ct-2025-ind-vs-nz-match-preview

CT 2025: মাসখানেক আগে ভারতকে টেস্ট সিরিজে ভারতের মাটিতেই ধরাশায়ী করেছিলো নিউজিল্যান্ড। আগামী রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আসরে সেই বিপর্যয়ের বদলা নেওয়ার লক্ষ্যে মাঠে নামছে ‘মেন ইন ব্লু।’ পাকিস্তানের বিরুদ্ধে হ্যামস্ট্রিং-এ টান ধরেছিলো রোহিত শর্মা’র। কিন্তু ড্রেসিংরুম সূত্রে খবর কিউইদের বিরুদ্ধে খেলবেন তিনি। থাকছেন শ্রেয়স আইয়ার, শুভমান গিল, বিরাট কোহলিরা। তিন অলরাউন্ডারের ফর্মূলা থেকেও সম্ভবত সরছেন না কোচ গৌতম গম্ভীর। পেস বিভাগে শামির বদলে খেলানো হতে পারে আর্শদীপ সিং-কে। ভারতের সাথে পয়েন্ট সমান হলেও নেট রান-রেটে এগিয়ে নিউজিল্যান্ড। শেষ ম্যাচে জিতে গ্রুপ-এ’র শীর্ষে নিজেদের অবস্থান ধরে রাখতে চায় ব্ল্যাক ক্যাপস শিবির। রবিবার দুবাইতে ব্যাট হাতে তাদের নির্ভরতা দিতে পারেন রচিন রবীন্দ্র, টম ল্যাথামরা। বল হাতে এক্স-ফ্যাক্টর হতে পারেন উইলিয়াম ও’রোর্ক।

Read More: CT 2025 SA vs ENG Match Preview: সেমিফাইনাল ‘পাখির চোখ’ প্রোটিয়াদের, করাচিতে সান্ত্বনা পুরষ্কারের সন্ধানে ইংল্যান্ড !!

CT 2025 ম্যাচের সময়সূচি-

ভারত (IND) বনাম নিউজিল্যান্ড (NZ)

ম্যাচ নং- ১২

তারিখ- ০২/০৩/২০২৫

ভেন্যু- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই

সময়- দুপুর ২:৩০ (ভারতীয় সময়)

Dubai International Cricket Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Dubai International Cricket Stadium, Dubai | Image: Getty Images
Dubai International Cricket Stadium, Dubai | Image: Getty Images

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) এই মাঠে দু’টি ম্যাচ ইতিমধ্যে আয়োজিত হয়েছে। ব্যাট-বলের সুস্থ প্রতিযোগিতা দেখা গিয়েছে দুটি খেলাতেই। সাধারণত মধ্যপ্রাচ্যের মাঠে বাইশ গজ মন্থর হওয়ায় কঠিন হয় ব্যাটিং। মাঝের ওভারে কার্যকর হতে পারেন স্পিনাররা। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ঘোরাফেরা করে ২১৮-এর আশেপাশে। দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা ১৯২। ইতিপূর্বে ৬০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছে দুবাইতে। এর মধ্যে ২২টিতে প্রথম ব্যাটিং করা দল জয় পেয়েছে। ৩৬টিতে সাফল্য এসেছে রান তাড়া করে। বাকি ২টি ম্যাচে কোন ফলাফল পাওয়া যায় নি।  ভারত-বাংলাদেশ ও ভারত-পাকিস্তান ম্যাচে শিশির এখানে ‘ফ্যাক্টর’ হয়ে দাঁড়ায় নি। ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও সেই সম্ভাবনা বিশেষ নেই। টসজয়ী অধিনায়ক প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিতে পারেন।

Dubai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Dubai Weather Forecast | Image: Twitter
Dubai Weather Forecast | Image: Twitter

পাকিস্তানের মাঠে বৃষ্টি গত কয়েক দিনে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটের জন্য। কিন্তু বিশেষজ্ঞদের মতে দুবাইতে সেই সম্ভাবনা বিশেষ নেই। রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তারপমাত্রা ১৯ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। আকাশ মেঘমুক্ত ও রৌদ্রজ্জ্বল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৪৫ শতাংশ। যা মাঠে খানিক অস্বস্তির কারণ হতে পারে ক্রিকেটারদের জন্য। এছাড়া ম্যাচের সময় ৩১ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইতে পারে।

IND vs NZ হেড টু হেড পরিসংখ্যান-

IND vs NZ | Image: Getty Images
IND vs NZ | Image: Getty Images

ভারত ও নিউজিল্যান্ড (IND vs NZ) ইতিপূর্বে ওয়ান ডে’র আসরে একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে ১১৮ বার। এর মধ্যে ৬০টি ম্যাচে জিতেছে ‘মেন ইন ব্লু।’ পক্ষান্তরে কিউইদের জয়ের সংখ্যা ৫০। ১টি ম্যাচ টাই হয়েছে। ফলাফল মেলে নি বাকি ৭টি ম্যাচে। ঘরের মাঠে ভারতের জয়ের সংখ্যা ৩১। অ্যাওয়ে গ্রাউন্ডে টিম ইন্ডিয়া জিতেছে ১৪ বার। বাকি ১৫টি জয় এসেছে নিরপেক্ষ ভেন্যুতে। নিউজিল্যান্ডের ৫০টি জয়ের মধ্যে ২৬টি এসেছে তাদের দেশের মাঠে। ভারতকে ভারতের মাটিতে তারা হারিয়েছে ৮ বার। নিরপেক্ষ মাঠে পাল্লা ভারী কিউইদের। তারা জিতেছে ১৬টি ম্যাচ। ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2000) ফাইনালে ভারতকে হারিয়েছিলো নিউজিল্যান্ড।

IND vs NZ লাইভ স্ট্রিমিং-

চ্যাম্পিয়ন্স ট্রফির সবক’টি ম্যাচ সরাসরি টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে স্টার স্পোর্টস ও স্পোর্টস ১৮’র বিভিন্ন চ্যানেলে। এছাড়া জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটেও দেখা যাবে লাইভ স্ট্রিমিং।

দুই দলের সম্ভাব্য একাদশ-

IND vs NZ | CT 2025 | Image: Getty Images
IND vs NZ | Image: Getty Images

ভারত (IND)-

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রাণা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব।

নিউজিল্যান্ড (NZ)-

উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রচিন রবীন্দ্র, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইলিয়াম ও’রোর্ক।

Also Read: CT 2025: ভেস্তে গেলো অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ, এই সমীকরণে এখনও শেষ চারে যেতে পারেন রশিদ’রা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *