিন ফর্ম্যাট মিলিয়ে রোহিতের মোট ছক্কার সংখ্যা ৫৯৬ (৮৮+৩৩৮+১৭০)। পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ম্যাচে রবিবার যদি আরও চারটি মারতে পারেন তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ ছক্কার মালিক হবেন তিনি।

৫) ৮১টি ওয়ান ডে ম্যাচে কে এল রাহুলের (KL Rahul) সংগ্রহ ২৯৪৪ রান। যদি পাকিস্তানের বিপক্ষে ৫৬ করতে পারেন তিনি তাহলে ৩০০০ রান সম্পূর্ণ হবে তাঁর।

৬) পাকিস্তান সহ-অধিনায়ক সলমন আলি আঘা (Salman Ali Agha) ৩৪টি একদিনের ম্যাচে করেছেন ৯৫৭ রান। ভারতের বিরুদ্ধে রবিবার ৪৩ রান করতে পারলে ১০০০ রান সম্পূর্ণ করবেন তিনি।

৭) দুবাইয়ের মাঠে যদি শতরান করতে পারনে ইমাম-উল-হক, তাহলে আন্তর্জাতিক একদিনের ম্যাচে দশমবার তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করার নজির গড়বেন তিনি। বাবর আজম যদি শতরান করেন তাহলে ওয়ান ডে’তে ২০টি শতক হবে তাঁর।

৮) পাকিস্তানের ফাস্ট বোলার নাসিম শাহ (Naseem Shah) ২৫টি একদিনের ম্যাচে নিয়েছেন ৪৭ উইকেট। যদি ভারতের বিরুদ্ধে তিনটি সাফল্য পান তিনি তাহলে ৫০ উইকেটের মালিক হবেন তিনি।

৯) পাকিস্তান উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ান পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে এখনও অবধি ৯৬টি ক্যাচ ধরেছেন। ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে (CT 2025) চারটি ক্যাচ ধরলে শতক সম্পূর্ণ হবে তাঁর।

১০) ঋষভ পন্থ যদি পাকিস্তানের বিরুদ্ধে ১২৯ করতে পারেন তাহলে ওয়ান ডে ফর্ম্যাটে ১০০০ রান সম্পূর্ণ করবেন তিনিও।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে IND vs PAK ম্যাচের পরিসংখ্যান-

IND vs PAK | Image: Getty Images
IND vs PAK | Image: Getty Images
  • মোট ম্যাচ- ০৫
  • ভারতের জয়- ০২
  • পাকিস্তানের জয়- ০৩
  • ভারতের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস- রোহিত শর্মা (৯১), বার্মিংহ্যাম, ২০১৭
  • পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস- শোয়েব মালিক (১২৮), সেঞ্চুরিয়ন, ২০০৯
  • ভারতের হয়ে সেরা বোলিং পারফর্ম্যান্স- আশিষ নেহরা (৪/৫৫), সেঞ্চুরিয়ন, ২০০৯
  • পাকিস্তানের হয়ে সেরা বোলিং পারফর্ম্যান্স- নাভেদ উল হাসান (৪/২৫), বার্মিংহ্যাম, ২০০৪

IND vs PAK ম্যাচের কিছু উল্লেখযোগ্য পরিসংখ্যান-

IND vs PAK | Image: Getty Images
IND vs PAK | Image: Getty Images
  • মোট ম্যাচ ১৩৫
  • ভারতের জয় ৫৭
  • পাকিস্তানের জয় ৭৩
  • অমীমাংসিত ০৫
  • টাই ০০
  • ঘরের মাঠে ভারতের পরিসংখ্যান ১২ জয়, ১৯ হার
  • ঘরের মাঠে পাকিস্তানের পরিসংখ্যান ১৪ জয়, ১১ হার
  • নিরপেক্ষ মাঠে পরিসংখ্যান ভারতের জয়- ৩৪, পাকিস্তানের জয়- ৪০
  • এক ইনিংসে ভারতের সর্বোচ্চ রান ৩৫৬/২, কলম্বো, ২০২৩
  • এক ইনিংসে পাকিস্তানে সর্বোচ্চ রান ৩৪৪/৮, করাচী, ২০০৪
  • এক ইনিংসে ভারতের সর্বনিম্ন রান৭৯/১০, সিয়ালকোট, ১৯৭৮
  • এক ইনিংসে পাকিস্তানে সর্বনিম্ন রান ৮৭/১০, শারজাহ, ১৯৮৫
  • ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান শচীন তেন্ডুলকর (৬৭ ম্যাচে ২৫২৬ রান)
  • পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান ইনজামাম উল হক (৬৪ ইনিংসে ২৪০৩ রান)
  • ভারতের হয়ে সবচেয়ে বেশী শতরান শচীন তেন্ডুলকর (৫)
  • পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশী শতরান ইনজামাম উল হক, সঈদ আনোয়ার (৪)
  • ভারতের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস বিরাট কোহলি, ১৮৩, ঢাকা, ২০১২
  • পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস সঈদ আনোয়ার, ১৯৪, চেন্নাই ১৯৯৭
  • ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট অনিল কুম্বলে (৩৪ ম্যাচে ৫৪ উইকেট)
  • ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ উইকেট ওয়াসিম আক্রম (৪৮ ম্যাচে ৬০ উইকেট)
  • ভারতের হয়ে সেরা বোলিং পারফর্ম্যান্স সৌরভ গঙ্গোপাধ্যায়, (৫/১৬), টরোন্টো, ১৯৯৭
  • পাকিস্তানের হয়ে সেরা বোলিং পারফর্ম্যান্স আকিব জাভেদ, (৭/৩৭), শারজাহ, ১৯৯১

Also Read: CT 2025: “সাধারণ একটা ম্যাচ…” ভারত’কে বাড়তি গুরুত্ব দিতে রাজী নন রিজওয়ান-রউফ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *