CT 2025

CT 2025: ট্র্যাভিস হেড যেন টিম ইন্ডিয়ার জন্য ‘হেডেক’ অর্থাৎ ‘মাথাব্যথা’ হয়ে দাঁড়িয়েছেন,মন্তব্যটি প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী’র। বাম হাতি ব্যাটারের সাম্প্রতিক পারফর্ম্যান্স দেখলে শাস্ত্রী’র বক্তব্যকে বিন্দুমাত্র অত্যুক্তি বলে মনে হয় না। ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তাঁর ‘ড্যাডি হান্ড্রেড’ ভারতের স্বপ্ন ভেঙেছিলো। ঐ বছরই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৯২০০০ ভারতীয় সমর্থককে চুপ করিয়ে ওয়ান ডে বিশ্বকাপের খেতাব কেড়ে নিয়ে গিয়েছিলেন হেড (Travis Head)। ফাইনালে ১৩৭ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছিলেন। মাসখানেক আগে বর্ডার-গাওস্কর ট্রফিতেও ‘মেন ইন ব্লু’র পথের কাঁটা হয়ে উঠেছিলেন তিনি। করেন জোড়া শতরান। চ্যাম্পিয়ন্স ট্রফি’র (CT 2025) সেমিফাইনালে তাই যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ পড়েছিলো রোহিতদের, তখন থেকেই হেড’কে নিয়ে আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছিলো সমর্থকদের মধ্যে।

Read More: CT 2025 IND vs AUS: প্রথম ওভারেই হাতছাড়া ট্র্যাভিস হেডের ক্যাচ, দুবাইতে দুশ্চিন্তা বাড়লো টিম ইন্ডিয়ার !!

দুবাইতে আজ টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার কার্যনির্বাহী অধিনায়ক স্টিভ স্মিথ। ম্যাট শর্ট বাম পায়ের কোয়াড্রিসেপসের চোটে ছিটকে যাওয়ায় ওপেনিং-এ কুপার কনোলির সাথে মাঠে নেমেছিলেন ট্র্যাভিস হেড (Travis Head)। ইনিংসের প্রথম বৈধ ডেলিভারিতেই ভারতকে সুযোগ উপহার দিয়েছিলেন অজি তারকা। কিন্তু নিজের বোলিং-এর ফলো থ্রু’তে ক্যাচ ধরতে ব্যর্থ হন মহম্মদ শামি। ‘পথের কাঁটা’ উপড়ে ফেলার এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ায় আরও বেড়েছিলো ভারত সমর্থকদের দুশ্চিন্তা। ‘এবার আর রক্ষা নেই,’ ‘এমনিতেই রোখা যায় না, আবার ক্যাচ ছাড়লে তো কথাই নেই,’ ট্যুইটারের দেওয়ালে আশঙ্কার কথা লিখতে শুরু করেছিলেন অনেকে। দ্বিতীয় জীবন পেয়ে হাত খুলেছিলেন হেড। শামি-হার্দিকদের বেশ কিছু চার-ছক্কা’ও হাঁকান। কিন্তু বেশীদূর এগোতে পারেন নি। তাঁর ব্যাটের আগুন নিভিয়ে ভারতকে স্বস্তি দিলেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)।

মারমুখী ট্র্যাভিস হেড’কে ঘূর্ণির নাগপাশে আটকালেন বরুণ চক্রবর্তী। ফুল লেন্থে মিডল স্টাম্প বরাবর বল রেখেছিলেন ভারতের রহস্য স্পিনার। এগিয়ে এসে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন অজি বাম হাতি। ব্যাটে-বলে সঠিক সংযোগ না হওয়ায় লং অফে ধরা পড়েন শুভমান গিলের হাতে। ৩৩ বলে ৩৯ করেই আজ থামতে হয় তাঁকে। হেড (Travis Head) ফিরতেই উচ্ছ্বাসের বন্যা সোশ্যাল মিডিয়া। এক নেটিজেন লিখেছেন, ‘যাক ধরে প্রাণ ফিরে এলো,’ একই সুর অন্য আরেক জনের ট্যুইটেও। তাঁর মন্তব্য, ‘উফ হাঁফ ছেড়ে বাঁচলাম। আজ আর দুঃখের কারণ হয়ে দাঁড়ায় নি হেড।’ ‘আসল উইকেটটা তুলে নেওয়া গেছে, এবার ম্যাচ আমাদের,’ স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন অনেকেই। প্রশংসিত বরুণ’ও। গত ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন, আজ হেড’কে ফেরানোর পর তাঁকে ‘এক্স-ফ্যাক্টর,’ ‘গেম চেঞ্জার’ আখ্যা দিচ্ছেন অনেকে।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs AUS CT 2025 TOSS Report: টস জিতলো অস্ট্রেলিয়া, ‘ম্যাচ উইনার’কে বাদ দিয়েই মাঠে নামতে প্রস্তুত টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *