ct-2025-families-allowed-for-one-match

CT 2025: গত নভেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছিলো টিম ইন্ডিয়া। তিন ম্যাচের টেস্ট সিরিজ হাতছাড়া হয়েছিলো ০-৩ ফলে। এরপর অস্ট্রেলিয়া সফরে গিয়েও ভাগ্য ফেরাতে ব্যর্থ হন কোহলি-রোহিতরা। এক দশক পর ব্যাগি গ্রিন বাহিনীর বিরুদ্ধেও (IND vs AUS) হারতে হয় টেস্ট সিরিজ। ৩-১ ফলে পরাজিত হয় ভারত। জোড়া ধাক্কার পর নড়েচড়ে বসেছিলেন বিসিসিআই কর্মকর্তারা। ক্রিকেটারদের জন্য জারি করেছিলেন দশ দফা নির্দেশিকা। বাধ্যতামূলক করা হয় ঘরোয়া ক্রিকেট খেলা। এছাড়া শৃঙ্খলারক্ষার ক্ষেত্রেও নেওয়া হয় একের পর এক পদক্ষেপ। নির্দিষ্ট ওজনের বেশী মালপত্র নেওয়া, ব্যক্তিগত শেফ বা সুরক্ষাকর্মী সঙ্গে নিয়ে বিদেশসফর করার মত বিষয়গুলিতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়। টিমবাস ব্যবহার, একই হোটেলে থাকার মত বিষয়গুলিও করা হয় বাধ্যতামূলক। বিধিনিষেধ জারি হয়েছিলো বিদেশসফরে পরিবারের সদস্যদের সঙ্গে থাকা নিয়েও।

Read More: CT 2025: “ভারত-পাক নিয়ে বাড়াবাড়ি হয়…” চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণের আগে বিস্ফোরক মন্তব্য হরভজন সিং-এর !!

অবস্থান বদল বোর্ডের-

Rohit Sharma with Ritika Sajdeh | Image: Getty Images
Rohit Sharma with Ritika Sajdeh | Image: Getty Images

বিসিসিআই-এর নয়া নির্দেশিকায় বলা হয়েছিলো যে বিদেশসফরের মেয়াদ ৪৫ দিনের বেশী হলেই কেবলমাত্র পরিবারের সদস্যরা থাকতে পারবেন ক্রিকেটারদের সঙ্গে। তাও সম্পূর্ণ সফরে নয়, বড়জোর ১৪ দিন থাকার অনুমতি পাবেন তাঁরা। এই দুই সপ্তাহ পরিবারের সদস্যদের কেবল থাকার খরচ বিসিসিআই দেবে। এবং বাকি সমস্ত খরচ চালাতে হবে ক্রিকেটারদেরই। আর কোনো বিদেশসফরের মেয়াদ যদি ৪৫ দিনের কম তাহলে পরিবারের সদস্যদের সাথে থাকার অনুমতি ছিলো না। আগামী ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। চলবে ৯ মার্চ অবধি। অর্থাৎ টুর্নামেন্টের মেয়াদকাল ঠিক ১৯ দিন। ফলে রোহিত-কোহলিদের (Virat Kohli) সাথে থাকার কথা ছিলো না ঋতিকা সাজদেহ বা অনুষ্কা শর্মা’দের (Anushka Sharma)। কিন্তু মেগা টুর্নামেন্টের ঠিক আগে সুর খানিক নরম করলেন রজার বিনি, দেবজিৎ সইকিয়ারা। সরে এলেন পুরনো অবস্থান থেকে।

সংবাদমাধ্যম দৈনিক জাগরণ সূত্রে জানা গিয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে নির্দেশিকার বজ্র আঁটুনি কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। প্রতিযোগিতা চলাকালীন স্ত্রী-সন্তানদের কাছে পাচ্ছেন ক্রিকেটাররা। কিন্তু সম্পূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) নয়, কেবলমাত্র একটি ম্যাচে পরিবারের সাথে থাকার  ছাড়পত্র পাচ্ছেন ক্রিকেটাররা। কোহলি-রোহিত-রাহুলদের (KL Rahul) জানানো হয়েছে সমবেত ভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য। বিসিসিআই-এর তরফে সম্পূর্ণ ব্যবস্থাপনার আশ্বাস দেওয়া হয়েছে বলে মিলেছে খবর। মেগা টুর্নামেন্টের আগে প্রিয়জনের সান্নিধ্য ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছে বিশেষজ্ঞমিহল। তাঁরা স্বাগতই জানিয়েছেন বিসিসিআই-এর এই সিদ্ধান্তকে। অনুমান করা হচ্ছে যে ভারত-পাক ম্যাচ বা নক-আউট পর্বের আগে দুবাই উড়ে যেতে পারেন খেলোয়াড়দের পরিবারের সদস্যেরা।

গ্রুপ-এ’তে রয়েছে টিম ইন্ডিয়া-

Indian Cricket Team | CT 2025 | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

১৯ তারিখ করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন অভিযান শুরু করছে ‘মেন ইন ব্লু।’ গ্রুপ-এ’র ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। ২৩ তারিখ রয়েছে মহারণ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। টুর্নামেন্ট শুরু আগে ভেন্যু নির্বাচন নিয়ে দড়ি টানাটানিতে জড়িয়েছিলো দুই দেশ। যা মাঠের লড়াইতে যোগ করেছে বাড়তি আগুন। ২ মার্চ গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে ভারত। প্রত্যেক গ্রুপের শীর্ষ দুটি দল পা রাখবে সেমিফাইনালে। ভারত যদি শেষ চারে পৌঁছতে পারে তাহলে ৪ মার্চ ফের মাঠে নামবে তারা। আর ৯ মার্চ রয়েছে খেতাবী যুদ্ধ। টিম ইন্ডিয়া ফাইনালে গেলে ম্যাচটি হবে দুবাইতে। অন্যথায় লাহোরের গদ্দাফি স্টেডিয়াম আয়োজন করবে সেটি। ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ম্যাচগুলি।

Also Read: CT 2025: অনুশীলনে ‘আহত’ হলেন ঋষভ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার ভাবনায় এই উইকেটরক্ষক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *