CT 2025: রাত পোহালেই মহারণ। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ফাইনালে সম্মুখসমরে ভারত ও নিউজিল্যান্ড। চলতি টুর্নামেন্টে কিউইদের ইতিমধ্যেই গ্রুপ পর্বের খেলায় হারিয়েছে টিম ইন্ডিয়া। তার পরেও রোহিত-কোহলিদের জন্য আগামীকালের ম্যাচ আদতে ‘বদলা’র। আজ থেকে আড়াই দশক আগে নাইরোবি’র মাঠে বৃথা গিয়েছিলো তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনবদ্য শতরান। ক্রিস কেয়ার্নসের এক অভাবনীয় ইনিংস চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে দেয় নি ‘মেন ইন ব্লু’কে। সেদিনের স্বপ্নভঙ্গের পালটা দিতে মরিয়া আজকের ভারতীয় দল। অন্যদিকে কিউইদের আত্মবিশ্বাস যোগাতে পারে পরিসংখ্যান। আজ অবধি দু’টি মাত্র আইসিসি ট্রফি জিতেছে তারা। দু’বারই ফাইনালে হারিয়েছে ভারতকে। ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও ২০২১-এর টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাবও জায়গা করে নিয়েছে তাদের ক্যাবিনেটে। তৃতীয়বারও চেনা পথেই এগোক ঘটনাপ্রবাহ, চাইবে তারা।
Read More: IND vs NZ: ভারতকে জেতাতে আইসিসির দুরন্ত প্ল্যান, পাকিস্তানের পিচে হবে কিউই বধ !!
CT 2025 ম্যাচের সময়সূচি-
ভারত (IND) বনাম নিউজিল্যান্ড (NZ)
ম্যাচ নং- ১৫ (ফাইনাল)
তারিখ- ০৯/০৩/২০২৫
ভেন্যু- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
সময়- দুপুর ২:৩০ (ভারতীয় সময়)
Dubai International Cricket Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। সংবাদমাধ্যম সূত্রে খবর যে ভারত-পাক ম্যাচের জন্য যে বাইশ গজ ব্যবহৃত হয়েছিলো, সেটিই ব্যবহৃত হবে খেতাবী যুদ্ধেও। ২৩ ফেব্রুয়ারির ম্যাচের মতই ফাইনালের পিচ’ও ঈষৎ মন্থর ও স্পিন সহায়ক হওয়ার সম্ভাবনা। সেই কারণেই দুই দলই চারজন করে স্পিনারকে প্রথম একাদশে রাখতে পারে। দুবাইয়ের মাঠে এখনও পর্যন্ত ৬২টি একদিনের ম্যাচ আয়োজিত হয়েছে। এর মধ্যে প্রথম ব্যাটিং করে জয়ের সংখ্যা ২৩, আর রান তাড়া করে জয় এসেছে ৩৭ ম্যাচে। বাকি দুটি খেলা থেকেছে অমীমাংসিত। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ২১৮। দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা ১৯২। এখনও অবধি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিশিরকে নির্ণায়ক ভূমিকা নিতে দেখা যায় নি। ফাইনালে টসজয়ী অধিনায়ক প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিতে পারেন।
Dubai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

মধ্যপ্রাচ্যের দুবাইতে আয়োজিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ফাইনাল। ম্যাচের দিন অর্থাৎ রবিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৩ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৩ শতাংশ হওয়ার সম্ভাবনা। ম্যাচ চলাকালীন হাওয়ার গতিবেগ ২৩ কিলোমিটার/প্রতি ঘন্টা হতে পারে বলে জানা গিয়েছে। ইতিপূর্বে চ্যাম্পিয়ন্স ট্রফির দুবাই পর্বে একটি ম্যাচও আবহাওয়ার খামখেয়ালিপনার শিকার হয় নি। তবে ফাইনালকে ঘিরে রয়েছে সংশয়। হাওয়া অফিস জানিয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। রয়েছে ২০ শতাংশ বৃষ্টির সম্ভাবনাও। যদি প্রকৃতি বাধা হয়ে দাঁড়ায় তাহলে ম্যাচ গড়াতে পারে রিজার্ভ ডে, অর্থাৎ সোমবারে।
IND vs NZ হেড টু হেড পরিসংখ্যান-

ওয়ান ডে’র আসরে ১১৯ বার ভারত ও নিউজিল্যান্ড নেমেছে সম্মুখসমরে। পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে ভারত’ই। তাদের জয়ের সংখ্যা ৬১। কিউইরা বাজিমাত করেছে ৫০ বার। বাকি ৮টি ম্যাচের মধ্যে ৭টি থেকেছে অমীমাংসিত এবং একটি ম্যাচ টাই হয়েছে। ঘরের মাঠে ভারতীয় দলের জয়ের সংখ্যা ৩১। অ্যাওয়ে গ্রাউন্ডে ‘মেন ইন ব্লু’ জিতেছে ১৪ বার। বাকি ১৬টি জয় এসেছে নিরপেক্ষ ভেন্যুতে। ব্ল্যাক ক্যাপস বাহিনী তাদের ঘরের মাঠে জিতেছে ২৬ বার। ভারতকে তারা ভারতের মাটিতে হারিয়েছে ৮ বার। আর নিরপেক্ষ মাঠে জয়ের সংখ্যা ১৬। ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2000) ফাইনালে নাইরোবিতে টিম ইন্ডিয়াকে হারিয়েছিলো নিউজিল্যান্ড।
IND vs NZ লাইভ স্ট্রিমিং-
চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ফাইনাল ম্যাচটি টেলিভিশনের পর্দায় সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ও স্পোর্ট ১৮ সংস্থার বিভিন্ন চ্যানেলে। এছাড়া জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটেও সরাসরি দেখা যাবে ম্যাচ।
দুই দলের সম্ভাব্য একাদশ-

ভারত (IND)-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কে এল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।
নিউজিল্যান্ড (NZ)-
উইল ইয়ং, রচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ম্যাট হেনরি/বেন সিয়ার্স, উইলিয়াম ও’রোর্ক, ।