CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) সেমিফাইনালে আজ মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। ওয়ান ডে’র আসরে দুই দলের শেষ সাক্ষাৎ ২০২৩-এর বিশ্বকাপের ফাইনালে। সেইবার আহমেদাবাদে মাঠে ৯২০০০ ভারতীয় সমর্থককে কার্যত স্তব্ধ করে খেতাব ছিনিয়ে নিয়ে গিয়েছিলো অজি শিবির। আজকের নক-আউট যুদ্ধে কোন পক্ষ বাজিমাত করে সেদিকে নজর রয়েছে ক্রিকেটদুনিয়ার। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ম্যাট শর্ট চোট পেয়ে ছিটকে যাওয়ায় আজ বেন কনোলি’কে ওপেনার হিসেবে নামিয়েছিলো তারা। সফল হন নি তরুণ অলরাউন্ডার। টিম ইন্ডিয়ার মাথাব্যথার অন্যতম কারণ ছিলো ট্র্যাভিস হেড। নবম ওভারে তিনি আউট হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন রোহিত শর্মা, বিরাট কোহলি’রা। ওজি ইনিংসকে টানলেন স্টিভ স্মিথ (Steve Smith)। চমৎকার অর্ধশতক তাঁর। পঞ্চাশের গণ্ডী পেরোন অ্যালেক্স ক্যারি’ও। শেষমেশ ৪৯.৩ ওভারে ২৬৪তুলে থামে অস্ট্রেলিয়া।
Read More: CT 2025 IND vs AUS: “ধরে প্রাণ এলো…” বরুণের ঘূর্ণিতে সাজঘরে হেড, উচ্ছ্বাসে মাতোয়ারা সোশ্যাল মিডিয়া !!
হেড নয়, ব্যাট হাতে নায়ক স্মিথ-

ভারত বনাম অস্ট্রেলিয়া মহারণের আগে চর্চার ছিলেন ট্র্যাভিস হেড। বিগত কয়েকটি সাক্ষাতে ‘মেন ইন ব্লু’র বিরুদ্ধে রীতিমত ঝড় তুলেছিলেন বাম হাতি ব্যাটার। তাঁর শতকের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ান ডে বিশ্বকাপ জেতার স্বপ্ন চূরমার হয়েছিলো টিম ইন্ডিয়ার। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) সেমিফাইনালে কি করেন তিনি তা নিয়ে রীতিমত আশঙ্কিত ছিলেন ভারতীয় সমর্থকেরা। ইনিংসের প্রথম বলে মহম্মদ শামি (Mohammed Shami) তাঁর ক্যাচ ফস্কানোয় চাপ নিঃসন্দেহে বেড়েছিলো দলের উপর। দ্বিতীয় সুযোগ পেয়ে ঝড় তোলার ইঙ্গিত’ও দিয়েছিলেন হেড। শামি-হার্দিকদের বিরুদ্ধে হাত খোলেন তিনি। মারেন পাঁচটি বাউন্ডারি ও জোড়া ছক্কা। শেষমেশ মুশকিল আসান হয়ে দেখা দিলেন বরুণ চক্রবর্তী। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচে পাঁচ উইকেট পেয়েছিলেন তিনি। আজও হেডের মহামূল্যবান উইকেটটি তুলে নেন তিনিই। ৩৩ বলে ৩৯ করে সাজঘরে ফেরেন তিনি।
কুপার কনোলি শূন্য করে আউট হয়েছিলেন। হেড যখন বরুণের শিকার হন তখন অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে রান সংখ্যা ৫৪। এরপর ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন স্বয়ং অধিনায়ক স্টিভ স্মিথ (Steve Smith)। দুবাইয়ের পিচ’কে মোটেই ব্যাটিং স্বর্গ বলা চলে না। নিউজিল্যান্ড বনাম ভারত ম্যাচে ‘স্কিড’ করছিলো বল। আজ পিচে পড়ে খানিক পর ব্যাটে আসছে তা। অহেতুক তাড়াহুড়োর পথে যান নি স্মিথ। বরং টিম ইন্ডিয়ার স্পিন আক্রমণ সামলাতে শর্ট রানকেই হাতিয়ার করেন তিনি। সচল রাখেন স্কোরবোর্ড। স্মিথের দুর্ভ্যদ্য রক্ষণে অবশেষে ফাটল ধরে ৩৭তম ওভারে। মহম্মদ শামি’র বলে বোল্ড হন তিনি। ৯৬ বলে চারটি বাউন্ডারি ও ১টি ছক্কার সৌজন্যে আজ অস্ট্রেলীয় অধিনায়কের সংগ্রহ ৭৩ রান। কেরিয়ারের ৩৫তম ওয়ান ডে অর্ধশতকটি করলেন তিনি।
ঝোড়ো অর্ধশতক অ্যালেক্স ক্যারি’র-

চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য ইনিংস খেলেছিলেন অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলীয় উইকেটরক্ষক আজও ভরসা যোগালেন মিডল অর্ডারকে। স্মিথের সাথে ৫৪ রানের পার্টনারশিপ হয় তাঁর। অধিনায়ক আউট হওয়ার পরেও লড়াই চালিয়ে যান তিনি। গ্লেন ম্যাক্সওয়েল (৭), বেন ডোয়ারস্যুইস’রা (১৯) বিশেষ সুবিধা করতে পারেন নি। কিন্তু ক্যারি’র (Alex Carey) ৫৭ বল্র ৬১ রানের ধুন্ধুমার ইনিংসের সৌজন্যেই ভারতকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারলো অস্ট্রেলিয়া। আজ ৩টি উইকেট পেয়েছেন শামি। জাদেজার ও বরুণের ঝুলিতে ২টি করে উইকেট। হার্দিক ও অক্ষর পেয়েছেন একটি করে সাফল্য। দুবাইয়ের মাঠে এখনও অবধি যে কয়টি ম্যাচ আয়োজিত হয়েছে, প্রত্যেকটিতেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং কঠিন হয়েছে। মন্থর পিচে অজি স্পিন ত্রয়ী জাম্পা, সাঙ্ঘা ও ম্যাক্সওয়েলের মোকাবিলা করা সহজ হবে বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়স আইয়ারদের জন্য।