ct-2025-final-nz-innings-report-vs-ind , ind vs nz
IND vs NZ | Image: Getty Images

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ফাইনালে আজ সম্মুখসমরে ভারত ও নিউজিল্যান্ড। ইতিমধ্যেই চলতি টুর্নামেন্টের গ্রুপ পর্বে একবার মুখোমুখি হয়েছে দুই দল। সেবার জিতেছিলো ভারতীয় দলই। আজ খেতাবী যুদ্ধে কি হবে ফলাফল সেদিকেই তাকিয়ে সকলে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছে কিউই শিবির। ওপেন করতে নেমে আশা জাগিয়েছিলেন রচিন রবীন্দ্র ও উইল ইয়ং। একটা সময় নিউজিল্যান্ডের রান রেট ছুঁয়েছিলো ওভারপ্রতি সাত রান। অবস্থা বেগতিক দেখে স্পিনারদের আক্রমণে আনেন রোহিত শর্মা। খেলার মোড় ঘুরে যায় তাতেই। বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবদের নিয়ন্ত্রিত বোলিং-এ চাপ বাড়ে ব্ল্যাক ক্যাপসদের উপর। উইলিয়ামসন, টম ল্যাথাম’রা রান পান নি। ড্যারিল মিচেলের মন্থর অর্ধশতক’ও বড় রানের ইমারত গড়তে পারে নি আজ। শেষমেশ নির্ধারিত পঞ্চাশ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৫১ রান তুলেই থেমেছে নিউজিল্যান্ড।

Read More: CT 2025 IND vs NZ: “নিয়েই বা গেলো কেন …” ফাইনালেও একাদশে নেই পন্থ-ওয়াশিংটন, সমাজমাধ্যমে আক্ষেপ অনুরাগীদের !!

রচিন ফিরতেন আগ্রাসনে ভাটা কিউইদের-

Rachin Ravindra | CT 2025 | Image: Getty Images
Rachin Ravindra | CT 2025 | Image: Getty Images

দুবাইয়ের মাঠে দুর্দান্ত গতিতে এগোচ্ছিলো উইল ইয়ং ও রচিন রবীন্দ্রের (Rachin Ravindra) ওপেনিং জুটি। আগ্রাসী ভূমিকায় ছিলেন ভারতীয় বংশোদ্ভূত তরুণ’ই। কব্জির মোচড়ে মিড অন দিয়ে মহম্মদ শামিকে পাঠিয়েছিলেন বাউন্ডারির ঠিকানায়, হার্দিক পান্ডিয়া’র বলে ফ্রন্ট-ফুট পুল মেরে হাঁকিয়েছিলেন ছক্কাও। ভাগ্যের সঙ্গও আজ দুবাইতে পেলেন তিনি। তাও একবার নয়, দুই বার। নিজের বোলিং-এর ফলো থ্রু’তে সহজ ক্যাচ হাতছাড়া করেন মহম্মদ শামি (Mohammed Shami)। বরুণ’কে স্লগ স্যুইপ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন রচিন। শূন্যে শরীর ভাসিয়েও ক্যাচ ধরতে পারেন নি শ্রেয়স আইয়ার। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু’টি দুর্দান্ত শতরান করেছেন কিউই অলরাউন্ডার। আজও ফিল্ডিং-এর দোষে দুইবার তিনি জীবন ফিরে পাওয়ায় আশঙ্কা বেড়েছিলো ভারতীয় সমর্থকদের মধ্যে। শেষমেশ একাদশতম ওভারে কুলদীপ যাদব বোল্ড করেন তাঁকে।

ব্যাটিং অর্ডারে ভাঙন অবশ্য প্রথম ধরান বরুণ চক্রবর্তী (Varun Charavarthy)। অষ্টম ওভারের পাঁচ নম্বরে ডেলিভারিতে আউট করেন উইল ইয়ং-কে। ২৩ বলে ১৫’র বেশী করতে পারেন নি তিনি। রচিন আউট হওয়ার কিছুক্ষণের মধ্যেই সাজঘরের পথ ধরেন কেন উইলিয়ামসন’ও। প্রাক্তন কিউই অধিনায়ক চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিরুদ্ধে করেছিলেন ৮১ রান। আজ ১১ করেই থামতে হলো তাঁকে। কুলদীপের (Kuldeep Yadav) বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে বসেছিলেন ডান হাতি ব্যাটার। নিউজিল্যান্ড মিডল অর্ডারকেও মাথা তুলতে দেন নি ভারতের স্পিনাররা। রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন ড্যারিল মিচেল। অর্ধশতকের গণ্ডীও পেরোন তিনি। কিন্তু তাঁর মন্থর ইনিংস পালটা চাপে ফেলতে পারে নি টিম ইন্ডিয়াকে। ৬৩ রান করতে ১০১ বল খরচ করেছেন মিচেল। মেরেছেন মাত্র তিনটি বাউন্ডারি। ব্যর্থ টম ল্যাথাম’ও। ৫২ বলে ৩৪ করে থামেন গ্লেন ফিলিপস।

চক্রব্যূহ ভেঙে অর্ধশতক ব্রেসওয়েলের-

Michael Bracewell | CT 2025 | Image: Getty Images
Michael Bracewell | CT 2025 | Image: Getty Images

 কোচ গম্ভীরের চার স্পিনারের স্ট্র্যাটেজি কার্যকরী হয়েছে আজও। ১০ ওভারে ৪৫ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। ৪০ রান খরচ করে জোড়া সাফল্য কুলদীপের ঝুলিতেও। কৃপণ বোলিং করেছেন অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজাও। অক্ষর উইকেট না পেলেও একটি সাফল্য জাদেজার। পেসারদের পরিসংখ্যান অবশ্য সম্পূর্ণ উলটো। দশ ওভারে ৭৪ রান হজম করেছেন মহম্মদ শামি। পেয়েছেন একটি মাত্র উইকেট। ইকোনমি রেট ৭.৪০। হার্দিক তিন ওভারে বিলিয়েছেন ৩০। ইকোনমি ১০.০০। দুই ফ্রন্টলাইন পেসারের বিরুদ্ধে ঝড় তুলেই নিউজিল্যান্ডের স্কোর ২৫০ পার করালেন মাইকেল ব্রেসওয়েল (Michael Bracewell)। নিজে পেরোলেন অর্ধশতকের গণ্ডী’ও। স্যান্টনার, রচিন, ফিলিপস, ব্রেসওয়েল-কিউইদের অস্ত্রাগারেও মজুত স্পিন অস্ত্র। জিততে গেলে ম্যাট হেনরি-হীন পেস বিভাগকেই নিশানা করতে হবে রোহিত, কোহলিদের।

Also Read: CT 2025 IND vs NZ: হেডের পর এবার রচিন, আবারও ক্যাচ ফস্কে ভারতের চাপ বাড়ালেন মহম্মদ শামি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *