আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। গ্রুপ-এ’তে ভারতের প্রথম ম্যাচ প্রতিবেশী বাংলাদেশের বিরুদ্ধে। ২৩ তারিখ দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ২ মার্চ শেষ ম্যাচটি রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। টুর্নামেন্ট শুরুর এক মাস আগেই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। টি-২০ বিশ্বকাপের পর অধিনায়ক হিসেবে আরও একটি আইসিসি ট্রফি জয়ের সুযোগ রয়েছে রোহিতের (Rohit Sharma) সামনে। দলে রয়েছেন কোহলি-হার্দিক-রাহুলদের মত তারকারাও। ধারে-ভারে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হওয়া সত্ত্বেও স্বস্তিতে নেই সমর্থকেরা। কারণ ঘরে-বাইরে সাম্প্রতিক ফর্ম ভালো নয় ‘মেন ইন ব্লু’র। প্রকাশ্যে এসেছে সাজঘরের সঙ্কট’ও। শত বাধা উপেক্ষা করে দুবাইয়ের মাঠে কি ইতিহাস গড়তে পারবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা (Virat Kohli)? আশা-আশঙ্কার দোলাচলের মাঝেই নিজের মতামত জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
Read More: CT 2025: রোহিতের পছন্দেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে যশস্বী, সুযোগ প্রাপ্য ছিলো এই তারকার !!
টিম ইন্ডিয়াকে নিয়ে আশাবাদী সৌরভ-
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে ০-৩ ফলে টেস্ট সিরিজ হেরেছে টিম ইন্ডিয়া (Team India)। অস্ট্রেলিয়া সফরে গিয়েও জুটেছে ব্যর্থতা। পার্থ-এ প্রথম টেস্টে জেতার পর অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে হেরে হারাতে হয়েছে বর্ডার-গাওস্কর ট্রফি। এক দশক পর ব্যাগি গ্রিনদের বিরুদ্ধে হাতছাড়া হয়েছে টেস্ট সিরিজ। এই ধারাবাহিক ব্যর্থতার প্রভাব কি পড়বে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) পারফর্ম্যান্সে? এই আশঙ্কাই এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেটমহলে। গতকাল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB) একটি অনুষ্ঠানে বিষয়টি নিয়ে মুখ খোলেন প্রাক্তন টিম ইন্ডিয়া অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। লাল বলের ক্রিকেটে খানিক হোঁচট খেতে হয়েছে ঠিকই, কিন্তু তার প্রভাব পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে পড়বে না, জানিয়েছেন আশাবাদী সৌরভ।
বিরাট কোহলির (Virat Kohli) অফ ফর্ম নিয়ে সৌরভকে প্রশ্ন করেছিলেন সঞ্চালক বোরিয়া মজুমদার। কথাপ্রসঙ্গে আলোচনায় উঠে আসে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) বিষয়টি। সৌরভ (Sourav Ganguly) বলেন, “…চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলির ফর্ম নিয়ে আমি বিশেষ চিন্তিত নই। আমি আগেও বলেছি যে সাদা বলের ক্রিকেটে ও হয়ত সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। ও এই টুর্নামেন্টে অবশ্যই রান পাবে। ভারতীয় পরিবেশেও সাফল্য পাবে।” এরপরেই চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) বিষয়ে বড় ভবিষ্যদ্বাণী করেন ‘প্রিন্স অফ ক্যালকাটা।’ জানান, “বিশেষ করে পঞ্চাশ ও কুড়ি ওভারের বিশ্বকাপের দুর্দান্ত পারফর্ম্যান্সের পর আমার মতে ভারত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম দাবীদার।” তবে টেস্টে যে উন্নতি প্রয়োজন তা স্পষ্ট করেছেন তিনি।
রোহিত-বিরাটকে নিয়ে অকপট মহারাজ-
ফর্ম হারিয়ে ধুঁকছেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সিরিজে ২৩.৭৫ গড়ে বিরাট করেছেন মাত্র ১৯০ রান। রোহিতের পরিসংখ্যান আরও খারাপ। ৬.২০ গড়ে তাঁর সংগ্রহ মাত্র ৩১ রান। এই অন্ধকারকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) আলোয় ফিরতে পারবেন দুই মহাতারকা? আশা ছাড়ছেন না সৌরভ। অফ স্টাম্পের বাইরের লেন্থ ভোগাচ্ছে বিরাট’কে। অনুজের জন্য মহারাজের পরামর্শ, “অস্ট্রেলিয়াতে ও যেভাবে ব্যাটিং করেছে তাতে আমি অবাকই হয়েছে। পার্থ-এর শতরানের পর ভেবেছিলাম বাকি সিরিজটায় ও ভালো করবে। প্রত্যেক খেলোয়াড়েরই নিজস্ব শক্তি-দুর্বলতা থাকে। সেই দুর্বলতাগুলোর সাথে মানিয়ে নিয়ে কি করে ভালো বোলারদের মোকাবিলা করা যায় সেটাই আসল।” রোহিতকে নিয়ে তাঁর মন্তব্য, “সাদা বলের খেলায় রোহিত দুর্দান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্য রোহিতকে দেখতে পাবেন।”
দেখে নিন সৌরভের সাক্ষাৎকার-
🚨Breaking
Virat is the best white ball cricketer the world has seen: Sourav Ganguly#CricketTwitter #ViratKohli𓃵 #ChampionsTrophy2025 #SouravGanguly pic.twitter.com/sfdXuIjQVr
— RevSportz Global (@RevSportzGlobal) January 20, 2025