ct-2025-ind-vs-nz-match-highlights

CT 2025: দুবাইয়ের মাঠে স্বপ্নের দৌড় অব্যাহত রাখলো টিম ইন্ডিয়া। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিলো ভারত। হাড্ডাহাড্ডি লড়াইতে ৪৪ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। টসে জিতে প্রথম প্রতিপক্ষ শিবিরকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। শ্রেয়স আইয়ারের অর্ধশতক, অক্ষর-হার্দিকের কার্যকরী ইনিংসে ৫০ ওভারে ২৪৯ তোলে ভারতীয় শিবির। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে রচিন রবীন্দ্রের উইকেট হারালেও সেই ধাক্কা সামলে উঠেছিলো ব্ল্যাক ক্যাপসরা। তবে মাঝের ওভারগুলোতে স্পিন আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে চালকের আসন ছিনিয়ে নেয় ২০০২ ও ২০১৩র চ্যাম্পিয়নেরা। কেন উইলিয়ামসন ৪১তম ওভারে আউট হতেই স্পষ্ট হয়েছিলো দেওয়াললিখন। শেষমেশ ২০৫-এ থামলো নিউজিল্যান্ড। টানা তৃতীয় ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জয়ের দিকে আরও এক পা এগিয়ে গেলো ভারত।

Read More: লাইভ ম্যাচে ‘ভ্যাবাচ্যাকা’ খেলেন শ্রেয়স, মাঠের মধ্যেই হারিয়ে ফেললেন বল !!

১) ব্যর্থ ভারতের ওপেনিং জুটি-

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ চূড়ান্ত ব্যর্থ টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি। ইনিংসের শুরুতেই আউট হন শুভমান গিল। ম্যাট হেনরি’র ইনস্যুইং আছড়ে পড়ে তাঁর প্যাডে। ৭ বলে ২ রান করে ফেরেন সাজঘরে। ইনিংস দীর্ঘায়িত করতে পারেন নি রোহিত শর্মা’ও। কাইল জেমিসনের বলে ধরা পড়েন উইল ইয়ং-এর হাতে। ১৭ বলে ১৫ রানের বেশী এগোতে পারেন নি ভারত অধিনায়ক।

২) ফিলিপসের বিস্ময় ক্যাচে ফিরলেন কোহলি-

Glenn Phillips and Virat Kohli | CT 2025 | Image: Getty Images
Glenn Phillips and Virat Kohli | CT 2025 | Image: Getty Images

আজ কেরিয়ারের ৩০০তম একদিনের ম্যাচ খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। স্মরণীয় হলো না ইনিংস। গ্লেন ফিলিপসের এক দুর্ধর্ষ ক্যাচে ১১ রান করেই মাঠ ছাড়তে হলো টিম ইন্ডিয়ার কিংবদন্তিকে। ম্যাট হেনরি’র বলে জোরালো কাট মেরেছিলেন বিরাট। পয়েন্টে দাঁড়ানো ফিলিপস কার্যত উড়ে গিয়ে এক হাতে তালুবন্দী করেন ক্যাচ। বিস্ময় কাটছিলো না খোদ কোহলির। গ্যালারিতে অনুষ্কা শর্মাকেও দেখা গেলো অবাক দৃষ্টিতে মাঠের দিকে তাকিয়ে থাকতে।

৩) লড়াকু ইনিংস শ্রেয়স আইয়ারের-

Shreyas Iyer | CT 2025 | Image: Getty Images
Shreyas Iyer | CT 2025 | Image: Getty Images

৩০ রানের মধ্যে ৩ উইকেট খুইয়েছিলো টিম ইন্ডিয়া। নড়বড়ে ইনিংসকে শক্ত ভিতের উপর দাঁড় করান শ্রেয়স আইয়ার। মাসখানেক জাতীয় দলের বাইরে থাকার পর সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাবর্তন ঘটিয়েছেন মুম্বইয়ের তারকা। দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতক করেছিলেন শ্রেয়স। আজও ৯৮ বলে ৭৯ রানের ইনিংস খেলেন তিনি। অক্ষর প্যাটেলের সাথে চতুর্থ উইকেটের জুটিতে যোগ করেন ৯৮ রান। পাঁচে নেমে ৪২ রানের কার্যকরী ইনিংস করেন বাম হাতি অলরাউন্ডার’ও।

৪) লোয়ার অর্ডারে নজর কাড়েন হার্দিক-

Hardik Pandya | CT 2025 | Image: Getty Images
Hardik Pandya | CT 2025 | Image: Getty Images

কে এল রাহুল (২৩), রবীন্দ্র জাদেজারা (১৬) ব্যাট হাতে বিশেষ সুবিধা করতে পারেন নি আজ। লোয়ার অর্ডারে একা কুম্ভ হয়েই ভারতীয় স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে গেলেন হার্দিক পান্ডিয়া। কঠিন পিচেও ৪৫ বলে ৪৫ রানের ইনিংস খেলেন তিনি। শেষ ওভারে ফেরেন সাজঘরে। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৪৯ রান করে টিম ইন্ডিয়া।

৫) পাঁচ উইকেট ম্যাট হেনরি’র-

বুমরাহ, স্টার্ক, কামিন্স’দের ভীড়ে ওয়ান ডে ক্রিকেটে খানিক আড়ালেই থাকতে হয় ম্যাট হেনরি’কে। কিন্তু নিজের দক্ষতার আজ চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে আরও একবার কিউই পেসার। মাত্র ৪২ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন তিনি। সাজঘরে ফেরান শুভমান গিল, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া ও মহম্মদ শামি’কে। কিউইদের হয়ে ১টি করে সাফল্য কাইল জেমিসন, উইলিয়াম ও’রোর্ক, মিচেল স্যান্টনার ও রচিন রবীন্দ্র।

৬) রচিনকে ফিরিয়ে ধাক্কা দেন হার্দিক-

নতুন বল হাতে ফের একবার ক্ষুরধার হয়ে উঠতে দেখা গেলো হার্দিক পান্ডিয়াকে। ছন্দে থাকা রচিন রবীন্দ্রকে ব্ল্যাক ক্যাপস ইনিংসের চতুর্থ ওভারেই আউট করেন তিনি। ১২ বলে ৬-এর বেশী করতে পারেন নি তিনি। ১৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড।

৭) স্পিন মন্ত্রে চাপ বাড়ায় টিম ইন্ডিয়া-

Varun Chakravarthy and Virat Kohli | CT 2025 | Image: Getty Images
Varun Chakravarthy and Virat Kohli | CT 2025 | Image: Getty Images

দুবাইয়ের মন্থর পিচকে মাথায় রেখে আজ একসাথে চার জন স্পিনারকে একাদশে রেখেছিলেন কোচ গৌতম গম্ভীর। কাজে এলো সেই ফাটকা। কিউই মিডল অর্ডার’কে মাথা তুলতে দিলেন না বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব’রা। উইল ইয়ং, গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েলকে আউট করেন বরুণ। টম ল্যাথামকে ফেরান জাদেজাও। কেন উইলিয়ামসনের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ভারতের হাতে ম্যাচের রাশ তুলে দেন অক্ষর প্যাটেল। নিজের শেষ ওভারে মিচেল স্যান্টনার ও উইলিয়াম ও’রোর্ককেও আউট করেন বরুণ। কেরিয়ারের দ্বিতীয় একদিনের ম্যাচেই নিলেন ৫ উইকেট।

৮) ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন উইলিয়ামসন-

Kane Williamson | CT 2025 | Image: Getty Images
Kane Williamson | CT 2025 | Image: Getty Images

এক প্রান্ত থেকে নিয়মিত উইকেট পড়লেও বাইশ গজের অপর প্রান্তে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন কেন উইলিয়ামসন। নিজের অভিজ্ঞতার ঝুলি আজ উজাড় করে দিলেন তিনি। কিন্তু শেষমেশ ভুল করে বসেন ৪১তম ওভারের শেষ ডেলিভারিতে। অক্ষরের ফ্লাইটে ভুলে স্টেপ আউট করেন তিনি। তাঁর ব্যাটের নাগাল এড়িয়ে বল জমা পড়ে উইকেটরক্ষক কে এল রাহুলের হাতে। স্টাম্প করতে কোনো রকম ভুল করেন নি ভারতীয় উইকেটরক্ষক। ১১৯ বলে ৮১ করে সাজঘরে ফেরেন উইলিয়ামসন।

৯) গ্রুপ চ্যাম্পিয়ন হলো ভারত-

বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে ইতিপূর্বে চার পয়েন্ট ছিনিয়ে নিয়েছিলো টিম ইন্ডিয়া। তার পরেও নেট রান রেটে কিউইদের পিছনে ছিলেন রোহিত’রা। আজ দুবাইয়ের বাইশ গজে ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেলেন তাঁরা। একই সাথে নির্ধারিত হয়ে গেলো ‘মেন ইন ব্লু’র সেমিফাইনালের প্রতিপক্ষ’ও। আগামী মঙ্গলবারের মহারণে এই দুবাইয়ের মাঠেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারতীয় শিবির।

Also Read: CT 2025 IND vs NZ: ফিল্ডিং-এ মুখ পোড়ালেন বরুণ, ক্যাচ ফস্কাতেই মাথায় হাত হার্দিক পান্ডিয়া’র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *