CT 2025

CT 2025: আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রয়েছে মহারণ। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আসরে মুখোমুখি ভারত ও পাকিস্তান (IND vs PAK)। টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে করেছে ‘মেন ইন ব্লু।’ পাকিস্তান অবশ্য গত বুধবার হেরেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আজকের ম্যাচ তাদের জন্য মরণবাঁচন। হারলে ছিটকে যেতে হবে প্রতিযোগিতা থেকে। খেলার ফলাফল কি হবে তা এখনও ভবিষ্যতের গর্ভে। তবে টসভাগ্য আজ সুপ্রসন্ন হয়েছে পাক শিবিরের। প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন মহম্মদ রিজওয়ান (Muhammad Rizwan)। একাদশে একটি পরিবর্তনের কথা ঘোষণা করেছেন তিনি। ফখর জামানের বদলে খেলছেন ইমাম-উল-হক। ভারত অবশ্য উইনিং কম্বিনেশন ভাঙে নি চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে। গত ম্যাচের মতই আজও প্রথম একাদশে জায়গা হয় নি বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং-দের। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে চর্চা।

Read More: IND vs PAK: টস জিতলো পাকিস্তান, বাবর-রিজওয়ানদের ‘ত্রাস’কে ছাড়াই মাঠে নামছে টিম ইন্ডিয়া !!

বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মহম্মদ শামির সঙ্গী হিসেবে হর্ষিত রাণা’কে (Harshit Rana) সুযোগ দিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। ৩ উইকেটও নিয়েছিলেন দিল্লীর পেসার। কিন্তু তার পরেও আজ আর্শদীপকে (Arshdeep Singh) মাঠে নামানো উচিৎ ছিলো, মনে করছে নেটজনতা। ২০২২ ও ২০২৪-এর টি-২০ বিশ্বকাপে ‘মেন ইন গ্রিন’-এর বিপক্ষে নজর কেড়েছিলেন বাম হাতি পেসার। আজ পঞ্চাশ ওভারের ফর্ম্যাটেও তাঁকে প্রয়োজন ছিলো দলের, দাবী তুলে সোশ্যাল মিডিয়ায় সওয়াল করেছেন অনেকে। ‘এখনও বুঝে উঠতে পারছি না যে হর্ষিতকে সব ফর্ম্যাটে কেন অগ্রাধিকার দেওয়া হচ্ছে?’ লিখেছেন একজন। ‘বাম হাতি স্যুইং ভারতীয় আক্রমণে বৈচিত্র আনতে পারত,’ হতাশা ব্যক্ত করেছেন আরও একজন। ‘ওকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ব্যুমেরাং না হয়ে যায়,’ আশঙ্কা প্রকাশ অন্য এক ক্রিকেট অনুরাগীর।

একাদশে জায়গা পান নি বরুণ চক্রবর্তীও (Varun Chakravarthy)। যেভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের পর তড়িঘড়ি তাঁকে ওয়ান ডে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ দেওয়া হয়েছিলো, তাতে অনেকেই ভেবেছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) নিয়মিত মাঠে নামবেন তিনি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উলটো ছবিই। ‘যদি না’ই খেলানোর হত তাহলে শেষ মুহূর্তে দলে জায়গা দেওয়া হলো কেন?’ ট্যুইটারের দেওয়ালে লিখেছেন এক ক্রিকেটপ্রেমী। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে এই দুবাইতেই ব্যর্থ হয়েছিলেন বরুণ। আজ সেই হতাশাজনক পারফর্ম্যান্সের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ প্রাপ্য ছিলো তাঁর, মনে করছেন নেটজনতার ‘নিজেকে প্রমাণের সুযোগ দেওয়া উচিৎ ছিলো বরুণ’কে,’ লিখেছেন এক অনুরাগী। বাংলাদেশ ম্যাচে আহামরি বোলিং করেন নি কুলদীপ, তাঁকে আপাতত রিজার্ভ বেঞ্চে পাঠালে সমস্যা হত না, উঠছে দাবী।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: CT 2025 IND vs PAK Stats Preview: রবিবার সম্মুখসমরে ভারত ও পাকিস্তান, দুবাইয়ের মাঠে তৈরি হতে পারে ১০ নয়া রেকর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *