CT 2025: “ওর কথা ভেবেছিলাম, তবে…” চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই করুণ নায়ার, উপেক্ষার কারণ জানালেন আগরকার !! 1

CT 2025: আইসিসি ১২ জানুয়ারির ডেডলাইন বেঁধে দিলেও সেদিন চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) স্কোয়াড ঘোষণা করতে পারে নি বিসিসিআই। চেয়ে নেওয়া হয়েছিলো বাড়তি সময়। অবশেষে অপেক্ষার অবসান হলো আজ, অর্থাৎ ১৮ তারিখ। দুপুর বেলা মুম্বইয়ে বোর্ডের সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন ভারতীয় দলের মুখ্য নির্বাচক অজিত আগরকার (Ajit Agarkar) ও অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। প্রত্যাশামতই কোহলি, হার্দিক, জাদেজারা রয়েছেন স্কোয়াডে। রোহিতের ডেপুটি হিসেবে থাকছেন শুভমান গিল (Shubman Gill)। পিঠের চোটে অনিশ্চিত ছিলেন বুমরাহ। তাঁকেও স্কোয়াডে রেখেই পরিকল্পনা সাজিয়েছে বিসিসিআই। ঘরোয়া ক্রিকেটে ঝড় তোলা করুণ নায়ার (Karun Nair) ডাক পান কিনা সেদিকে ছিলো নজর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে ‘ওয়াইল্ড কার্ড’ এন্ট্রি না দেওয়ার পক্ষেই রায় দিয়েছে নির্বাচকমণ্ডলী।

Read More: সিরাজ-বুমরাহ বাদ, এন্ট্রি নিলেন হার্ষিত রানা, প্রকাশ্যে আসলো ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড !!

এখনই ফেরানো হচ্ছে না করুণকে-

Karun Nair | CT 2025 | Image: Getty Images
Karun Nair | Image: Getty Images

এবারের বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) অবিশ্বাস্য ক্রিকেট খেলছেন করুণ নায়ার (Karun Nair)। সাত ইনিংসে তাঁর রান সংখ্যা যথাক্রমে ১১২*, ৪৪*, ১৬৩*, ১১১*, ১১২, ১২২* ও ৮৮*। সাত ইনিংসের মধ্যে শতরানের সংখ্যা ৫, অর্ধশতকের সংখ্যা ১। অর্থাৎ মোট ৭৫২। যেহেতু তিনি আউট হয়েছেন কেবল একবার সেহেতু চলতি টুর্নামেন্টে তাঁর ব্যাটিং গড়’ও ঐ ৭৫২’ই। করুণের (Karun Nair) ব্যাটে ভর করে ঘরোয়া লিস্ট-এ টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছে বিদর্ভ। হারিয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরপ্রদেশের মত দল’কে। করুণের এই চোখ ধাঁধানো পারফর্ম্যান্স তাঁকে নতুন করে এনে দিয়েছে ক্রিকেটমহলের চর্চায়। করুণকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের সুযোগ দেওয়া উচিৎ বিসিসিআই-এর, প্রকাশ্যেই সওয়াল করেছেন হরভজন সিং (Harbhajan Singh), মহম্মদ কাইফের মত তারকা প্রাক্তনীরা।

লিস্ট-এ টুর্নামেন্টে অভাবনীয় পারফর্ম্যান্স করলেও চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) স্কোয়াডে স্থান হলো না করুণ নায়ারের (Karun Nair)। দল ঘোষণার পর আজ করুণের সুযোগ না পাওয়া নিয়ে মুখ্য নির্বাচক ও অধিনায়ককে প্রশ্ন করেন সাংবাদিকরা। টিম ম্যানেজমেন্টের মনোভাব স্পষ্ট করে দিয়েছেন আগরকার। বলেন, “৭৫০ ব্যাটিং গড় বজায় রাখা অবিশ্বাস্য ব্যাপার। এমন পারফর্ম্যান্স বারবার দেখা যায় না। আমরা করুণ নায়ারকে নিয়ে আলোচনা করেছি। কিন্তু এই মুহূর্তে দলে জায়গা পাওয়া খুবই কঠিন। সবাইকে তো আর ১৫ জনের স্কোয়াডে জায়গা দেওয়া যায় না।” তবে আশার বাণীও শুনিয়েছেন আগরকার (Ajit Agarkar)। “এই মুহূর্তে দলে ওর জন্য জায়গা নেই। তবে ওর দিকে আমাদের নজর অবশ্যই রয়েছে। যদি কেউ চোট পান সেক্ষেত্রে ওর নাম অবশ্যই আলোচনায় থাকবে,” সংযোজন তাঁর।

দ্বিতীয় সুযোগের অপেক্ষায় করুণ নায়ার-

Karun Nair | CT 2025 | Image: Getty Images
Karun Nair | Image: Getty Images

২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন করুণ নায়ার (Karun Nair)। ৩০৩* রানের ইনিংসটির পর অনেকেই ভেবেছিলেন যে ভারতীয় মিডল অর্ডারের নিয়মিত সদস্য হয়ে উঠবেন ডান হাতি ব্যাটার। কিন্তু ধারাবাহিকতার অভাবে সেই স্বপ্ন আর পূরণ হয় নি। ২০১৭-এর গোড়ার দিকে অস্ট্রেলিয়া সিরিজে (IND vs AUS) বেশ কিছু টেস্টে ব্যর্থ হওয়ার পর জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। এরপর আট বছর কেটে গেলেও আর ডাক আসে নি তাঁর কাছে। ঘরোয়া ক্রিকেটের আঙিনাতেও বেশ ওঠানামার মধ্য দিয়ে গিয়েছে করুণের (Karun Nair) কেরিয়ার। তিন ফর্ম্যাটেই কর্ণাটক দল থেকে বাদ পড়েছিলেন তিনি। দ্বিতীয় সুযোগের আশায় পাড়ি দেন বিদর্ভে। নতুন জার্সিতেই শেষমেশ ছন্দ খুঁজে পেয়েছেন তিনি। এবার অপেক্ষা আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল-

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং।

Also Read: CT 2025: বাদ পড়লেন সিরাজ, ‘আহত’ বুমরাহ’কে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা BCCI-এর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *