CT 2025 IND vs PAK: পাকিস্তানের ত্রাস সেই ‘কিং’ কোহলি, ৬ উইকেটে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে ভারত !! 1

CT 2025: ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ‘ফেভারিট’ ভারতকে ১৮০ রানের ব্যবধানে হারিয়ে খেতাব ছিনিয়ে নিয়েছিলো পাকিস্তান। এরপর এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপ বা টি-২০ বিশ্বকাপে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। অধিকাংশ সময়েই জিতেছে ‘মেন ইন ব্লু।’ কিন্তু সেই হারের কাঁটা বারবারই বিঁধেছে রোহিত-কোহলিদের। ওভালের বিপর্যয়ের ঠিক আট বছর পর দুবাইয়ের মাঠে সেই পরাজয়ের প্রায়শ্চিত্ত করলো টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আসরেই ধরাশায়ী করলো বাবর-রিজওয়ানদের। আজ টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো পাক শিবির। বুমরাহ’র অনুপস্থিতি সত্ত্বেও ২৪১-এর বেশী এগোতে পারে নি তারা। রান তাড়া করতে নেমে প্রথম পাওয়ার-প্লে’তে অধিনায়ককে খুইয়েছিলো ভারত। কিন্তু ‘বড় ম্যাচে’ ফের একবার জাত চেনালেন বিরাট (Virat Kohli)। তাঁর চওড়া ব্যাটে ভর করেই ৪৫ বল বাকি থাকতে এলো দুরন্ত জয়।

Read More: CT 2025 IND vs PAK: ছিটকে গেলো রোহিতের স্টাম্প, বাউন্ডারির বদলা ইয়র্কারে নিলেন শাহীন শাহ আফ্রিদি !!

ক্লাস’ বোঝালেন কোহলি, সফল শ্রেয়স’ও-

Virat Kohli | CT 2025 | Image: Getty Images
Virat Kohli | CT 2025 | Image: Getty Images

প্রতিপক্ষ যেই হোক না কেন, নিজের ব্যাটিং স্ট্র্যাটেজি বদলাতে যেন কোন মূল্যেই রাজী নন রোহিত শর্মা (Rohit Sharma)। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধেও শুরুটা করেছিলেন ঝড়ের গতিতে। নাসিম শাহ’কে পরপর দুই ডেলিভারিতে হাঁকান চার ও ছক্কা। কিন্তু ইনিংস দীর্ঘায়িত করতে পারলেন না ভারত অধিনায়ক। শাহীন শাহ আফ্রিদির একটি চোখধাঁধানো ইনস্যুইঙ্গিং ইয়র্কার ছিটকে দেয় তাঁর মিডল ও লেগস্টাম্প। ১৫ বলে ২০ করে সাজঘরে ফেরেন হিটম্যান। ৩১ রানের মাথায় টিম ইন্ডিয়া যখন প্রথম উইকেট হারিয়েছিলো তখন চিন্তার ভাঁজ দেখা গিয়েছিলো সমর্থকদের কপালে। মধ্যপ্রাচ্যের মন্থর পিচে ‘অফ ফর্মে’ থাকা বিরাট কোহলি (Virat Kohli) কেমন পারফর্ম করবেন তা নিয়ে দ্বিধায় ছিলেন অনেকেই। কিন্তু ব্যাট হাতে বিরাট বোঝালেন তাঁর ‘বিরাটত্ব।’ শাসন করলেন দুবাইয়ের বাইশ গজ।

ছন্দে রয়েছেন শুভমান গিল (Shubman Gill)। গত চারটি ম্যাচে পেরিয়েছেন অর্ধশতকের গণ্ডী। আজ সেই সংখ্যাটা পাঁচে পৌঁছতেই পারত। কিন্তু আবরার আহমেদের দুর্দান্ত একটি ডেলিভারিতে বোল্ড হন টিম ইন্ডিয়ার ‘প্রিন্স।’ করেন ৪৬। রাজকুমারের বিদায়ের পর দলকে জেতানোর দায়িত্ব কাঁধে তুলে নেন ‘রাজা’ স্বয়ং। লেগস্পিনারের বিরুদ্ধে সাম্প্রতিক কালে অস্বস্তিতে পড়েছিলেন তিনি। আজ আবরার আহমেদকে তাই বারবার ব্যবহার করা হলো বিরাটের (Virat Kohli) বিরুদ্ধে। কিন্তু ফোকাস একচুলও টলে নি ভারতীয় মহাতারকার। রক্ষণ যেমন করেছেন, তেমন অব্যাহত রেখেছেন আক্রমণ’ও। উইনিংস স্ট্রোক’ও এলো তাঁর ব্যাট থেকেই। এক্সট্রা কভারের উপর দিয়ে খুশদিল শাহকে বাউন্ডারি হাঁকিয়ে সম্পূর্ণ করলেন কেরিয়ারের ৮২তম শতরান। এর আগে এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের মুখের গ্রাস কেড়েছেন বিরাট। আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) প্রতিবেশী দেশকে ‘ক্লাস’ বোঝালেন তিনি।

শেষ চার নিশ্চিত টিম ইন্ডিয়ার-

Shreyas Iyer | CT 2025 | Image: Getty Images
Shreyas Iyer | CT 2025 | Image: Getty Images

বিরাট বিক্রমের মাঝেও উজ্জ্বল ছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। মাঝের ওভারগুলোয় চমৎকার ব্যাটিং করেন তিনিও। ৬৭ বলে করেন ৫৬। বিরাট কোহলির সাথে স্কোরবোর্ডে যোগ করেন ১১৪ রান। যখন খুশদিলের বলে উইকেট হারান মুম্বইয়ের তারকা ততক্ষণে জয় নিশ্চিত হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। হার্দিক পান্ডিয়া ব্যর্থ হলেও লক্ষ্যে পৌঁছতে সমস্যা হয় নি তাদের। প্রথম ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছিলো ভারত। আজ পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) সেমিফাইনালে পৌঁছে গেলো তারা। আগামী ৪ মার্চ দুবাইয়ের এই মাঠেই শেষ চারের যুদ্ধে মাঠে নামবে রোহিত অ্যান্ড কোং। ওয়াঘা সীমান্তের অপর দিকে অবশ্য নামলো অন্ধকার। কিউইদের বিরুদ্ধে হেরে এমনিতেই খাদের কিনারায় ছিলো পাকিস্তান। আজ হেরে টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকেই গেলো তারা। আয়োজক দেশ হওয়া সত্ত্বেও গ্রুপ পর্বের বাধা টপকাতে পারলেন না বাবর-রিজওয়ানরা।

Also Read: CT 2025 IND vs PAK: হর্ষিতকে ধাক্কা রিজওয়ানের, ভারত-পাক ম্যাচে উত্তপ্ত হলো পরিস্থিতি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *