ct-2025-and-cwc-2023-are-too-similar

CT 2025: ২০২৩ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। বারো বছর পর বিশ্বজয়ীর মুকুট উঠবে মাথায়, আশাবাদী ছিলেন সমর্থকেরা। দুর্দান্ত পারফর্ম করে ট্রফির আশা জাগিয়েছিলেন ক্রিকেটাররাও। গ্রুপ পর্বে একটি ম্যাচেও হারে নি তারা। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে পা দিয়েছিলো সেমিফাইনালে। শক্ত গাঁট নিউজিল্যান্ডকে মুম্বইয়ের মাঠে রীতিমত গুঁড়িয়ে দিয়ে ফাইনালেও পৌঁছে গিয়েছিলো রোহিত শর্মা’র দল। কিন্তু ছন্দপতন হয় খেতাবী যুদ্ধে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ৯২ হাজার দর্শককে রীতিমত চুপ করিয়ে দিয়ে ‘মেন ইন ব্লু’র মুখের গ্রাস ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। সেই বিপর্যয়ের পর ২০২৪-এ টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) রয়েছে ওয়ান ডে খেতাব জয়ের সুযোগ। কিন্তু যে পথে এগোচ্ছে টুর্নামেন্ট, তাতে আশঙ্কা থাকছেই অনুরাগীদের মনে।

Read More: IPL 2025: এবার ঘুরে দাঁড়াবেন করুণ নায়ার, দিল্লির জার্সিতে পাচ্ছেন দ্বিতীয় সুযোগ !!

বিশ্বকাপের সাথে মিল চ্যাম্পিয়ন্স ট্রফির-

Team India | CT 2025 | Image: Getty Images
Team India | CT 2025 | Image: Getty Images

এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ‘ফেভারিট’ টিম ইন্ডিয়াই,। দুবাইয়ের মাঠে বাংলাদেশ ও পাকিস্তানকে যথাক্রমে ৪ ও ৬ উইকেটের ব্যবধানে রীতিমত উড়িয়ে দিয়েছেন কোহলি-রোহিতরা। অনবদ্য ক্রিকেট খেলেছে গোটা দল’ই। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, তিন বিভাগেই নজর কেড়েছেন ক্রিকেটাররা। অংশগ্রহণকারী আট দলের মধ্যে ধারে ও ভারে আপাতত টিম ইন্ডিয়ার আশেপাশেও অন্য কোনো শিবিরকে রাখতে পারছেন না বিশেষজ্ঞরা। ২০০২ ও ২০১৩-র পর আগামী ৯ তারিখ তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) চ্যাম্পিয়ন কি হবে ভারতই? প্রহর গুণতে শুরু করেছেন অনেকেই। তবে ২০২৩-এর বিশ্বকাপের সাথে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির একঝাঁক মিল থাকার কারণে ‘সিঁদুরে মেঘ’ও দেখছেন কেউ কেউ। ফের না তীরে এসে ডোবে তরী, আশঙ্কায় তাঁরা।

ঠিক কি কি মিলের দেখা পেয়েছেন ক্রিকেট অনুরাগীরা? তালিকাটা নেহাৎ ছোটো নয়। ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ’টি বাংলাদেশের বিরুদ্ধে ছক্কা হাঁকিয়ে ‘ফিনিশ’ করেছিলেন কে এল রাহুল (KL Rahul)। ঠিক একই ভাবে ২০২৩-এর বিশ্বকাপেও চেন্নাইয়ের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচটি ছক্কা হাঁকিয়েই ‘ফিনিশ’ করতে দেখা গিয়েছিলো কর্ণাটকের তারকাকে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। তেমনই দেড় বছর আগের বিশ্বকাপেও দ্বিতীয় ম্যাচে কিউইদের বিরুদ্ধে তিন অঙ্কের মাইলস্টোন পেরিয়েছিলেন টিম ইন্ডিয়ার কিংবদন্তি। বিশ্বকাপের মতই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হেভিওয়েট ইংল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান। মিল রয়েছে সেমিফাইনালিস্টের তালিকাতেও। বিশ্বকাপের মতই চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারেও পৌঁছেছে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

ফুরফুরে মেজাজে ক্রিকেটাররা-

Mohammed Shami | Image: Twitter
Mohammed Shami | Image: Twitter

অনুরাগীরা যতই চিন্তায় থাকুন না কেন, টিম ইন্ডিয়ার অভ্যন্তরে এই মুহূর্তে কোনো চাপ নেই। ফুরফুরে মেজাজেই রয়েছেন তারকারা। পাকিস্তানকে হারানোর পর ফিল্ডিং কোচ টি.দিলীপকে সাথে নিয়ে দুবাই সফরে বেরিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁকে রাস্তায় দেখে ভীড় জমান অনুরাগীরা। আসে অটোগ্রাফ ও সেলফি’র আবদার। হাসিমুখেই ভক্তদের আবদার মিটিয়েছেন হিটম্যান। হ্যামস্ট্রিং-এ টান লেগেছিলো তাঁর। তবে সূত্রের খবর সেরে উঠেছেন রোহিত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠেও নামবেন তিনি। পেসার মহম্মদ শামি (Mohammed Shami) আবার দুবাইতে সময় কাটালেন মাছ ধরে। সোশ্যাল মিডিয়ায় নিজের মৎসশিকারের ছবি পোস্টও করেছেন তিনি। সদ্য চোট সারিয়ে মাঠে ফিরেছেন তিনি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হতে পারে তাঁকে।

Also Read: CT 2025 IND vs NZ: রোহিতের খেলা নিয়ে রয়েছে সংশয়, কিউইদের বিরুদ্ধে শামি’কে ছাড়াই নামছে টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *