আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। ভারত রয়েছে গ্রুপ-এ’তে। তাদের প্রথম ম্যাচ দুবাইয়ের মাঠে প্রতিবেশী বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN)। ২৩ তারিখ দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান (IND vs PAK)। ২ মার্চ গ্রুপ পর্বে টিম ইন্ডিয়া শেষ ম্যাচটি খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ)। সম্প্রতি টানা দুটি টেস্ট সিরিজ হেরে বেশ বড়সড় বিপর্যয়ের সম্মুখীন ‘মেন ইন ব্লু।’ চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) সেই ব্যর্থতাকে পিছনে ফেলে সামনে এগোনোই লক্ষ্য তাদের। সেই কারণেই দল নির্বাচন নিয়ে কোনো রকম তাড়াহুড়ো করতে রাজী নয় বিসিসিআই। প্রথমে ঠিক ছিলো ১১-১২ জানুয়ারি ঘোষিত হবে স্কোয়াড। কিন্তু তা পিছিয়ে গিয়েছে ১৮-১৯ তারিখ অবধি। বোর্ড ধীরে চলো নীতি নিলেও চর্চা অবশ্য থামছে না। ইউটিউবে পছন্দের দল গড়লেন আকাশ চোপড়া (Aakash Chopra)।
Read More: ফর্ম ফেরাতে ভগবানের দরবারে ‘কিং কোহলি’, মাথা ঝুকে চাইলেন ইচ্ছা !!
রোহিতকেই অধিনায়ক বাছলেন আকাশ-
অস্ট্রেলিয়া সফরে রানের মধ্যে ছিলেন না রোহিত শর্মা (Rohit Sharma)। ৫ ইনিংসে করেছেন মাত্র ৩১। তা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) তাঁকেই নেতৃত্বে চাইছেন আকাশ চোপড়া। ইউটিউব ভিডিওতে তিনি বলেন, “রোহিত শর্মা’ই থাকছেন অধিনায়ক ও ওপেনার হিসেবে। এই বিষয়ে কোনো প্রশ্নই নেই। ২০২৩-এর বিশ্বকাপ থেকে ও ১৪টি ইনিংসে ৫৪ গড়ে করেছে ৭৫৪ রান। একটা শতরান করেছে, পাঁচটা অর্ধশতক করেছে, সাথে প্রায় ১৩০-এর স্ট্রাইক রেট’ও বজায় রেখেছে।” রোহিতের (Rohit Sharma) সঙ্গী হিসেবে আকাশের বাজি শুভমান (Shubman Gill) ও যশস্বী (Yashasvi Jaiswal)। জানান, “শুভমানের পরিসংখ্যান আহামরি নয়। ৩৭.৪ গড়ে ১২ ইনিংসে ৪১১ রান করেছে। পাঁচটা অর্ধশতক রয়েছে। যথেষ্ট নয়। ফলে যশস্বীকে খেলানো উচিৎ কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। একাদশে থাকুক বা না থাকুক, স্কোয়াডে ওর থাকা উচিৎ।”
কোহলি ও হার্দিক’কে চাইছেন আকাশ-
অফ স্টাম্পের বাইরের বলে অস্ট্রেলিয়াতে ৮ বার আউট হয়েছেন বিরাট (Virat Kohli)। তাঁর ব্যাটিং গড় ছিলো ২৩.৭৫। ব্যর্থতা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনিই হবেই ট্রাম্প কার্ড, মনে করছেন আকাশ চোপড়া। বলেন, “বিরাট কোহলির জায়গা পাওয়া নিয়েও কোনো সন্দেহ নেই। ১৪ ইনিংসে তিনটি শতরান-সহ ৭৪ গড়ে রান করেছে ও। শ্রীলঙ্কাতে সাফল্য পায় নি। তারপরেও ৭৪-এর গড় রয়েছে ওর। তাহলেই ভাবুন বিশ্বকাপে কেমন খেলেছিলো!” দীর্ঘদিন ওয়ান ডে থেকে দূরে থাকার পর সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে প্রত্যাবর্তন ঘটিয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) মাঠে তাঁকেও দেখতে চান আকাশ। জানিয়েছেন, “হার্দিক পান্ডিয়াকে দলে রাখতেই হবে। ও বিজয় হাজারে ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলেছে। ও যথেষ্ট ক্রিকেট খেলে না, এই অভিযোগের জবাব মাঠে নেমেই দিয়েছে।”
নজর শ্রেয়স-রাহুলে, রয়েছেন পন্থ’ও-
চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) জন্য নিজের ইউটিউব চ্যানেলে যে ষোলো সদস্যের স্কোয়াড গড়েছেন আকাশ চোপড়া (Aakash Chopra), সেখানে মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ারকেও (Shreyas Iyer) রেখেছেন তিনি। শ্রীলঙ্কা সফরে তিনটি একদিনের ম্যাচ খেলার পর জাতীয় দল থেকে বেশ কয়েক মাস দূরে ছিলেন মুম্বইয়ের তারকা। ঘরোয়া ক্রিকেটে তিন ফর্ম্যাটেই তাঁর সাম্প্রতিক পারফর্ম্যান্সের পর তাঁকে ফেরাবেন নির্বাচকেরা, আশায় আকাশ। স্কোয়াডে দুই জন উইকেটরক্ষকে রেখেছেন তিনি। কর্ণাটকের কে এল রাহুল (KL Rahul) রয়েছেন। তাঁর দিকে নজর রয়েছে নির্বাচকদেরও। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই থেকে বিশ্রাম চেয়েছিলেন রাহুল, কিন্তু তা নাকচ করেছেন আগরকাররা। হয়ত প্রথম একাদশে থাকবেন তিনিই। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে আকাশের পছন্দের স্কোয়াডে রয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)।
তিন স্পিনার, চার পেসার ফর্মূলা ভারতের ?
দুই স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল (Axar Patel) ও রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) বেছেছেন আকাশ চোপড়া। সাথে রেখেছেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকেও (Kuldeep Yadav)। দুবাইয়ের পিচে তিন ঘূর্ণি বোলার’ই প্রয়োজন বলে মনে করছেন তিনি। বলেছেন, “হার্দিক পান্ডিয়ার পর তিন স্পিনারের পক্ষপাতী আমি-রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। দুবাইতে খানিক সমস্যা হতে পারে। আবহাওয়া খানিক শীতল হবে, (পিচে) আর্দ্রতা থাকবে। ফলে স্পিন বিশেষ কার্যকর নাও হতে পারে। কিন্তু তা সত্ত্বেও আমি অনুরোধ করবো, তিন জনকেই নিয়ে যাওয়ার।” চারজন বিশেষজ্ঞ পেসারকে স্কোয়াডে রেখেছেন আকাশ। চোট সারিয়ে মহম্মদ শামি (Mohammed Shami) মাঠে ফিরবেন, আশায় তিনি। এছাড়া জসপ্রীত বুমরাহ’র সঙ্গী হিসেবে তিনি বেছেছেন মহম্মদ সিরাজ ও বাম হাতি আর্শদীপ সিং-কে।
এক নজরে আকাশের পছন্দ-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।