CT 2025: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল, বর্ডার-গাওস্কর ট্রফি- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ব্যর্থতা সাম্প্রতিক অতীতে কেবল বেড়েই চলেছিলো। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আসরে ঘুরে দাঁড়ালো ‘মেন ইন ব্লু।’ সেমিফাইনালের মহারণে ক্যাঙারুবাহিনীকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে তৃতীয় বার খেতাব জয়ের দোরগোড়ায় রোহিত শর্মা, বিরাট কোহলিরা। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ট্র্যাভিস হেড দুবাইয়ের মন্থর উইকেটে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন নি ঠিকই, কিন্তু স্মিথ ও ক্যারির জোড়া অর্ধশতক অস্ট্রেলিয়াকে পৌঁছে দিয়েছিলো ২৬৪ রানে। জবাবে ব্যাট করতে নেমে দশ ওভারের মধ্যে দুই ওপেনারকে হারিয়েছিলো টিম ইন্ডিয়া। এরপর ভরসার মুখ হয়ে ওঠেন বিরাট কোহলি। সাথে পান অক্ষর প্যাটেল, কে এল রাহুলদেরও। শেষলগ্নে জ্বলে উঠলেন পান্ডিয়াও। ধুন্ধুমার ক্যামিও’তে ১১ বল বাকি থাকতেই পার করালেন বৈতরণী।
Read More: CT 2025 IND vs AUS: “দায়িত্বজ্ঞানহীন ক্যাপ্টেন…” কনোলি’কে উইকেট উপহার রোহিতের, ফুঁসে উঠলো সোশ্যাল মিডিয়া !!
কোহলির ব্যাটে পরিত্রান ভারতের-

পঞ্চম ওভারেই প্রথম ধাক্কা খায় ভারত। বেন ডোয়্যারস্যুইসের ডেলিভারি উইকেটে টেনে এনে বোল্ড হন শুভমান গিল। আজ ৮-এর বেশী করতে পারেন নি তিনি। ইনিংস দীর্ঘায়িত করতে পারেন নি অধিনায়ক রোহিত শর্মা’ও। নবাগত কুপার কনোলি’র ফুল লেন্থ ডেলিভারিতে স্যুইপের লোভ সামলাতে না পেরে বিপদ ডেকে আনেন তিনি। ব্যাটের নাগাল এড়িয়ে বল আছড়ে পড়ে প্যাডে। ডিআরএস-এর সাহায্য নিয়েছিলেন রোহিত। কিন্তু লাভ হয় নি। রিরোহিত যখন ফেরেন তখন টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটের বিনিময়ে ৪৩ রান। অজি আক্রমণের মুখে এরপর ঢাল হয়ে দাঁড়ান শ্রেয়স আইয়ার। ইংল্যান্ড সিরিজ থেকেই বদলে যাওয়া শ্রেয়সকে যেন দেখা যাচ্ছে বাইশ গজে। ধারাবাহিকতা আজও বজায় রাখলেন তিনি। ৬২ বলে করেন ৪৫। বিরাট কোহলিকে সাথে নিয়ে ৯১ রান যোগ করেন স্কোরবোর্ডে।
চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগে বিরাট কোহলির ফর্ম নিয়ে বিস্তর কাটাছেঁড়া চলছিলো। অস্ট্রেলিয়া সফরে রানের মুখ দেখেন নি। ছন্দে ফেরার চেষ্টায় রঞ্জি খেলেও ব্যর্থ হয়েছিলেন তিনি। তাহলে কি ফুরিয়ে গিয়েছেন বিরাট? প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছিলেন অনেকে। বড় মঞ্চে জবাবটা ব্যাট হাতেই দিলেন কিংবদন্তি। দিনকয়েক আগে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো শতরান করেছিলেন তিনি। আজও অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের ইনিংস গড়ার কারিগরের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেলো তাঁকে। কেরিয়ারের ৫২তম শতরানটাও আসতেই পারত, কিন্তু অ্যাডাম জাম্পাকে কাউ কর্ণারের উপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি। ৯৮ বলে ৮৪ রান করে থামেন তিনি। মাত্র ৫টি বাউন্ডারি মেরেছেন কোহলি। রান তাড়া করার ক্ষেত্রে কেবল ধুন্ধুমার ব্যাটিং নয়, শর্ট রান’ও যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা আরও একবার বুঝিয়ে গেলেন ভারতের ‘চেজ মাস্টার।’
ফাইনালে টিম ইন্ডিয়া-

আজকের ম্যাচে বিরাট কোহলি যদি ব্যাট হাতে নায়ক হন তাহলে প্বার্শনায়কের চরিত্রটা পেতেই পারেন কে এল রাহুল। পছন্দের ওপেনিং বা পাঁচ নম্বর নয়, কোচ গৌতম গম্ভীর তাঁকে ব্যবহার করছেন ছয় নম্বরে। নতুন পজিশনে গত কয়েকটি ম্যাচে মানিয়ে নিতে গিয়ে বেশ সমস্যাতেই পরেছিলেন কর্ণাটকের ব্যাটার। আজ অবশ্য সেসব ঝেড়ে ফেলেন তিনি। শুরুতে সময় নেন ক্রিজে থিতু হওয়ার। তারপর হাত খোলেন। দিনের শেষে ৩৪ বলে ৪২ করে অপরাজিত রইলেন তিনি। কৃতিত্ব প্রাপ্য হার্দিক পান্ডিয়ারও। সাত নম্বরে নেমে ২৪ বলে ১টি চার ও ৩ ছক্কার সাহায্যে ২৮ রান করে চাপ কমালেন তিনি। যখন আউট হন, তখন জয় কেবল সময়ের অপেক্ষা। ১ বলে ২* করে বাকি পথটুকু দল’কে পৌঁছে দেন রবীন্দ্র জাদেজা। নিউজিল্যান্ড নাকি দক্ষিণ আফ্রিকা? কারা অপেক্ষা করছে ফাইনালে? জানা যাবে আগামীকাল।