CT 2025: বাংলাদেশ ও পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে ভারত হারিয়ে দেওয়ায় নিশ্চিত হয়েছিলো সেমিফাইনাল। কিন্তু শেষ চারের দ্বৈরথে প্রতিপক্ষ কে হবে তা নিয়ে রয়েই গিয়েছিলো অনিশ্চয়তা। শেষমেশ তা কাটলো গতকাল। নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ-এ’র পয়েন্ট তালিকার শীর্ষস্থানে জায়গা করে নিলেন রোহিত শর্মা’রা। আইসিসি’র পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বি-গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) আগামীকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নামতে হবে ‘মেন ইন ব্লু’কে। ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ান ডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিলো ভারতীয় শিবিরের। এমনকি সম্প্রতি বর্ডার-গাওস্কর ট্রফিতেও বাজিমাত করেছে অজি’রা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বদলা নিতে মুখিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। নতুন করে ছক কষছেন কোচ গম্ভীরও (Gautam Gambhir)।
Read More: “আইপিএলে ক্রিকেটার পাঠাবেন না..” বিসিসিআইকে বয়কটের ডাক ইনজামাম-উল-হকের !!
শামি’র বদলে খেলতে পারেন আর্শদীপ-

সেমিফাইনাল ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং বিভাগে রদবদলের সম্ভাবনা বিশেষ নেই। অর্থাৎ ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ পাচ্ছেন না ঋষভ পন্থ। ছন্দে না থাকলেও শেষ চারের যুদ্ধে ওপেনিং স্লট থেকে সরছেন না অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর সঙ্গী হবেন শুভমান গিল। তিন ও চার নম্বরে থাকবেন যথাক্রমে বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। পাকিস্তানের বিরুদ্ধে শতক হাঁকিয়েছিলেন বিরাট (Viart Kohli)। মঙ্গলবারও তাঁকে ধ্বংসাত্মক অবতারেই দেখতে চায় ভারতীয় দল। অন্যদিকে ‘মিস্টার ডিপেন্ডেব্ল’ শ্রেয়সের কাঁধে থাকবে মিডল অর্ডারকে স্থায়িত্ব দেওয়ার গুরুদায়িত্ব। ডান হাতি-বাম হাতি কম্বিনেশন রক্ষা করার জন্য অক্ষর প্যাটেলকে (Axar Patel) তুলে আনা হতে পারে পাঁচ নম্বরে। ছয়ে কে এল রাহুল ও সাতে থাকার কথা হার্দিক পান্ডিয়ার। আট নম্বরে ব্যাটিং বিভাগকে প্রয়োজনীয় গভীরতা প্রদান করবেন রবীন্দ্র জাদেজা।
অবশ্য বোলিং বিভাগে অন্তত একটি পরিবর্তন চোখে পড়ার সম্ভাবনা রয়েছে বলে মত অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) এখনও অবধি ম্লান’ই দেখিয়েছে মহম্মদ শামি’কে (Mohammed Shami)। বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট পেয়েছিলেন তিনি। কিন্তু পরবর্তী দুই ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাগ কাটতে পারেন নি। উইকেটের ঝুলি থেকেছে শূন্য। সদ্য গোড়ালির চোট সারিয়ে ফেরা ডান হাতি পেসারকে ‘ডু অর ডাই’ ম্যাচে রিজার্ভ বেঞ্চেই রাখতে পারেন কোচ গৌতম গম্ভীর। ফ্রন্টলাইন পেসার হিসেবে তাঁর হাতে বিকল্প বলতে রয়েছেন হর্ষিত রাণা ও আর্শদীপ সিং (Arshdeep Singh)। তাঁদের মধ্যে থেকে আর্শদীপকেই অজি বধের ‘তুরুপের তাস’ হিসেবে বেছে নেওয়া হতে পারে। নতুন বল হাতে শুরুর ওভারগুলোতে স্যুইং আদায় করতে পারেন বাম হাতি পেসার। রয়েছে ডেথ বোলিং-এর মুন্সীয়ানা’ও। যা নির্ণায়ক হতে পারে ম্যাচে।
বরুণের সুযোগ পাওয়া নিশ্চিত-

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) গ্রুপ পর্বের শেষ ম্যাচে চার স্পিনার খেলিয়ে বাজিমাত করেছে টিম ইন্ডিয়া। কিউই শিবিরের দশ উইকেটের মধ্যে নয়টিই নেন স্পিনাররা। শেষ চারের দ্বৈরথেও সেই স্ট্র্যাটেজিকেই আঁকড়ে ধরতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) অন্যতম অস্ত্র হতে পারেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে ভালো পারফর্ম্যান্স করার পর ওয়ান ডে’তে শেষ মুহূর্তে সুযোগ দেওয়া হয়েছিলো তাঁকে। সুযোগ পান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025)। বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে সুযোগ পান নি। তবে গতকাল হর্ষিত রাণা’র বদলি হিসেবে মাঠে নেমেই বাজিমাত করলেন তিনি। ৪২ রানের বিনিময়ে তুলে নেন ৫ উইকেট। সব ধরণের ক্রিকেট মিলিয়ে শেষ দশ ম্যাচের মধ্যে এই নিয়ে চতুর্থ ‘ফাইফার’ বরুণের।