ct-2025-gavaskar-picks-indian-squad

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ঢাকে পড়ে গিয়েছে কাঠি। আগামী মাসের ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। অংশগ্রহণকারী আট দলের মধ্যে ভারত (Team India) ও পাকিস্তান বাদে সব শিবিরই সামনে এনেছে স্কোয়াড। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর টেস্ট সিরিজে হারের পর দল নির্বাচনের ক্ষেত্রে খানিক সময় নিতে চাইছেন ভারতীয় নির্বাচকেরা। তারকাদের অফ ফর্ম, চোট-আঘাতের মত বিষয়গুলি পর্যালোচনার পর আগামী ১৮ বা ১৯ তারিখ প্রকাশ করা হতে পারে ১৫ সদস্যের স্কোয়াড, খবর মিলেছে সংবাদসংস্থা ক্রিকবাজ মারফত। কারা দুবাইগামী বিমানের টিকিট হাতে পাবেন তা নিয়ে আপাতত জোর চর্চা ক্রিকেটদুনিয়ায়। সম্প্রতি স্টার স্পোর্টসকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের পছন্দের পনেরোজনকে বেছে নিলেন কিংবদন্তি সুনীল গাওস্কর’ও (Sunil Gavaskar)।

Read More: নিয়তির পরিহাস ! ‘বাতিল’ রাহানের নেতৃত্বেই রঞ্জি খেলবেন রোহিত, জানিয়ে দিলেন MCA কর্তা !!

নির্বাচকের ভূমিকায় সুনীল গাওস্কর-

Indian Cricket Team | CT 2025 | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। উপস্থিত ছিলেন ইরফান পাঠান’ও। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আদর্শ স্কোয়াড কেমন হতে পারে? ধারণা দেওয়ার চেষ্টা করেছেন তাঁরা। অফ ফর্ম সত্ত্বেও রোহিত শর্মাকেই (Rohit Sharma) অধিনায়কের ভূমিকায় দেখতে চেয়েছেন গাওস্কররা। আরেক মহাতারকা বিরাট কোহলির (Virat Kohli) সুযোগ পাওয়া নিয়েও সন্দেহ নেই তাঁদের মনে। টপ-অর্ডারে রেখেছেন শুভমান গিলকেও (Shubman Gill)। বছর ২২-এর যশস্বী জয়সওয়ালকেও (Yashasvi Jaiswal) একদিনের ক্রিকেটে জায়গা করে দেওয়ার সময় হয়েছে বল মত তাঁদের। মিডল অর্ডার নিয়ে গভীর বিশ্লেষণের পথে হেঁটেছেন গাওস্কর। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও কে এল রাহুলকে (KL Rahul) প্রয়োজন রয়েছে টিম ইন্ডিয়ার, মনে করেন ‘লিটল মাস্টার।’

“সাম্প্রতিক অতীতে যাঁরা ভালো খেলেছেন, আমি তাঁদের নাম বলবো। পঞ্চাশ ওভারের বিশ্বকাপে কে এল রাহুল দুর্দান্ত খেলেছে। শ্রেয়স আইয়ার-বিশ্বকাপে ও যেভাবে খেলেছে, তাতে আমার মনে হয় ওর পাশেও দাঁড়ানো উচিৎ। আমি নিঃসন্দেহে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুইজনকে চাইবো। আমার মতে চার নম্বরে শ্রেয়সের খেলা উচিৎ। পাঁচ নম্বরে কে এল রাহুল আর ছয় নম্বরে খেলা উচিৎ ঋষভ পন্থের,” বলেছেন গাওস্কর (Sunil Gavaskar)। কেরলের সঞ্জু স্যামসনকেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারতীয় দলে দেখতে চান তিনি। “সঞ্জু স্যামসন একের পর এক শতরান করেছে, ওর’ও স্কোয়াডে থাকা উচিৎ। দেশের হয়ে যিনি নিয়মিত শতরান করছেন তাঁকে কি করে অগ্রাহ্য করবেন আপনি?” প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন প্রাক্তন টিম ইন্ডিয়া (Team India) অধিনায়ক।

দলে ভারসাম্য থাকুক, চান গাওস্কররা-

Indian Cricket Team | CT 2025 | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারতীয় দলের ব্যাটিং ও বোলিং শক্তির মধ্যে ভারসাম্য থাকুক, চাইছেন সুনীল গাওস্কর ও ইরফান পাঠান। হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) রেখেই স্কোয়াড সাজিয়েছেন তাঁরা। এছাড়া স্পিন বিভাগে রেখেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও কুলদীপ যাদবকে । “রবীন্দ্র জাদেজা যদি আট নম্বরে থাকেন তাহলে ব্যাটিং ও বোলিং-এর মধ্যে ভারসাম্য রক্ষিত হয়। একজন পেস বোলিং অলরাউন্ডারকে বিকল্প হিসেবে রাখলেও ভালো হয়। নীতিশ কুমার রেড্ডি বেশ ভালো ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়াতে পারফর্ম করা সহজ নয়। ও সেখানে বেশ ভালো খেলেছে,” মন্তব্য করেছেন ইরফান পাঠান। জসপ্রীত বুমরাহ’র পিঠের চোট নিয়ে অনিশ্চয়তা রয়েছে, তার পরেও তাঁকেই পেস বিভাগের প্রথম পছন্দ মনে করছেন দুই প্রাক্তনী। চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) স্কোয়াডে রেখেছেন মহম্মদ শামিকেও। “তৃতীয় পেস বিকল্প হতে পারেন মহম্মদ সিরাজ,” জানিয়েছেন তাঁরা।

এক নজরে স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, নীতিশ কুমার রেড্ডি।

Also Read: CT 2025 Squad Analysis: চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা কিউইদের, ‘নিউ লুক’ নিউজিল্যান্ডের ভরসা ‘টিম স্পিরিট’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *