ct-2025-iit-baba-slammed-post-ind-win

CT 2025: পাকিস্তানকে আরও একবার উড়িয়ে দিলো টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আসরে জয় এলো ছয় উইকেটের ব্যবধানে। গতকাল টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো পাক শিবির।  সম্পূর্ণ পঞ্চাশ ওভার খেলতে পারেন নি বাবর-রিজওয়ানরা। ৪৯.৪ ওভারে ২৪১ রানে থামে পাক ইনিংস। ৩১ রানের মাথায় প্রথম উইকেট খুইয়েছিলো ‘মেন ইন ব্লু।’ অধিনায়ক রোহিত আউট হলেও অবশ্য জয় পেতে বিশেষ কাঠখড় পোড়াতে হয় নি ভারতকে। বিরাট কোহলির (Virat Kohli) অনবদ্য শতরান, শ্রেয়স আইয়ারের অর্ধশতক ও শুভমান গিলের কার্যকরী ৪৬-এ ভর দিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিকে (CT 2025) কেন্দ্র করে মাঠের বাইরে যেভাবে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছিলো ভারত ও পাকিস্তান তাতে মাঠের লড়াই আরও রুদ্ধশ্বাস হবে বলে আশায় ছিলেন ক্রিকেটজনতা। কিন্তু বাস্তবে খেলা হলো বেশ একপেশেই।

বাংলাদেশকে গত বৃহস্পতিবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হারিয়েছিলো ভারত। গতকাল পাকিস্তানকে হারানোর পর তাদের পয়েন্ট সংখ্যা দাঁড়ালো ৪। নেট রান-রেট +০.৬৪৭। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) সেমিফাইনালে কার্যত নিশ্চিত কোহলি-রোহিত’রা। আগামী ৪ মার্চ দুবাইয়ের বাইশ গজেই ফের মাঠে নামবেন তাঁরা। পাকিস্তান শিবিরে অবশ্য ব্যর্থতার অন্ধকার মাথাচাড়া দিচ্ছে। আয়োজক দেশ হওয়া সত্ত্বেও বিদায়ের দোরগোড়ায় তারা। ২ ম্যাচ খেলে হেরেছে হেরেছে দুটিতেই। আপাতত -১.৮০৭ নেট রান-রেট নিয়ে গ্রুপ-এ’তে সবার নীচে রয়েছে তারা। আজ যদি নিউজিল্যান্ড হারিয়ে দেয় বাংলাদেশকে তাহলে টাইগারদের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) থেকে ছিটকে যাবে পাকিস্তানও। গতকাল ম্যাচের পর সমাজমাধ্যমে ভারতীয় সমর্থকেরা যখন শুভেচ্ছায় ভরিয়েছেন কোহলি-শ্রেয়সদের, তখন ওয়াঘার ওপারে দেখা গিয়েছে হতাশা আর আক্ষেপ।

Read More: চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার ম্যাচ ফিক্সিংয়ের ছায়া, বল টেম্পারিংয়ের অভিযোগে ফাঁসলেন তারকা পেসার মার্ক উড !!

IIT বাবার দিকে আঙুল তুলছে নেটদুনিয়া-

IIT Baba Abhay Singh | CT 2025 | Image: Twitter
IIT Baba Abhay Singh | CT 2025 | Image: Twitter

গতকালের ভারত-পাক ম্যাচের পর নেটদুনিয়ার চর্চায় জায়গা করে নিয়েছেন আইআইটি বাবা (IIT Baba) অভয় সিং-ও। প্রয়াগরাজে মহাকুম্ভ চলাকালীন প্রথম সংবাদমাধ্যমের ফোকাসে আসেন তিনি। দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং করার পরেও আধ্যাত্মিকতাকে বেছে নিয়ে সাধু হয়েছেন তিনি, ক্যামেরার সামনে দাবী করেছিলেন তিনি। তুমুল হইচইও হয়েছিলো তা নিয়ে। ক্রিকেটপ্রিয় এই ‘বাবা’ জানিয়েছিলেন তিনি নাকি এর আগে দৈব ক্ষমতাবলে ভারতকে বহু ম্যাচ জিতিয়েছেন। মুখ খুলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ভারত-পাক ম্যাচ নিয়েও। খেলার দিনকয়েক আগে তিনি দাবী করেছিলেন যে টিম ইন্ডিয়া কিছুতেই জিতবে না এবারের দ্বৈরথ। সাফল্য পাবেন না বিরাটরা। কিন্তু দুবাইয়ের বাইশ গজে তাঁর ভবিষ্যদ্বাণী মিথ্যে প্রমাণিত হওয়ার পর নেটদুনিয়ায় একের পর এক আক্রমণ ধেয়ে এসেছে আইআইটি বাবার দিকে।

‘ভণ্ডামির একটা সীমা থাকে,’ অভয় সিং-কে (Abhay Singh) নিশানা করে লিখেছেন একজন। ‘নকল বাবার মুখোশ খুলে দেওয়ার জন্য ধন্যবাদ টিম ইন্ডিয়াকে,’ আক্রমণ শানিয়েছেন আরও এক নেটিজেন। ‘এসব স্বঘোষিত ‘বাবা’র অধিকাংশ সময় ভণ্ডই হন,’ মন্তব্য অন্য এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর। ‘আর ক্যামেরার সামনে আজেবাজে নিশ্চয়ই বকবেন না উনি,’ আইআইটি বাবা উচিৎ ‘শিক্ষা’ পাওয়ায় খুশিই হয়েছেন অন্য এক নেটনাগরিক। ‘মাদক দ্রব্যের মাত্রা অনেক বেড়ে গেলে অনেকেই নিজেদের ‘বাবা’ বলে মনে করতে থাকেন। কিন্তু আদতে তাঁরা ভণ্ড ছাড়া কিছুই নয়,’ একের পর এক উড়ে এসেছে কটাক্ষ। ‘আমি তো এমনিই বলেছিলাম ওটা,’ ভবিষ্যদ্বাণী প্রসঙ্গে একটি ভিডিওতে বলতে শোনা গিয়েছে আইআইটি বাবা’কে (IIT Baba)। কিন্তু বিশ্বাস করছে না নেটিজেনরা। ‘ড্যামেজ কন্ট্রোলের ব্যর্থ প্রচেষ্টা,’ আঙুল তুলেছেন তাঁরা।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: CT 2025 IND vs PAK Stats Review: বিরাট বিক্রমে পাকিস্তানকে হারালো ভারত, দুবাইয়ের মাঠে তৈরি হলো ৭ নয়া রেকর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *