ct-2025-harshit-may-return-for-final

CT 2025: লাহোরের মাঠে গতকাল দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ফাইনালে কিউই শিবির। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো নিউজিল্যান্ড। উইল ইয়ং সাফল্য না পেলেও জোড়া শতরান করেন রচিন রবীন্দ্র (Rachin Ravindra) ও কেন উইলিয়ামসন। ডেথ ওভারে গ্লেন ফিলিপসের ঝোড়ো ৪৯-এর সৌজন্যে ৩৬২ রান স্কোরবোর্ডে তোলে ব্ল্যাক ক্যাপসরা। তাড়া করতে নেমে শুরুতে রায়ান রিক্‌লটন’কে খোয়ালেও তেম্বা বাভুমা ও রাসি ফান দার ডুসেনের জোড়া অর্ধশতক লড়াইতে ফিরিয়েছিলো দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু ডোবালো মিডল অর্ডার। ৬৭ বলে অপরাজিত ১০০ করে ডেভিড মিলার (David Miller), তা সত্ত্বেও ৩১২তেই থামে প্রোটিয়া শিবির। গ্রুপ পর্বের ম্যাচে এর আগে মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। সেবার জিতেছিলো ‘মেন ইন ব্লু।’ ফাইনালে কি হয় সেদিকে তাকিয়ে সকলে।

Read More: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার জের, ওয়ান ডে থেকে অবসর নিলেন কিংবদন্তি তারকা !!

ফাইনালের একাদশে ফিরছেন হর্ষিত-

Harshit Rana | Image: Getty Images
Harshit Rana | Image: Getty Images

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী রবিবার রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) বহুপ্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি। কিউই বধের হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ও সেমিফাইনালে চার স্পিনারের স্ট্র্যাটেজি নিয়েছিলেন তিনি। মন্থর, ঘূর্ণি পিচে সেই পরিকল্পনা কার্যকরীও হয়েছিলো। কিন্তু ফাইনালে হয়ত তা থেকে সামান্য সরতে পারেন ‘গুরু’ গম্ভীর (Gautam Gambhir)। একজন স্পিনার কমিয়ে বাড়তি পেসার খেলানো হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ উইকেট নিয়েছেন শামি। ফাইনালে তাঁর সাথে ফ্রন্টলাইন ফাস্ট বোলার হিসেবে জুড়ে দেওয়া হতে পারে হর্ষিত রাণা’কে (Harshit Rana)। চার স্পিনার নীতির কারণে শেষ দুটি ম্যাচে রিজার্ভ বেঞ্চে ছিলেন দিল্লীর তরুণ তুর্কি। ফাইনালে নিজের জায়গা ফিরে পেতে পারেন তিনি। সাথে তৃতীয় পেস বিকল্প হিসেবে থাকছেন হার্দিক পান্ডিয়াও।

ফাইনালে একাদশের গভীরতা বাড়াতেই হর্ষিত’কে (Harshit Rana) খেলানো হতে পারে। প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিমধ্যে শতরান হাঁকিয়েছেন দিল্লীর তরুণ। তাঁর ব্যাটিং গড় ৩৪.০০। ফাস্ট বোলিং-এর পাশাপাশি নয় নম্বরে নেমে ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিতে পারেন তিনি। হর্ষিতকে জায়গা করে দেওয়ার জন্য সাজঘরে বসতে পারেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) এখনও পর্যন্ত বিশেষ সাফল্য পান নি তিনি। চারটি ম্যাচের মধ্যে দু’টিতে ছিলেন উইকেটশূন্য। অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী’রা থাকায় কুলদীপের অভাব আদৌ অনুভূত হবে না বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। ব্যাটিং অর্ডারে কোনোরকম রদবদলের যদিও সম্ভাবনা নেই। অফ ফর্ম সত্ত্বেও ওপেন করবেন রোহিত শর্মা’ই। সঙ্গী হচ্ছেন শুভমান গিল। তিন ও চারে কোহলি ও শ্রেয়সকে দেখা যাবে। পাঁচে অক্ষর, ছয়ে রাহুল, সাত ও আটে হার্দিক ও জাদেজার খেলার সম্ভাবনা।

ট্রাম্প কার্ড হতে পারেন বরুণ-

Varun Chakravarthy and Rohit Sharma | CT 2025 | Image: Getty Images
Varun Chakravarthy and Rohit Sharma | CT 2025 | Image: Getty Images

চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ফাইনাল জিততে বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) উপর আস্থা রাখতে পারেন কোচ গম্ভীর। ২০২১-এ দেশের জার্সিতে অভিষেক হয়েছিলো তাঁর। ৬টি টি-২০ খেলার পর কার্যত হারিয়েই গিয়েছিলেন। আইপিএল পারফর্ম্যান্সের সুবাদে গম্ভীরই তাঁকে আন্তর্জাতিক আঙিনায় ‘দ্বিতীয় সুযোগ’ দেন। আর পিছনে ফিরে তাকাতে হয় নি বরুণকে। বল হাতে গত কয়েক মাসে যেন পুনর্জন্ম হয়েছে তামিলনাড়ুর রহস্য স্পিনারের। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের বিরুদ্ধে কুড়ি-বিশের ফর্ম্যাটে দারুণ পারফর্ম করায় ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ দেওয়া হয় ওয়ান ডে’তে। পঞ্চাশ ওভারেও দারুণ সফল তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৪২ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সেমিফাইনালে মারমুখী ট্র্যাভিস হেড’কে (Travis Head) ফিরিয়ে ভারতের জয়ের পথ মসৃণ করেছিলেন বরুণ। ফাইনালেও জ্বলে উঠবেন তিনি, আশাবাদী টিম ম্যানেজমেন্ট। স্বপ্ন দেখছেন সমর্থকেরাও।

Also Read: CT 2025: সেমিফাইনালে ভারতের কাছে হারের জের, অধিনায়কত্ব হারালেন স্টিভ স্মিথ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *