ct-2025-hardik-shami-show-their-phone

চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) দুর্দান্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। গত বৃহস্পতিবার দুবাইতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিলো তারা। প্রতিবেশী দেশের বিপক্ষে ৪ উইকেটে জিততে বিশেষ কাঠখড় পোড়াতে হয় নি রোহিত শর্মা’র দল’কে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের পক্ষেও সম্ভব হয় নি ‘মেন ইন ব্লু’র অশ্বমেধের ঘোড়ার লাগাম টেনে ধরা। বিরাট কোহলির অপরাজিত শতরানে ভর করে ৪৫ বল বাকি থাকতেই ২৪২-এর লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা। আগামী রবিবার গ্রুপে শেষ ম্যাচ ভারতীয় দলের। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কিন্তু ইতিমধ্যেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যাওয়ায় বেশ চাপমুক্ত ক্রিকেটাররা। মধ্যপ্রাচ্যে ফুরফুরে মেজাজেই রয়েছেন তাঁরা। সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে মনের পাশাপাশি নিজের ফোনের দরজাও খুললেন মহম্মদ শামি (Mohammed Shami), হার্দিক পান্ডিয়া, শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), রবীন্দ্র জাদেজারা।

Read More: IPL 2025: দুই জন অধিনায়ককে নিয়ে আইপিএলে নামতে চলছে KKR, রাহানের সঙ্গে এই তারকা দেবেন টক্কর !!

কি রয়েছে ফোনে? জানালেন তারকারা-

Hardik Pandya | CT 2025 | Image: Getty Images
Hardik Pandya | Image: Getty Images

টুর্নামেন্টের মাঝে বেশ কয়েকদিনের বিরতি পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। অনুশীলনের পাশাপাশি সমানতালে মিডিয়া ডিউটিও করছেন তাঁরা। স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হার্দিক, শামি’রা (Mohammed Shami)। নিজেদের পছন্দের গান, ফোনের ওয়ালপেপার বা গ্যালারির শেষ ছবি অনুরাগীদের সাথে ভাগ করে নিলেন তাঁরা। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ফোনের ওয়ালপেপারে রয়েছে পুত্র অগস্ত্যের সাথে তাঁর একটি ছবি। সন্তানের ছবি ওয়ালপেপারে রেখেছেন মহম্মদ শামিও। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) আবার মায়ের সাথে নিজের ছোটোবেলার একটি ছবি রেখেছেন ওয়ালপেপারে। ‘স্যর’ জাদেজার অবস্থান অবশ্য সম্পূর্ণ ভিন্ন মেরুতে। নিজের আইফোনের ওয়ালপেপারে কোনো ছবিই রাখেন নি তিনি। কালো স্ক্রিন দেখিয়েছেন সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরাকে।

ক্রিকেটারদের পছন্দের গান কি? প্রশ্ন রেখেছিলেন সঞ্চালিকা সাহিবা বালি (Sahiba Bali)। মহম্মদ শামি জানান সাধারণত অরিজিৎ সিং-এর গান’ই ফোনে চালাতে পছন্দ করেন তিনি। জাদেজা (Ravindra Jadeja) জানান সাম্প্রতিক কালে তাঁর পছন্দের তালিকায় এক নম্বরে থাকবে আঁখিও কে ঝরোখোঁ সে। শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) পছন্দ অনুভ জৈনের ‘জো তুম মেরে হো।’ একই প্রশ্ন হার্দিক পান্ডিয়াকেও (Hardik Pandya) করেছিলেন সাহিবা। তিনি জানান ফোনে সাধারণত ‘হনুমান চালিশা’ শুনতেই পছন্দ করেন তিনি। সাক্ষাৎকারের ভিডিও’টি এক্স (পূর্বতন ট্যুইটার) হ্যান্ডেলে প্রকাশ করেছে স্টার স্পোর্টস। অল্প সময়ের মধ্যেই বেশ ভাইরাল হয়েছে তা। প্রতিবেদন লেখার সময় অবধি এক হাজার ছাড়িয়েছে ‘লাইক’-এর সংখ্যা। রীতিমত লাফিয়ে লাগিয়ে বাড়ছে তা।

দেখুন সেই ভিডিও’টি-

এক ভেন্যুতে কেন ভারত? তুঙ্গে বিতর্ক-

Rohit Sharma and Pat Cummins | Image: Getty Images
Rohit Sharma and Pat Cummins | Image: Getty Images

খাতায়-কলমে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আয়োজক পাকিস্তান। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট না হওয়ায় পড়শি দেশে যেতে রাজী হয় নি বিসিসিআই। দীর্ঘ টালবাহানার পর শেষমেশ শর্তসাপেক্ষে হাইব্রিড মডেলে রাজী হয়েছে পিসিবি। ভারতের ম্যাচগুলি সরে গিয়েছে দুবাইতে। নক-আউট পর্ব এমনকি ফাইনালও অন্য কোথাও গিয়ে খেলতে হবে না রোহিত-কোহলিদের। অন্যান্য দলগুলিকে যখন ছুটে বেড়াতে হচ্ছে রাওয়ালপিন্ডি, করাচী বা লাহোর, এমনকি উড়ে যেতে হচ্ছে দুবাইতে, সেখানে ভারতের জন্য বিশেষ ব্যবস্থা কেন? প্রশ্ন তুলেছে ক্রিকেটমহলের একটা বড় অংশ। প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার জোনাথন অ্যাগনিউ এবিসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “জানি না ভারত আর কতদিন এমন জামাই আদর পাবে। এভাবে চলতে পারে না।” ‘প্রহসন’-এ পরিণত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025), ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। অসন্তোষ ব্যক্ত করেছেন প্যাট কামিন্সও।

Also Read: CT 2025: “বাড়তি সুবিধা পাচ্ছে ভারত…” অভিযোগ প্যাট কামিন্সের, ভুয়ো খবর নিয়েও সরব হলেন ট্যুইটারে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *