CT 2025

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ফাইনালে ২৫২ তাড়া করতে নেমে ভারত যে গতিতে শুরুটা করেছিলো, তাতে মনে হয়েছিলো ম্যাচ বুঝি পঞ্চাশ ওভারের নয় বরং কুড়ি ওভারের। প্রথম ওভারের দ্বিতীয় বলেই গগনচুম্বী ছক্কা হাঁকান রোহিত শর্মা। স্পিন সহায়ক পিচে নিউজিল্যান্ডের তিন পেসার-উইলিয়াম ও’রোর্ক, নাথান স্মিথ ও কাইল জেমিসনের উপর চড়াও হন তিনি। ৪১ বলে সম্পূর্ণ করেন অর্ধশতক। অপর প্রান্তে অধিনায়ককে যোগ্য সঙ্গত করছিলেন শুভমান গিল’ও। দুজনের জুটিতে ১৮ ওভারের মধ্যেই ১০০ পেরিয়ে গিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ কিন্তু চাপ বাড়লো মিচেল স্যান্টনারের বলে শুভমান আউট হতেই। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে শতরান করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ম্যাচ জেতানো ৮৪ করেছিলেন সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও। কিন্তু ফাইনালে ‘ল অফ অ্যাভারেজ’-এর কাঁটা বিঁধলো তাঁকে। আউট হলেন ১ করেই।

Read More: CT 2025 IND vs NZ: “দুবাইতে মরুঝড়…” ধুন্ধুমার অর্ধশতক রোহিতের, অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ নেটজনতা !!

দুবাইয়ের দ্বৈরথে প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সতীর্থ মাইকেল ব্রেসওয়েল’ই ‘পথের কাঁটা’ হয়ে দাঁড়ালো বিরাটের জন্য। কিউই অলরাউন্ডারের ডেলিভারি লেগ সাইডে ঠেলে দিতে চেয়েছিলেন ভারতীয় তারকা। কিন্তু ব্যাটের নাগাল এড়িয়ে তা আছড়ে পড়ে পিছনের পায়ের প্যাডে। ব্ল্যাক ক্যাপসদের আপিলে সাড়া দিয়েছিলেন আম্পায়ার। নন-স্ট্রাইকার রোহিতের সাথে আলোচনার পর ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত নেন মরিয়া কোহলি (Virat Kohli)। কিন্তু শেষরক্ষা হয় নি তাতে। তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন আউটের সিদ্ধান্তই বহাল রাখেন। ১০৫ রানে ভেঙেছিলো ভারতের ওপেনিং জুটি। দ্বিতীয় উইকেট যখন পড়লো তখন স্কোরবোর্ডে ১০৮ রান। ২০০০ সালে এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দীর্ঘসময় এগিয়ে থাকার পরেও নাইরোবিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হাতছাড়া হয়েছিলো টিম ইন্ডিয়ার। দল দ্রুত উইকেট হারানোয় সেই আশঙ্কা উঁকি দিতে শুরু করেছে সমর্থকদের মনে।

আজকের ম্যাচে প্রচুর প্রত্যাশা ছিলো বিরাট কোহলির (Virat Kohli) থেকে। কিন্তু তিনি ব্যর্থ হওয়ায় মন ভেঙেছে অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেখা গিয়েছে সেই হতাশার প্রতিফলন। ‘ম্যাচের গুরুত্ব বুঝে আরও একটু সময় নিয়ে খেলা উচিৎ ছিলো,’ লিখেছেন একজন। ‘উপমহাদেশের সেরা ব্যাটার স্পিনের বিরুদ্ধে দুর্বল, বছর দশেক আগেও এমনটা ভাবা যেত না,’ লিখেছেন আরও একজন। ‘রোহিতের একজন সঙ্গী প্রয়োজন ছিলো। বিরাট সেই ভূমিকাটা নিতে পারলো না,’ মন খারাপ ব্যক্ত করেছেন এক অনুরাগী। ‘ফাইনালে রো-কো জুটি ভারতকে জেতালে সেটা আলাদাই একটা অনুভূতি এনে দিত সকলকে। সেই সৌভাগ্য হলো না আমাদের,’ আক্ষেপ চুঁইয়ে পড়েছে এক টিম ইন্ডিয়া সমর্থকের ট্যুইটে। আজ বড় ইনিংস খেললে চ্যাম্পিয়ন্স ট্রফির গোল্ডেন ব্যাট পেতে পারতেন কোহলি। সেই সুযোগ হাতছাড়া হওয়াতেও অখুশি অনেকে।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: CT 2025 IND vs NZ: স্পিনের ফাঁসে বন্দী কিউই শিবির, চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে ভারতের প্রয়োজন ২৫২ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *