ct-2025-iit-baba-issues-clarification

CT 2025: গতকাল দুবাইয়ের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া (Team India)। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ম্যাচে টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান। ২৪১-এর বেশী এগোতে পারে নি তারা। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু শাহীন আফ্রিদির অনবদ্য একটি ইয়র্কারে বোল্ড হন তিনি। অধিনায়ককে খুইয়েও চাপে পড়ে নি ‘মেন ইন ব্লু।’ শুভমানকে সাথে নিয়ে প্রত্যাঘাতের পথে হাঁটেন কোহলি (Virat Kohli)। পরে তাঁর সঙ্গী হন শ্রেয়স আইয়ারও। এর আগেও একাধিকবার পাকিস্তানের বিরুদ্ধে তফাৎ গড়ে দিয়েছেন বিরাট। গতকালও দেখা গেলো একই ছবি। ১১১ বলে ১০০* রান করে টিম ইন্ডিয়াকে লক্ষ্যে পৌঁছে দিলেন কিংবদন্তি তারকা। ৪৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে শেষ চারের টিকিট কার্যত নিশ্চিত করে ফেললো ভারত।

এই বছর প্রয়াগরাজে মহাকুম্ভ চলাকালীন ভাইরাল হয়েছিলেন আইআইটি বাবা অভয় সিং (Abhay Singh)। দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান আইআইটি বম্বে থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং করার পরেও আধ্যাত্মিকতার টানে সাধু হয়েছেন তিনি, দাবী করেছিলেন সংবাদমাধ্যমের কাছে। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ভারত-পাক দ্বৈরথ নিয়ে মুখ খুলেছিলেন তিনিও। একটি ইউটিউব লাইভ স্ট্রিমে ম্যাচের আগে তিনি জানিয়েছিলেন, “এবার জিতবে না। বিরাট কোহলি আর বাকিদের বলো গিয়ে জিতে দেখাক। আমি যখন বলছি জিতবে না তো জিতবে না।” গতকাল দুবাইয়ের বাইশ গজে আইআইটি বাবা’র ভবিষ্যদ্বাণী মিথ্যে প্রমাণ করেছে ‘মেন ইন ব্লু।’ পাকিস্তানকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে তারা। ফলাফল সামনে আসার পরেই নেটদুনিয়ায় ব্যাপক কটাক্ষের শিকার হন অভয়।

Read More: নতুন সম্পর্কে জড়িয়েছেন হার্দিক পান্ডিয়া, দুবাইতে ভারত-পাক ম্যাচ দেখতে হাজির বান্ধবী !!

অবস্থান বদল IIT বাবা’র-

IIT Baba Abhay SIngh | CT 2025 | Image: Twitter
IIT Baba Abhay SIngh | Image: Twitter

যে ইউটিউবারের লাইভ স্ট্রিমে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তিনিই ম্যাচের পর ফোনে ধরেছিলেন আইআইটি বাবা’কে। চাপে পড়ে অবস্থান বদলের চেষ্টা করেন তিনি। ক্রিকেটজনতার কাঁধে দায় ঠেলে বলেন, “আমরা এমনিই খেলি। আমরা যখন খেলি তখন নিজেদের জন্য খেলি। কোনো ভবিষ্যদ্বাণীতে কখনও বিশ্বাস করবেন না। নিজেদের মস্তিষ্ক ব্যবহার করুন।” নেটদুনিয়ায় যে তাঁর ভবিষ্যদ্বাণী নিয়ে রীতিমত ঝড় উঠেছে, ভিডিও ক্লিপ দেখানো হয়েছে পাকিস্তানের টিভি চ্যানেলে, সে সম্পর্কেও অভয়কে (Abhay Singh) জানান ঐ ইউটিউবার। জবাবে কেবল হাসতে শোনা গিয়েছে আইআইটি বাবা’কে। পরে একটি ট্যুইটার পোস্টে পূর্বের অবস্থান থেকে ১৮০ ডিগ্রী ঘুরে গিয়ে বিরাট কোহলি ও টিম ইন্ডিয়ার ছবি পোস্ট করে তিনি লেখেন, “আমি প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলকে অনুরোধ করছি আনন্দ করার জন্য। মনে মনে জানতাম যে ভারতই আসলে জিতবে।”

আইআইটি বাবা ভবিষ্যদ্বাণীর দায় এড়াতে চাইলেও বিতর্ক থেকে এখনিই নিস্তার পাচ্ছেন না আইআইটি বাবা। ভণ্ড’, ‘প্রতারক’-এর মত শব্দ ব্যবহার করেও তাঁর দিকে আক্রমণ শানিয়েছেন ক্রিকেটজনতা। ‘এখন পালাতে চাইছেন চাপে পড়ে,’ ট্যুইটারের দেওয়ালে লিখেছেন এক নেটনাগরিক। ‘আইআইটি ছেড়ে সাধু হয়েছেন যে প্রথমে খানিক ভক্তি হয়েছিলো, কিন্তু এহেন অসংলগ্ন মন্তব্যের পর তা উবে গিয়েছে,’ তীব্র আক্রমণ শানিয়েছেন আরও একজন। ‘এর পর আর সব বিষয়ে মুখ খুলবেন না উনি, উচিৎ শিক্ষা পেয়েছে,’ লিখেছে আরও একজন। ‘মিথ্যে প্রকাশ হয়ে পড়েছে, তাই এগুলো আসলে সেটা চাপা দেওয়ার চেষ্টা,’ মন্তব্য অন্য এক ক্রিকেটপ্রেমীর। ‘উনি আইআইটি’র প্রাক্তনী হতে পারেন, কিন্তু টিম ইন্ডিয়া বা বিরাটকে নিয়ে কিছু বলার যোগ্যতা ওনার আদতে নেই,’ ক্ষোভ ঝরে পড়েছে আরও এক ভারতীয় সমর্থকের ট্যুইটে।

দেখুন IIT বাবা’র ট্যুইট’টি-

Also Read: CT 2025 IND vs PAK: “মুখোশ খুলে গেছে…” মিললো না ভবিষ্যদ্বাণী, ভারত জিততেই নেটমাধ্যমে ‘ট্রলড’ IIT বাবা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *