চেন্নাই সুপার কিংস (CSK) আবারও বড় পরিবর্তনের পথে হাঁটছে। আইপিএল ২০২৬ নিলামের আগে এমএস ধোনি (MS Dhoni) নেতৃত্বাধীন দলটি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা ক্রিকেট মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা গেছে, পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দলটি এবার মোট ১০ জন ক্রিকেটারকে ছেড়ে দিতে চলেছে। সেই তালিকায় রয়েছেন ভারতীয় দলের কিংবদন্তি অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin), ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার স্যাম কারান (Sam Curran) সহ বেশ কয়েকজন নামজাদা খেলোয়াড়রা। এমএস ধোনি নিজের অভিজ্ঞতা ও কৌশলের ওপর ভর করে চূড়ান্ত রিটেনশন তালিকা তৈরি করেছেন।
CSK’এর জন্য দল বেছে নিলো ধোনি

আইপিএল ২০২৬-এর নিলাম অনুষ্ঠিত হবে ডিসেম্বরের ১৫ তারিখে, আর রিটেনশন তালিকা জমা দেওয়ার শেষ দিন ১৫ নভেম্বর। তার আগেই সিএসকে জানিয়ে দিয়েছে, তারা নতুন মৌসুমে বড় পরিবর্তন আনতে চলেছে। বাদ পড়বেন স্যাম কারান। গত মৌসুমে পাঁচ ম্যাচে মাত্র ১১৪ রান ও একটি উইকেট নিয়েছিলেন। তাঁর পারফরম্যান্সে ম্যানেজমেন্ট সন্তুষ্ট নয়। তাই তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে। বিদেশি খেলোয়াড়দের প্রদর্শন খুব একটা ভালো ছিলো না CSK শিবিরে। যে কারণে নিউজিল্যান্ডের ওপেনার ব্যাটার ডেভন কনওয়েকে (Devon Conway) ছাঁটাই করতে চাইছে CSK। গত মৌসুমে, ছয় ম্যাচে মাত্র ১৫৬ রান করে ফ্রাঞ্চাইজি বা ক্যাপ্টেন কুলের মন জিততে পারেননি।
Read More: “করুণের মতন অবস্থা হবে…” দ্বিতীয় টেস্টের আগেই সাই সুদর্শনকে সাবধান বাণী সহকারী কোচের !!
বিদেশিদের তালিকায়, অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিসকেও (Nathan Ellis) রাখা হয়েছে। এই ফরম্যাটের অন্যতম অভিজ্ঞ পেসার তিনি। তবুও, পুরো মরশুমে মাত্র একটি ম্যাচ খেলে এক উইকেট পেয়েছিলেন, তাই তাঁকেও বাদ দেওয়া হচ্ছে। রচিন রবীন্দ্র (Rachin Ravindra) ৮ ম্যাচে ১৯১ রান করেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। তাকেও বাদ দেওয়ার চিন্তায় রেখেছে CSK। অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন (R. Ashwin) আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপশি আইপিএল থেকেও অবসর ঘোষণা করেছেন, ফলে সিএসকের সঙ্গে তাঁর অধ্যায়ও শেষ।
বিজয়- কুরানদের নেই কোনো সুযোগ

গত মৌসুমে আবার ধোনির দলে ফিরেছিলেন রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi)। ছন্দের অভাব দেখা দিয়েছিল রাহুলের মধ্যে। ৫ ম্যাচে মাত্র ৫৫ রান করে দলকে নিরাশ করেছেন, তাই তাঁকেও ছেড়ে দেওয়া হচ্ছে। এমনকি, দীপক হুডা (Deepak Hooda) সাত ম্যাচে মাত্র ৩১ রান ও কোনও উইকেট ছাড়াই ব্যর্থ হয়েছেন। পাশাপশি, ইংলিশ ফাস্ট বোলার জেমি ওভারটন (Jamie Overton), স্পিনার শ্রেয়াস গোপাল (Shreyas Gopal) এবং বিজয় শঙ্করকে (Vijay Shankar) আগামী মৌসুমে টাকার অংক বাড়ানোর জন্য ছাঁটাই করতে চলেছে টিম ম্যানেজমেন্ট। সব মিলিয়ে, ধোনি এবার ভবিষ্যৎ ভেবে দল গড়ছেন।