CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) নিয়ে জট খোলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আপাতত। আইসিসি’র ইভেন্ট ক্যালেন্ডারে আয়োজক হিসেবে নাম রয়েছে পাকিস্তানের। অন্যান্য দেশ পাকিস্তানের মাটিতে টুর্নামেন্ট খেলতে যাওয়া নিয়ে কোনো আপত্তি না জানালেও বেঁকে বসেছে কেবল ভারত। কোহলি-রোহিতদের যথেষ্ট নিরাপত্তা দেওয়া সম্ভব নয় পড়শি দেশের পক্ষে, দাবী তুলে সেখানে যেতে অসম্মত হয়েছেন বিসিসিআই কর্তারা। তাঁরা আইসিসি’র কাছে হাইব্রিড মডেলের পক্ষে সওয়াল করেছেন। ১৯৯৬ সালের পর এই প্রথমবার আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতা হোস্ট করার কথা পাকিস্তানের। কোনো ম্যাচ দেশের বাইরে পাঠাতে রাজী নয় পিসিবি। ফলে হাইব্রিড মডেল নিয়ে সবুজ সংকেত দেয় নি তারা। এই নিয়ে দুই পক্ষের দ্বৈরথ অন্ধকারে ঠেলে দিয়েছে টুর্নামেন্টকেই।
Read More: IPL 2025: “টাকার জন্য ছাড়ি নি…” দিল্লীতে ফিরছেন ঋষভ পন্থ? গাওস্করকে সাফ জবাব তারকা ক্রিকেটারের !!
ভারত-পাক দ্বৈরথ চলছেই-
গত বছরের এশিয়া কাপের (Asia Cup 2023) সময়েও পাকিস্তান যেতে রাজী হয় নি ভারতীয় দল। প্রচুর কাঠখড় পোড়ানোর পর হাইব্রিড মডেলের সমাধানসূত্র বের করতে সক্ষম হয়েছিলো এসিসি। ভারত নিজেদের ম্যাচগুলি খেলে শ্রীলঙ্কায়। এছাড়া নক-আউট পর্বের খেলাগুলিও সরে এসেছিলো দ্বীপরাষ্ট্রে। এরপর ওডিআই বিশ্বকাপ খেলতে পাক দল এসেছিলো ভারতের মাটিতে। তারা আশায় ছিলো যে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ক্ষেত্রে আর ওয়াঘা সীমান্ত পেরোতে অস্বীকার করবে না ভারতীয় বোর্ড। কিন্তু দেখা গিয়েছে উলটো ছবি। পাকিস্তান যাওয়া নিয়ে নিজেদের পুরনো অবস্থানেই অনড় রয়েছে বিসিসিআই। দুবাই, শারজার মত মধ্যপ্রাচ্যের ভেন্যুতে নিজেদের ম্যাচগুলি খেলতে চেয়ে ইতিমধ্যেই সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার কাছে তদ্বির করতে শুরু করেছে তারা।
ভারতের অবস্থানে ক্ষুব্ধ পিসিবি। ইতিমধ্যে তারা টিম ইন্ডিয়ার (Team India) ম্যাচ কেবল লাহোরে করার প্রস্তাব দিয়েছে। এমনকি ম্যাচের দিন পাকিস্তানে এসে খেলার পর দেশে ফিরে যাওয়ার প্রস্তাব’ও রেখেছ। কিন্তু চিঁড়ে ভেজে নি কিছুতেই। দিনকয়েক আগে পিসিবি চেয়ারম্যান মহসীন নকভি (Mohsin Naqvi) একটি সাক্ষাৎকারে তীব্র আক্রমণ করেছেন টিম ইন্ডিয়া ও বিসিসিআই-কে। ভারত যদি এবার পাকিস্তানে না যায় তাহলে ভবিষ্যতে ভারতে আয়োজিত টুর্নামেন্টগুলিতে পাকিস্তান আদৌ খেলতে আসবে কিনা তা নিয়ে ভাবতে হবে, স্পষ্ট জানিয়েছেন তিনি। এছাড়া ভারত-পাক (IND vs PAK) ম্যাচ বয়কটের কথা বলেছেন তিনি। “কোনো দেশের সাথে অন্য দেশের সম্পর্ক ভালো নাও হতে পারে, কিন্তু ক্রীড়াক্ষেত্রে তার প্রতিফলন দেখতে পাওয়া উচিৎ নয়,” জানিয়েছেন তিনি।
পিসিবি’কে বোঝানোর চেষ্টায় ICC-
টিম ইন্ডিয়া যদি পড়শি দেশে শেষমেশ খেলতে না যায়, তাহলে তাদের বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) আয়োজনের দাবী উঠেছে। বিকল্প হিসেবে সুযোগ দেওয়া হোক শ্রীলঙ্কা’কে, সওয়াল করেছেন পাক নেটিজেনদের একটা অংশ। কিন্তু বাণিজ্যিক বা অর্থনৈতিক কারণে তা যে সম্ভব নয় তা বিলক্ষণ জানে আইসিসি’ও। স্পন্সরশিপ ও সম্প্রচারসত্ত্বের সিংহভাগ আসবে ভারত থেকে। তা হাতছাড়া করার কোনো ইচ্ছা নেই তাদের। সংবাদমাধ্যম ANI জানিয়েছে যে পিসিবি’কে হাইব্রিড মডেলে সায় দেওয়ার ব্যাপারেই চাপ দিচ্ছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। যদি মহসীন নকভি’রা আইসিসি’র বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নিজেদের অবস্থানে অনড় থাকে, তাহলে সমগ্র চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।