CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ঘোষণা হওয়ার পরেই বেঁকে বসেছিলো বিসিসিআই। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন পড়শি দেশে দল পাঠাতে রাজী হয় নি তারা। দাবী তুলেছিলো হাইব্রিড মডেলের। ম্যাচ হাতছাড়া করতে রাজী ছিলো না পিসিবি (PCB)। এই নিয়ে দুই দেশের ক্রিকেট নিয়ামক সংস্থার মধ্যে চলে বিস্তর দড়ি টানাটানি। শেষমেশ আইসিসি’র হস্তক্ষেপে হাইব্রিড মডেলে সম্মতি দেয় পাকিস্তান। কিন্তু চাপিয়েছিলো পালটা শর্ত। ২০২৭ অবধি ভারতে এসে কোনো টুর্নামেন্ট যাতে না খেলতে হয় সে বিষয়ে নিশ্চয়তা চেয়েছিলো তারা। ভারতীয় বোর্ডের আপত্তি সত্ত্বেও সেই দাবী আদায় করতে পেরেছে পিসিবি। ভেন্যু বিতর্ক মেটার পর নির্বিঘ্নে আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025), আশায় ছিলো ক্রিকেটমহল। কিন্তু বিধি বাম। টুর্নামেন্ট শুরুর এক মাস আগে ফের সংঘাতে ভারত-পাক।
Read More: CT 2025: “BCCI-কে ধন্যবাদ…” চ্যাম্পিয়ন্স ট্রফি বিষয়ে অকপট যোগরাজ, আশাবাদী রোহিত-কোহলিদের নিয়ে !!
আয়োজকের নাম ছেঁটে ফেললো BCCI-
আইসিসি আয়োজিত টুর্নামেন্টগুলি শুরুর আগে অংশগ্রহণকারী দলগুলির অধিনায়কদের নিয়ে একটি বিশেষ ফোটোশ্যুটের প্রথা রয়েছে। এবার সেটি হওয়ার কথা পাকিস্তানে। অনেকেই মনে করেছিলেন যে দলের বাকি সদস্যরা ওয়াঘা সীমান্তের ওপারে না গেলেও হয়ত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এই ফোটোশ্যুটে অংশ নিতে যাবেন পাকিস্তানে। কিন্তু সুর নরম করতে রাজী নয় বিসিসিআই (BCCI)। রোহিতকে পড়শি দেশে পাঠানোতে সম্মতি নেই তাদের। ভারতীয় বোর্ডের এই সিদ্ধান্তে এমনিতেই ক্ষোভ ছিলো পিসিবির অন্দরে। নয়া জার্সি নীতি তা বাড়িয়ে দিয়েছে আরও কয়েকগুণ। সাধারণত যে কোনো বড় প্রতিযোগিতায় আয়োজক দেশের নাম লেখা থাকে সব দলের জার্সিতে। কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারতীয় জার্সিতে ‘পাকিস্তান’ শব্দটিকে জায়গা দিতে নারাজ বিসিসিআই।
সংবাদসংস্থা IANS-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ডের দিকে তোপ দেগেছেন এক পিসিবি কর্তা। নাম না প্রকাশের শর্তে তিনি জানিয়েছেন, “বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতিকে জায়গা করে দিচ্ছে। খেলার জন্য এটি কখনই ভালো বিষয় নয়। ওরা পাকিস্তানে আসতে রাজী নয়। ওরা উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ওদের অধিনায়ক’কে (রোহিত) পাকিস্তানে আসতে দিতে রাজী নয়। এখন খবর পাওয়া যাচ্ছে যে ওরা আয়োজক দেশ (পাকিস্তান)-এর নাম জার্সিতে লিখতেও রাজী নয়। আমরা আশা করছি যে আইসিসি এমনটা হতে দেবে না এবং পাকিস্তানের পক্ষই নেবে।” প্রসঙ্গত ২০২৩-এর এশিয়া কাপে (Asia Cup 2023) পাকিস্তান থেকে ভারতের ম্যাচগুলি সরেছিলো শ্রীলঙ্কায়। সেবারও জার্সিতে আয়োজক দেশের নাম লেখে নি ‘মেন ইন ব্লু।’
ভারত-পাক মুখোমুখি দুবাইতে-
চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে। ১৯ তারিখ করাচীতে অভিযান শুরু করছেন বাবর আজম’রা। তাঁদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড (PAK vs NZ)। আর দুবাইয়ের মাঠে ২০ তারিখ ভারত নামছে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN)। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সম্মুখসমরে ভারত-পাক। ক্রিকেটের এল-ক্লাসিকোকে কেন্দ্র করে ইতিমধ্যেই চড়তে শুরু করে উত্তেজনার পারদ। উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর শেষ পাঁচটি সাক্ষাতের মধ্যে একটি অমীমাংসিত থেকেছে। আর বাকি চারটিতে জয় পেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। এবারও ‘মেন ইন ব্লু’ই দাপট ধরে রাখে নাকি ঘুরে দাঁড়ায় পাকিস্তান, নজর থাকবে সেদিকে। গ্রুপ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান শেষ ম্যাচটি খেলবে ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। আর টিম ইন্ডিয়ার শেষ গ্রুপ ম্যাচ ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে।