CT 2025: আগামী ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। পাকিস্তানের লাহোর, করাচী ও রাওয়ালপিন্ডিতে আয়োজিত হতে চলেছে এবারের টুর্নামেন্ট। তবে পড়শি দেশে যেতে অসম্মত হয়েছে ভারতীয় শিবির। বিসিসিআই-এর দাবীমত তাদের ম্যাচগুলি সরিয়ে দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের দুবাইতে। সেখানেই ২০ তারিখ অভিযান শুরু করছে ‘মেন ইন ব্লু।’ প্রথম গ্রুপ ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ (IND vs BAN)। এরপর ২৩ তারিখ রয়েছে মহারণ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে দুই দেশের। ফলে বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) মত বহুদেশীয় টুর্নামেন্টগুলিতেই একমাত্র মুখোমুখি হয় উপমহাদেশের দুই ক্রিকেটীয় শক্তি। বাইশ গজের এল-ক্লাসিকো ঘিরে তাই এবারও আগ্রহ চরমে। ২ মার্চ গ্রুপে ভারতের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের (IND vs NZ) বিপক্ষে।
Read More: ইংল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজের দল ঘোষণা ভারতের, সুযোগ পেলেন ৫ ব্যাটার, ৪ অলরাউন্ডার, ২ উইকেটরক্ষক !!
আকাশ ছুঁলো ভারত-পাক টিকিটের দাম-
টুর্নামেন্টের (CT 2025) আর বাকি ঠিক দুই সপ্তাহ। গত ২৮ তারিখ থেকে পাকিস্তানে আয়োজিত হতে চলা ম্যাচগুলির টিকিট বিক্রয় শুরু করে দিয়েছে পিসিবি। আর চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) যে ম্যাচগুলি আয়োজিত হবে দুবাইতে, সেগুলির টিকিট বিক্রি শুরু হয়েছে গত ৩ ফেব্রুয়ারি থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি গ্লোবাল স্পোর্টস ট্র্যাভেল সংস্থার ওয়েবসাইট থেকেও মিলছে টিকিট। দাম সাধারণের সাধ্যের মধ্যেই রাখার চেষ্টা করেছে পিসিবি ও আইসিসি। নিউজিল্যান্ড (PAK vs NZ) ও বাংলাদেশের বিপক্ষে (PAK vs BAN) আয়োজক দেশ পাকিস্তানের ম্যাচগুলির নূন্যতম টিকিট মূল্য রাখা হয়েছে ২০০০ পিকেআর। ভারতীয় টাকার মূল্যে সংখ্যাটা ১২০০ টাকার মত। এছাড়া ৪০০০, ১২০০০, ১৫০০০, ১৮০০০, ২০০০০ ও ২৫০০০ পিকেআর মূল্যের টিকিটের ব্যবস্থা থাকছে।
আয়োজক দেশ ছাড়া অন্য দলগুলির ম্যাচের ক্ষেত্রে নূন্যতম টিকিট মূল্য রাখা হয়েছে ১০০০ পিকেআর (ভারতীয় টাকায় ৬০০ টাকা)। ৫ মার্চের সেমিফাইনালের ক্ষেত্রে টিকিটের দাম শুরু হচ্ছে ২৫০০ পিকেআর থেকে। দুবাইতে আয়োজিত ম্যাচগুলির ক্ষেত্রে অবশ্য বহুগুণ বাড়ছে টিকিটের দাম। ভারত-বাংলাদেশ, ভারত-নিউজিল্যান্ড অথবা ৫ মার্চের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ গ্যালারিতে বসে দেখতে হলে পকেট থেকে খসাতে হবে অন্তত ২৫০ দিরহাম। ভারতীয় টাকায় যা প্রায় ৬০০০ টাকা। ভারত-পাক মেগা দ্বৈরথের ক্ষেত্রে নূন্যতম টিকিট মূল্য ৫০০ দিরহাম অর্থাৎ প্রায় ১২০০০ টাকা। পাক সংবাদমাধ্যম জিও টিভি সূত্রে জানা গিয়েছে যে সর্বোচ্চ টিকিট মূল্য থাকছে ১২৫০০ দিরহাম। ভারতীয় টাকার অঙ্কে যার মূল্য ২ লক্ষ ৯৬ হাজার ৮৮২ টাকা ২৫ পয়সা। এছাড়া ৩৫০, ৪৫০, ৭৫০, ১০০০, ১২৫০, ২০০০, ২২০০, ২৭৫০, ৫০০০ দিরহামের টিকিটও রয়েছে।
আদৌ তৈরি স্টেডিয়াম? রয়েছে প্রশ্ন-
চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) উপলক্ষ্যে পরিকাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে পিসিবি। পাকিস্তানে যে তিনটি ভেন্যুতে ম্যাচ হবে অর্থাৎ লাহোর, করাচী ও রাওয়ালপিন্ডিতে জোরকদমে চলছে কাজ। প্রথমে শোনা গিয়েছিলো যে ১৫ তারিখের মধ্যে কাজ সম্পূর্ণ করতে পারবেন মহসীন নকভিরা (Mohsin Naqvi)। কিন্তু আইসিসি’র সেই ডেডলাইন ‘মিস’ করে বাবর আজমদের দেশের ক্রিকেট সংস্থা। ১০ দিনের বাড়তি সময় দেওয়া হয়েছিলো তাদের। কিন্তু সেই সময়কালের মধ্যেও সম্পূর্ণ কাজ করে উঠতে পারে নি পিসিবি। ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শকাসনে, জমে থাকা নির্মাণ সামগ্রীর ছবি প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এখনও পর্যন্ত সম্পূর্ণ নয় তিন স্টেডিয়ামই। চলতি সপ্তাহে কাজ শেষ না হলে আইসিসি আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা সেদিকেই তাকিয়ে সকলে।