ct-2025-cummins-on-india-playing-at-dubai

CT 2025: চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। খাতায়-কলমে আয়োজক পাকিস্তান হলেও ওয়াঘা সীমান্ত পেরোতে হয় নি টিম ইন্ডিয়াকে। পড়শি দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে হাইব্রিড মডেলের দাবী জানিয়েছিলো বিসিসিআই। এই নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলে দুই দেশের ক্রিকেট নিয়ামক সংস্থার মধ্যে। শেষমেশ শর্তসাপেক্ষে হাইব্রিড মডেলে সায় দিয়েছে পিসিবি। ভারতের সবক’টি ম্যাচ স্থানান্তরিত করা হয়েছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এমনকি সেমিফাইনাল অথবা ফাইনালে উঠলেও দুবাইতেই খেলবেন রোহিত-কোহলিরা, ঠিক হয়ে রয়েছে আগে থেকেই। অন্য দলগুলিকে যেখানে করাচী, লাহোর, রাওয়ালপিন্ডি এমনকি দুবাই অবধি দৌড়তে হচ্ছে ম্যাচের জন্য, সেখানে একই শহরে, একই মাঠে খেলছে ভারত। বিষয়টি ভালো চোখে দেখছেন না অনেকেই। এই প্রসঙ্গে অস্ট্রেলীয় তারকা প্যাট কামিন্সের (Pat Cummins) একটি মন্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Read More: IPL 2025: ২৮ ফেব্রুয়ারি অধিনায়ক ঘোষণা নাইট রাইডার্সের, অপেক্ষার প্রহর গুণছেন সমর্থকেরা !!

ভুয়ো খবরের শিকার হলেন কামিন্স-

Pat Cummins | CT 2025 | Image: Getty Images
Pat Cummins | Image: Getty Images

চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) অংশগ্রহণকারী অন্য দলগুলি যেখানে একটি নির্দিষ্ট ভেন্যুতে এক বা দু’টির বেশী খেলছে না সেখানে ভারতের সামনে সুযোগ রয়েছে দুবাইতে সর্বোচ্চ পাঁচটি ম্যাচ খেলার। এই বৈষম্য আদতে বাড়তি সুবিধা যোগাচ্ছে রোহিত (Rohit Sharma) বাহিনী’কে। পিচ ও পরিস্থিতিতে সাথে সড়গড় হতে বাড়তি সময় পাচ্ছেন তাঁরা, অভিযোগ তুলে সরব অনেকেই। প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার ও ব্রডকাস্টার জোনাথন অ্যাগনিউ (Jonathan Agnew) এই প্রসঙ্গে সংবাদসংস্থা এবিসি স্পোর্টকে জানান, “ভারতকে যেভাবে জামাই আদর করা হচ্ছে তা খুবই অস্বস্তিজনক। এটা ঠিক নয়। আপনি যদি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে নেমে আপনি নিজে কোথায় খেলবেন আর কোথায় খেলবেন না তা ঠিক করতে পারেন না। এভাবে আর কতদিন চলতে পারে? এই টুর্নামেন্টগুলো প্রহসনে পরিণত হচ্ছে।”

গোড়ালির চোটে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) খেলতে পারছেন না প্যাট কামিন্স (Pat Cummins)। সম্প্রতি দ্বিতীয় বার বাবা হয়েছেন তিনি। এই মুহূর্তে পরিবারের সাথেই সময় কাটাচ্ছেন অজি পেসার। ভেন্যু বিতর্কে গতকাল নাম জড়ালো তাঁরও। ভারতের বাড়তি সুবিধা পাওয়া প্রসঙ্গে যে মন্তব্য করেছিলেন জোনাথন অ্যাগনিউ, তা বেমালুম কামিন্সের নামে চালিয়ে দিয়েছিলো কোড স্পোর্টস নামে একটি অস্ট্রেলীয় সংবাদসংস্থা। বিষয়টি নজরে আসতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ করেন তিনি। লেখেন, “এমনটা আমি কখনোই বলি নি।” চাপে পড়ে অবশ্য পিছু হটেছে কোড স্পোর্টস সংস্থা। তারা ঐ পোস্টটি মুছে দিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে। যদিও বিতর্ক এড়াতে পারছে না তারা। খবর যাচাই না করেই সর্বসমক্ষে এনে আদতে কামিন্সের ভাবমূর্তির ক্ষতি করেছে ঐ সংস্থা, উঠছে অভিযোগ।

দেখুন কামিন্সের ট্যুইট’টি-

ভেন্যু বিতর্কে যা বলেছিলেন অজি তারকা-

Pat Cummins | Image: Getty Images
Pat Cummins | Image: Getty Images

ইয়াহু অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অবশ্য ভারতের নির্দিষ্ট ভেন্যুতে সবক’টি ম্যাচ খেলা নিয়ে মুখ খুলেছেন প্যাট কামিন্স। কিন্তু চাঁচাছোলা আক্রমণের বদলে মার্জিত ভাষায় অসন্তোষ প্রকাশ করেছেন বিশ্বকাপজয়ী তারকা। তিনি বলেন, “টুর্নামেন্ট যে হচ্ছে সেটা ভালো ব্যাপার। কিন্তু একই মাঠে খেলা অবশ্যই একটা বড় সুবিধা। ওরা (টিম ইন্ডিয়া) এমনিতেই বেশ শক্তিশালী। ওখানে (দুবাই) সব ম্যাচ খেললে অবশ্যই ওরা বাড়তি সুবিধা পাবে।” এত আলোচনার মাঝেও অবশ্য ফোকাস ধরে রাখাই লক্ষ্য কোহলি-রোহিতদের। ইতিমধ্যেই বাংলাদেশ ও পাকিস্তানকে পরপর দুই ম্যাচে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে তারা। আগামী রবিবার ‘মেন ইন ব্লু’র পরবর্তী প্রতিপক্ষ নিউজিল্যান্ড। উইলিয়ামসন, ল্যাথাম, স্যান্টনারদের হারিয়ে গ্রুপ শীর্ষে পৌঁছানোই আপাতত লক্ষ্য ভারতীয় শিবিরের।

Also Read: CT 2025: ‘শাঁখের করাত’ চ্যাম্পিয়ন্স ট্রফি, নাজেহাল দশা আয়োজক পাকিস্তানের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *