IPL 2023

৯. দীপক চাহার

DEEPAK CHAHAR
DEEPAK CHAHAR

ভারতীয় দলের সুইং স্পেশালিস্ট দীপক চাহার (DEEPAK CHAHAR) এবছর প্রথম থেকেই উপলব্ধ থাকবেন, গত সিজিনে ১৪ কোটি টাকায় চেন্নাই দলের অংশ হয়ে উঠেছিলেন চাহার, কিন্তু চোটের কারণে খেলতে পারেননি একটিও ম্যাচ,  গত তিন মাস ধরে তিনি ফিটনেসের উপর প্রশিক্ষণ চালিয়ে আসছেন ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমি তে , দীপক চাহার দলের হয়ে মূলত প্রমুখ বোলারের কাজ করবেন । তিনি আইপিএলের ময়দানে ৬৩ টি ম্যাচ মিলে ৭৯ রান করেছিলেন ১১.২৯ গড়ে ও তার ১৩৮.৬ স্ট্রাইক রেট ছিল। বল হাতে তিনি নিয়েছিলেন ৫৯ টি উইকেট ও ৭.৮ ইকোনমি রেট ছিল তার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *