CT 2025: আগামী ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। প্রায় তিন দশক পর আইসিসি’র কোনো বড় টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে পাকিস্তান। নবসাজে সজ্জিত লাহোর, করাচী ও রাওয়ালপিন্ডির মাঠে প্রতিযোগিতার অধিকাংশ ম্যাচ আয়োজন করতে চলেছে পিসিবি। কেবলমাত্র বিসিসিআই-এর আপত্তিতে ভারতের ম্যাচগুলি আয়োজিত হবে দুবাইতে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী আট দলকে ভাগ করা হয়েছে দুইটি গ্রুপে। প্রথম গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সাথে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আর বি-গ্রুপে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সাথে থাকছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ধুন্ধুমার যুদ্ধ শেষে কোন চারটি দল থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) জয়ের দৌড়ে? ভবিষ্যদ্বাণী করলেন শোয়েব আখতার (Shoaib Akhtar)।
Read More: IND vs ENG 2nd ODI: “খুবই উপভোগ করেছি…” দুর্ধর্ষ শতরান রোহিতের, সিরিজ জিতে তৃপ্ত ভারত অধিনায়ক !!
বাদ অজিরা, শোয়েবের বাজি আফগানিস্তান-
![CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চার বেছে নিলেন শোয়েব, বাদ দিলেন খোদ বিশ্বজয়ীদের !! 2 Afghanistan Cricket Team | CT 2025 | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/06/afgan.png)
২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) জিতেছে অস্ট্রেলিয়া, ভারতকে তাদের ঘরের মাঠে হারিয়ে জিতেছে ওডিআই বিশ্বকাপও। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) তাদের ‘ফেভারিট’-এর তালিকায় রাখতে রাজী নন শোয়েব আখতার (Shoaib Akhtar)। চোট-আঘাতের ধাক্কায় এই মুহূর্তে জর্জরিত দুই বারের চ্যাম্পিয়নরা। ছিটকে গিয়েছেন ক্যামেরন গ্রিন, মিচেল মার্শ’রা। বাদ পড়ার পথে জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স’ও। মহাতারকাদের অভাব পূরণ করে ট্রফির দাবীদার হয়ে ওঠা কঠিন স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেডদের পক্ষে, মনে করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। বরং টুর্নামেন্টের ডার্ক হর্স হিসেবে তিনি বেছে নিচ্ছেন আফগানিস্তানকে। বি-গ্রুপ থেকে তারাই শেষ চারের টিকিট পেতে পারে বলে মনে করছেন শোয়েব আখতার। রশিদ খান, মহম্মদ নবিদের ভূয়সী প্রশংসা করতে শোনা গিয়েছে বিশ্বের দ্রুততম বোলারকে।
“আফগানিস্তান যদি এই টুর্নামেন্টে পরিণতিবোধ দেখায় তাহলে ওরা সেমিফাইনালে পৌঁছতে পারে,” দুবাইতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন শোয়েব (Shoaib Akhtar)। “আমি মনে করি ভারত, পাকিস্তান ও আফগানিস্তান সেমিফাইনালে যাবে,” সংযোজন তাঁর। ‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশ ও নিউজিল্যান্ড প্রথম পর্বে বাদ পড়ার সম্ভাবনা দেখছেন তিনি। তবে খালি রেখেছেন ‘বি’ গ্রুপের একটি সেমিফাইনাল স্লট। ২৩ তারিখ দুবাইতে মুখোমুখি ভারত ও পাকিস্তান (IND vs PAK)। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দেশের শেষ সাক্ষাতে টিম ইন্ডিয়াকে ১৮০ রানের ব্যবধানে হারিয়েছিলো পাক শিবির। এবারও তার পুনরাবৃত্তি চান রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। বলেছেন, “আমি আশাবাদী যে ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান ভারতকে হারাতে পারবে। আমি বিশ্বাস করি যে ভারত ও পাকিস্তানের ফাইনালেও মুখোমুখি হওয়া উচিৎ।”
ভারত-পাক ম্যাচ ঘিরে তুঙ্গে আগ্রহ-
![CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চার বেছে নিলেন শোয়েব, বাদ দিলেন খোদ বিশ্বজয়ীদের !! 3 IND vs PAK | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/12/rohit-babar.png)
চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আসরে মুখোমুখি ভারত ও পাকিস্তান। ক্রিকেটদুনিয়ার এল-ক্লাসিকো ঘিরে আগ্রহ তুঙ্গে। দুবাইতে অন্যান্য ম্যাচগুলির টিকিটের নূন্যতম মূল্য রাখা হয়েছিলো ২৫০ দিরহাম অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৬০০০ টাকা। কিন্তু ভারত-পাক মেগা দ্বৈরথের নূন্যতম টিকিট মূল্য ছিলো এর দ্বিগুণ অর্থাৎ ৫০০ দিরহাম (প্রায় ১২০০০ টাকা)। এছাড়া ৭৫০, ১০০০, ১২৫০, ২০০০, ২২০০, ২৭৫০, ৫০০০ দিরহাম মূল্যের টিকিটও রয়েছে। সর্বোচ্চ ১২৫০০ দিরহাম মূল্যের টিকিট প্রকাশ করেছে ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি। ভারতীয় টাকার অঙ্কে যার মূল্য ২, ৯৬,৮৮২ টাকা ২৫ পয়সা। উপমহাদেশের দুই হেভিওয়েটের ধুন্ধুমার যুদ্ধের সাক্ষী থাকতে এই বিপুল পরিমাণ অর্থ খরচ করা থেকেও পিছু হটেন নি ক্রিকেটপ্রেমী জনতা। প্রকাশের কিছুক্ষণের মধ্যেই নিঃশেষিত হয়েছে টিকিট। ২৩ তারিখ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একটি আসনও যে ফাঁকা থাকবে না তা বলাই যায়।