ct-2025-australia-probable-xi-vs-india

CT 2025: প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন, মার্কাস স্টয়নিস-চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) অস্ট্রেলিয়া শিবিরে নেই-এর তালিকাটা বেশ দীর্ঘ। তা সত্ত্বেও গ্রুপ-বি থেকে সেমিফাইনালে পৌঁছেছে তারা। শেষ চারের যুদ্ধে প্রতিপক্ষ টিম ইন্ডিয়া। ২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ‘ফেভারিট’ ভারতকে তাদের ঘরের মাঠে হারিয়ে খেতাব জিতেছিলো ক্যাঙারুবাহিনী। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পুনরাবৃত্তি ঘটানোই চ্যালেঞ্জ অজি শিবিরের সামনে। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ওপেনিং জুটি বদলাতে হচ্ছে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে। কোয়াড্রিসেপস পেশীর চোটে ম্যাথু শর্ট ছিটকে যাওয়ায় ট্র্যাভিস হেডের (Travis Head) সঙ্গী হতে পারেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক (Jake Fraser-McGurk)। কামিন্সের অনুপস্থিতিতে কার্যনির্বাহী অধিনায়ক স্টিভ স্মিথ। তিন নম্বরে ব্যাট করবেন তিনি।

চার নম্বরে মার্নাস লাবুশেনের খেলার সম্ভাবনা। আহমেদাবাদের ফাইনালে ট্র্যাভিস হেডের সাথে জুটি বেঁধে ভারতের মুখের গ্রাস কেড়ে নিয়েছিলেন তিনি। ফের একবার তাঁর দিকে তাকিয়ে থাকবে অজি শিবির। পাঁচ ও ছয় নম্বরে দেখা যাবে জশ ইংলিস (Josh Inglis) ও অ্যালেক্স ক্যারি’কে। দু’জনেই দারুণ ফর্মে রয়েছেন, যা স্বস্তি যোগাচ্ছে অনুরাগীদের। সাত নম্বরে থাকবেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। তাঁর ‘ফিনিশিং’ দক্ষতার পাশাপাশি ফোকাসে থাকবে ম্যাক্সওয়েলের স্পিন বোলিং-ও। এতদিন তিন পেসারের স্ট্র্যাটেজিতে খেলেছে অস্ট্রেলিয়া। কিন্তু দুবাইয়ের পিচের চরিত্র মাথায় রেখে রদবদল হতে পারে বোলিং বিভাগে। নাথান এলিস’কে রাখা হতে পারে রিজার্ভ বেঞ্চে। দুই ফ্রন্টলাইন ফাস্ট বোলার বেন ডোয়্যারস্যুইস ও স্পেন্সার জনসনের পাশাপাশি বাড়তি স্পিনার হিসেবে খেলতে পারেন তনবীর সাঙ্ঘা। অ্যাডাম জাম্পার সঙ্গী হবেন তিনি।

Read More: IND vs AUS Head to Head Records: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষের সামনে রোহিতরা, রেকর্ড ধরাচ্ছে ভয় !!

CT 2025 ম্যাচের সময়সূচি-

ভারত (IND) বনাম অস্ট্রেলিয়া (AUS)

ম্যাচ নং- ১৩ (প্রথম সেমিফাইনাল)

তারিখ- ০৪/০৩/২০২৫

ভেন্যু- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই

সময়- দুপুর ২:৩০ (ভারতীয় সময়)

Dubai International Cricket Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Dubai International Cricket Stadium, Dubai | Image: Twitter
Dubai International Cricket Stadium, Dubai | Image: Twitter

দুবাইতে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) তিনটি ম্যাচ এর আগে আয়োজিত হয়েছে। একটিতেও বিশাল রান ওঠে নি। বাইশ গজ দেখে বেশ মন্থরই মনে হয়েছে। মঙ্গলবারের সেমিফাইনালেও তেমন পিচই চোখে পড়ার সম্ভাবনা। ইনিংসের শুরুর দিকে পেস বোলিং কার্যকর হলেও ম্যাচ যত গড়াবে ততই জাঁকিয়ে বসার সম্ভাবনা স্পিনারদের। দুবাইতে প্রথম ইনিংসে গড় রান থাকে ২১৮। দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা ১৯২-এর আশেপাশে ঘোরাফেরা করে। এখানে এখনও পর্যন্ত আয়োজিত ৬১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ২৩টিতে প্রথম ব্যাটিং করা দল জয় পেয়েছে। ৩৬টি ম্যাচে সাফল্য এসেছে রান তাড়া করে। আর ২টি ম্যাচ থেকে অমীমাংসিত। টসজয়ী অধিনায়ক প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিতে পারেন।

Dubai Weather Forecast (আবহাওয়ার পরিসংখ্যান)-

Dubai Weather Forecast | Image: Twitter
Dubai Weather Forecast | Image: Twitter

চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) চলাকালীন লাহোর ও রাওয়ালপিন্ডিতে বৃষ্টির বাধা চোখে পড়লেও দুবাইতে এখনও পর্যন্ত বাইশ গজের দ্বৈরথে কোনো রকম ব্যাঘাত ঘটায় নি প্রকৃতি। মঙ্গলবারের সেমিফাইনাল’ও নির্বিঘ্নেই হবে, আশাবাদী ক্রিকেটজনতা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৮ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০ ডিগ্রী সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকলেও ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৩৫ শতাংশ। ম্যাচ চলাকালীন ২৪ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইতে পারে বলে জানা গিয়েছে।

IND vs AUS হেড টু হেড পরিসংখ্যান-

IND vs AUS | Image: Getty Images
IND vs AUS | Image: Getty Images

পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS) মুখোমুখি হয়েছে ১৫১টি ম্যাচে। পরিসংখ্যান বলছে যে এগিয়ে ক্যাঙারু বাহিনীই। তারা জিতেছে ৮৪টি ম্যাচ। পক্ষান্তরে ‘মেন ইন ব্লু’র জয়ের সংখ্যা ৫৭। ১০টি ম্যাচ অমীমাংসিত থেকেছে। কোনো ম্যাচ এখনও অবধি টাই হয় নি। ভারত নিজেদের ঘরের মাঠে জিতেছে ৩৩টি ম্যাচ। ১৪ বার তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে। আর ১০ বার সাফল্য এসেছে নিরপেক্ষ ভেন্যুতে। অজি শিবির নিজেদের ঘরের মাঠে জিতেছে ৩৮ বার। ভারতের মাটিতে তাদের জয়ের সংখ্যা ৩৪। আর ১২ বার নিরপেক্ষ ভেন্যুতে টিম ইন্ডিয়াকে হারিয়ে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। ভারত জিতেছে ২ বার। একবার জিতেছে অস্ট্রেলিয়া। একটি ম্যাচ থেকেছে অমীমাংসিত।

IND vs AUS লাইভ স্ট্রিমিং-

চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ম্যাচগুলি সরাসরি টিভি’র পর্দায় দেখতে হলে চোখ রাখুন স্টার স্পোর্টস ও স্পোর্টস ১৮-এর বিভিন্ন চ্যানেলে। এছাড়া জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটেও দেখতে পাবেন ম্যাচের লাইভ স্ট্রিমিং।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ-

Australian Cricket Team | CT 2025 | Image: Getty Images
Australian Cricket Team | CT 2025 | Image: Getty Images

ওপেনার- জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ট্র্যাভিস হেড

মিডল অর্ডার- স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি

অলরাউন্ডার- গ্লেন ম্যাক্সওয়েল

বোলার- বেন ডোয়্যারস্যুইস, স্পেন্সার জনসন, অ্যাডাম জাম্পা, তনবীর সাঙ্ঘা

উইকেটরক্ষক- জশ ইংলিস

এক নজরে সম্ভাব্য দল-

জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ট্র্যাভিস হেড, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়্যারস্যুইস, স্পেন্সার জনসন, অ্যাডাম জাম্পা, তনবীর সাঙ্ঘা।

Also Read: CT 2025: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নতুন অস্ত্রে শান কোচ গম্ভীরের, দুবাইয়ের মাঠে চালাবেন ধ্বংসযজ্ঞ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *