CT 2025: দুবাইয়ের বাইশ গজে ইতিহাস গড়লো টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা পৌঁছে গেলো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো অজি শিবির। স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারির অর্ধশতকে ভর করে ২৬৪ রান স্কোরবোর্ডে তোলে তারা। মন্থর পিচে এই রান তাড়া করা সহজ ছিলো না। দশ ওভারের মধ্যে দুই ওপেনারকেও খুইয়ে বসেছিলো ‘মেন ইন ব্লু,’ কঠিন পরিস্থিতিতে ঢাল হয়ে ওঠেন বিরাট কোহলি। শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কে এল রাহুলদের সাথে জুটি গড়ে এগিয়ে নিয়ে যান স্কোরবোর্ডকে। ৮৪ করে কোহলি সাজঘরে ফেরার পর হাল ধরেন কে এল রাহুল। ২৪ বলে ২৮ রানের ক্যামিও ইনিংসে জয় ত্বরান্বিত করেন হার্দিক পান্ডিয়া’ও। শেষমেশ ১১ বল বাকি থাকতেই সাফল্যের শৃঙ্গে ভারতীয় শিবির। ফাইনালে দক্ষিণ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড? প্রতিপক্ষ কে? জানা যাবে আগামীকাল।
Read More: IND vs AUS, CT 2025 HIGHLIGHTS: দুবাইয়ে ‘ক্যাঙ্গারু’ হলো বধ, টানা তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টিম ইন্ডিয়া !!
এক নজরে আজকের ম্যাচের রেকর্ডগুলি-
১) আজকের ম্যাচে অপরাজিত ৪২ রান করেছেন কে এল রাহুল। তৃতীয় দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০০ রানের গণ্ডী পেরিয়েছেন তিনি। দেখুন সেরা পাঁচ জনের তালিকা-
- ৭২ ইনিংস- শিখর ধাওয়ান
- ৭৫ ইনিংস- বিরাট কোহলি
- ৭৮ ইনিংস- কে এল রাহুল*
- ৭৯ ইনিংস- নভজ্যোত সিং সিধু
- ৮২ ইনিংস- সৌরভ গঙ্গোপাধ্যায়

২) আরও একবার জ্বলে উঠলো বিরাট কোহলির ব্যাট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রানের ইনিংস খেলেন তিনি। এই নিয়ে আইসিসি প্রতিযোগিতায় ২৪ বার অর্ধশতক বা তার বেশী রান করলেন ভারতীয় কিংবদন্তি। তার চেয়ে বেশী বার পঞ্চাশের গণ্ডী পেরোনোর কৃতিত্ব নেই কারও। প্রথম পাঁচে রয়েছেন-
- ২৪ টি ৫০+ ইনিংস- বিরাট কোহলি (৫৩ ইনিংসে)*
- ২৩ টি ৫০+ ইনিংস- শচীন তেন্ডুলকর (৫৮ ইনিংসে)
- ১৮টি ৫০+ ইনিংস- রোহিত শর্মা (৪২ ইনিংসে)
- ১৭টি ৫০+ ইনিংস- কুমার সাঙ্গাকারা (৫৬ ইনিংসে)
- ১৬টি ৫০+ ইনিংস- রিকি পন্টিং (৬০ ইনিংসে)

৩) আজ ৯১ রানের জুটি গড়েছেন বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম সফল জুটি হিসেবে নিজেদের ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করেছেন ভারতের দুই তারকা। এক নজরে দেখুন তাঁদের পার্টনারশিপের পরিসংখ্যান-
- ইনিংস- ৩১
- রান- ১৬৭০
- গড়- ৫৫.৬৬
- রান রেট- ৫.৮৮/প্রতি ওভার
- ৫০/১০০- ৬/৭
৪) আরও একবার রান তাড়া করার ক্ষেত্রে মুন্সীয়ানা দেখালেন বিরাট কোহলি। ওয়ান ডে ক্রিকেটে রান তাড়া করার সময় তাঁর ব্যাট থেকে এসেছে ৮০০৩ রান। সামনে রয়েছেন একমাত্র কিংবদন্তি শচীন তেন্ডুলকর। কিন্তু ব্যাটিং গড়ে ‘মাস্টার ব্লাস্টার’কে কয়েক যোজন পিছনে ফেলেছেন ‘চেজ মাস্টার।’
- ৮৭২০ রান- শচীন তেন্ডুলকর (গড়- ৪২.৩৩)
- ৮০০৩ রান- বিরাট কোহলি (গড়- ৬৪.৫৪)*
- ৬১১৫ রান- রোহিত শর্মা (গড়- ৪৯.৭১)
- ৫৭৪২ রান-সনৎ জয়সূর্য (গড়- ২৯.৪৪)
- ৫৫৭৫ রান- জ্যাক ক্যালিস (গড়- ৪৪.৯৫)

৫) রিকি পন্টিং-কে পিছনে ফেলে আউটফিল্ডার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ড গড়ে ফেললেন বিরাট কোহলি। এখন তাঁর সামনে কেবল মাহেলা জয়বর্ধনে।
- ২১৮- মাহেলা জয়বর্ধনে
- ১৬১- বিরাট কোহলি*
- ১৬০- রিকি পন্টিং
- ১৫৬- মহম্মদ আজহারউদ্দিন
- ১৪২- রস টেলর
৬) আইসিসি ওয়ান ডে টুর্নামেন্টের নক-আউট পর্বে নিজের চোখ ধাঁধানো ফর্ম বজায় রাখলেন স্টিভ স্মিথ। আজ তাঁর ব্যাট থেকে এলো ৭৩। সাত ইনিংসে এই নিয়ে পঞ্চম বার অর্ধশতকের গণ্ডী পেরোলেন অস্ট্রেলীয় তারকা। একটি শতরানও রয়েছে তাঁর। দেখুন পূর্ণাঙ্গ তালিকা-
- ৬৫ বনাম পাকিস্তান, অ্যাডিলেড, বিশ্বকাপ ২০১৫ কোয়ার্টারফাইনাল
- ১০৫ বনাম ভারত, সিডনি, বিশ্বকাপ ২০১৫, সেমিফাইনাল
- ৫৬* বনাম নিউজিল্যান্ড, মেলবোর্ন, বিশ্বকাপ ২০১৫, ফাইনাল
- ৮৫ বনাম ইংল্যান্ড, এজবাস্টন, বিশ্বকাপ ২০১৯, সেমিফাইনাল
- ৩০ বনাম দক্ষিণ আফ্রিকা, কলকাতা, বিশ্বকাপ ২০২৩, সেমিফাইনাল
- ৪ বনাম ভারত, আহমেদাবাদ, বিশ্বকাপ ২০২৩, ফাইনাল
- ৭৩ বনাম ভারত, দুবাই, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫, সেমিফাইনাল

৭) অস্ট্রেলিয়ার চতুর্থ কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে আইসিসি’র ওয়ান ডে টুর্নামেন্ট খেলতে নামলেন কুপার কনোলি। ব্যাট হাতে শূন্য করেছেন তিনি। বল হাতে অবশ্য নিয়েছেন ১টি উইকেট।
- ২০ বছর ২২৫ দিন- অ্যান্ডু জেসার্স বনাম ভারত, দিল্লী, বিশ্বকাপ ১৯৮৭
- ২১ বছর ৬৬ দিন- রিকি পন্টিং বনাম কেনিয়া, বিশাখাপত্তনম, বিশ্বকাপ ১৯৯৬
- ২১ বছর ৯০ দিন- শেন ওয়াটসন বনাম নিউজিল্যান্ড, কলম্বো, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০০২
- ২১ বছর ১৯৪ দিন- কুপার কনোলি বনাম ভারত, দুবাই, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫*
- ২১ বছর ২৩১ দিন- মিচেল মার্শ বনাম ইংল্যান্ড, এজবাস্টন, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৩

৮) ২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালের পর থেকে টানা ১৪টি একদিনের ম্যাচে টস হারলো টিম ইন্ডিয়া। টানা ১১টি একদিনের ম্যাচে টস হারলেন অধিনায়ক রোহিত শর্মা।
- ১২ ম্যাচ- ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ)
- ১১ ম্যাচ- পিটার বোরেন (নেদারল্যান্ডস)
- ১১ ম্যাচ- রোহিত শর্মা (ভারত)*
৯) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক নিয়ে ১০টি একদিনের ম্যাচ খেললো ভারত। একটিতেও হারে নি তারা। ৯টি ম্যাচ জিতেছে, ১টি টাই হয়েছে। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে এমন কিছু দুর্গের তালিকা-
- ডুনেডিন- ১০ ম্যাচে অপরাজিত নিউজিল্যান্ড।
- দুবাই- ৯টি ম্যাচ জিতেছে ভারত, ১টি টাই। *
- ইন্দোর- ৭টি ম্যাচ জিতেছে ভারতীয় দল
- হায়দ্রাবাদ (নিয়াজ স্টেডিয়াম)- ৭টি ম্যাচ জিতেছে পাকিস্তান
১০) চ্যাম্পিয়ন্স ট্রফির নক-আউট পর্বে এই নিয়ে তৃতীয় বার অস্ট্রেলিয়াকে হারালো ভারতীয় দল।
- ১৯৯৮, ঢাকা- ৪৪ রানে জয়
- ২০০০, নাইরোবি- ২০ রানে জয়
- ২০২৫, দুবাই- ৫ উইকেটের বিনিময়ে জয়
১১) চ্যাম্পিয়ন্স ট্রফির নক-আউট পর্বে রান-তাড়া করে বৃহত্তম জয়-
- ২৮২ রান- দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, ঢাকা, ১৯৯৮, কোয়ার্টার ফাইনাল
- ২৬৫ রান- নিউজিল্যান্ড বনাম ভারত, নাইরোবি, ২০০০, ফাইনাল
- ২৬৫ রান- ভারত বনাম বাংলাদেশ, এজবাস্টন, ২০১৩, সেমিফাইনাল
- ২৬৫ রান- ভারত বনাম অস্ট্রেলিয়া, দুবাই, ২০২৫, সেমিফাইনাল
১২) আইসিসি আয়োজিত ওয়ান ডে টুর্নামেন্টগুলিতের সর্বোচ্চ সংখ্যক প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরষ্কার প্রাপকের তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন বিরাট কোহলি। সম্পূর্ণ তালিকা-
- ১০- শচীন তেন্ডুলকর
- ৮- গ্লেন ম্যাকগ্রা
- ৮- রোহিত শর্মা
- ৭- বিরাট কোহলি
-
Virat Kohli and Shreyas Iyer | CT 2025 | Image: Getty Images
১৩) প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে আইসিসি আয়োজিত চারটি টুর্নামেন্টের ফাইনালেই দলকে পৌঁছে দিলেন রোহিত শর্মা। দেখুন হিটম্যানের কৃতিত্ব-
- ২০২৩- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
- ২০২৩- ওয়ান ডে বিশ্বকাপ
- ২০২৪- টি-২০ বিশ্বকাপ
- ২০২৫- চ্যাম্পিয়ন্স ট্রফি
Also Read: CT 2025 IND vs AUS: বিরাট বিক্রমে অস্ট্রেলিয়া কাঁটা উপড়ে ফেললো টিম ইন্ডিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ‘মেন ইন ব্লু’ !!