ct-2025-fans-react-to-ind-vs-nz-game

CT 2025: দুবাইয়ের মাঠে ছুটছে টিম ইন্ডিয়ার অশ্বমেধের ঘোড়া। উপমহাদেশের দুই প্রতিপক্ষ-বাংলাদেশ ও পাকিস্তানকে এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আসরে যথাক্রমে ৪ ও ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছিলেন রোহিত শর্মা’রা। আজ নিউজিল্যান্ডের চ্যালেঞ্জ’ও সহজেই সামলে নিলো ‘মেন ইন ব্লু।’ টসে হেরে প্রথম ব্যাটিং করে তারা। টপ-অর্ডার সাফল্য না পেলেও কার্যকরী অর্ধশতক করেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। কার্যকরী দু’টি ইনিংসে আসে হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলের ব্যাট থেকেও। শেষমেশ কিউইদের ২৫০ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় ভারতীয় শিবির। খাতায়-কলমে এই রান যথেষ্ট মনে না হলেও মন্থর উইকেটে তা তাড়া করা যে বেশ চাপের তা প্রতি মুহুর্তেই টের পেলো নিউজিল্যান্ড। ২০৫-এর বেশী এগোতেই পারলো না তারা। ৪৪ রানের ব্যবধানে ভারত জেতায় খুশির ঝড় নেটদুনিয়ায়।

Read More: বরুণের চক্রবুহ্য ভাঙতে ব্যার্থ নিউজিল্যান্ড, ৪৪ রানে জয় সুনিশ্চিত করলো টিম ইন্ডিয়া !!

উচ্ছ্বাস ভারতীয় সমর্থকদের-

Indian Cricket Team | CT 2025 | Image: Getty Images
Indian Cricket Team | CT 2025 | Image: Getty Images

চতুর্থ ওভারের শেষ বলে রচিন রবীন্দ্রকে ফিরিয়ে ভারতীয় দলকে প্রথম সাফল্য এনে দেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ব্যাটিং-এর পরে বল হাতেও যেভাবে দিনের পর দিন নির্ণায়ক ভূমিকা নিচ্ছেন তিনি, তাকে কুর্নিশ জানিয়েছে সোশ্যাল মিডিয়া। ‘বড় মঞ্চের খেলোয়াড় ও,’ ‘হার্দিক একাই তিন জন ক্রিকেটারের কাজটা করে দেয়,’ ট্যুইটারের দেওয়ালে লিখেছেন গুণমুগ্ধ ভক্তের দল। আজ পিচের চরিত্র বুঝে চার জন স্পিনারকে প্রথম একাদশে রেখেছিলেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ম্যাচে তফাৎ গড়ে দিলো সেই স্ট্র্যাটেজিই। কোচের মগজাস্ত্রকে প্রণাম জানাতে ভোলেন নি টিম ইন্ডিয়ার সমর্থকেরা। নেটদুনিয়ায় তাঁরা লিখেছেন, ‘টেস্ট ব্যর্থতার পর গম্ভীরের যোগ্যতা নিয়ে যাঁরা প্রশ্ন তুলেছিলেন আজ নিশ্চয়ই তাঁরা চুপ থাকবেন।’ ‘এবার ট্রফিটা চাই। এভাবেই এগিয়ে যান,’ কোচের কাছে আবদার করতেও ভোলেন নি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) শুরুর দিনকয়েক আগে স্কোয়াডে রীতিমত ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ দেওয়া হয়েছিলো বরুণ চক্রবর্তীকে। সিদ্ধান্ত যে ভুল ছিলো না তা আজ প্রমাণ করে দিলেন তামিলনাড়ুর’র রহস্য স্পিনার। ঘূর্ণির জালে বেঁধে ফেললেন প্রতিপক্ষকে। কেরিয়ারের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেই ৪২ রানের বিনিময়ে নিলেন ৫ উইকেট। ‘সাদা বলের দুই ফর্ম্যাটেই নিয়মিত সুযোগ পাওয়া উচিৎ ওর,’ লিখেছেন এক ক্রিকেটপ্রেমী। ‘বরুণ বল হাতে বিস্মিত করেছে নিউজিল্যান্ড ব্যাটারদের,’ মন্তব্য আরও একজনের। কিউইদের হয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন কেন উইলিয়ামসন। তাঁকে ফিরিয়ে ম্যাচের রাশ ভারতের হাতে তুলে দেন অক্ষর প্যাটেল। বল হাতে নজর কেড়েছেন কুলদীপ যাদব, জাদেজারাও (Ravindra Jadeja)। সেমিফাইনালে আদৌ বাদ দেওয়া যাবে কাউকে? ‘মিষ্টি যন্ত্রণার’ সম্মুখীন টিম ম্যানেজমেন্ট।

সেমিফাইনাল নিয়ে শুরু ভাবনা-

IND vs AUS | Image: Getty Images
IND vs AUS | Image: Getty Images

আজ নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) গ্রুপ-এ’র শীর্ষস্থান দখল করলো টিম ইন্ডিয়া। বি-গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) আগামী ৪ তারিখ সেমিফাইনালের যুদ্ধে নামবে তারা। ২০২৩-এ অজিদের বিরুদ্ধেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল হেরেছিলো ‘মেন ইন ব্লু।’ এমনকি মাসখানেক আগেই বর্ডার-গাওস্কর ট্রফিতেও বাজিমাত করেছে ক্যাঙারুবাহিনী। ‘বদলা’র আগুন তাই ইতিমধ্যেই জ্বলতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। ‘প্রত্যাঘাত হোক এবার,’ লিখেছেন একজন। ‘হৃত সম্মান পুনরুদ্ধারের ভার এবার রোহিতদের উপর,’ মন্তব্য আরও একজনের। তবে ‘শক্ত গাঁট’-এর বিরুদ্ধে নামার আগে ‘সিঁদুরে মেঘ’ও দেখছেন কেউ কেউ। অজিদের সমীহ করে তাঁরা ট্যুইটারের দেওয়ালে লিখেছেন, ‘পরিকল্পনায় যেন কোনো ভুল না থাকে।’

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: CT 2025 IND vs NZ Highlights: নিউজিল্যান্ডের বিপক্ষেও অপ্রতিরোধ্য ভারত, কিউই বধের পর সামনে এবার অস্ট্রেলিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *